কলকাতা, 26 মে : মোট 225টি ট্রেনে ফিরছে ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকরা । ইতিমধ্যেই 19টি ট্রেন রাজ্যে এসে গেছে । আমফানের জেরে সাময়িক বিরতির পর আজ থেকে ফের শুরু হল শ্রমিক স্পেশাল ট্রেনগুলির যাত্রা । প্রতিদিন অন্তত 10-15টি করে ট্রেন রাজ্যে আসবে । সঙ্গে সড়কপথেও আসছে ভিনরাজ্যে আটকে পড়া মানুষ এবং শ্রমিকরা । অধিক সংক্রমিত রাজ্যগুলি থেকে প্রবাসীরাও ঘরে ফিরছে । এই পরিস্থিতিতে জনস্বাস্থ্য নিয়ে রীতিমতো আতঙ্কে রাজ্য সরকার । নবান্নের আশঙ্কা, এতে রাজ্যে সংক্রমণ বেড়ে যেতে পারে অনেকটাই । তাই ভিনরাজ্য থেকে ফেরা মানুষদের জন্য নির্দিষ্ট প্রটোকল তৈরি করল নবান্ন ।
হিসেব বলছে, এক একটি ট্রেনে প্রায় 1,200 পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরছে । অর্থাৎ আগামীদিনে যে 206টি ট্রেন আসতে চলেছে তাতে রাজ্যে ফিরতে চলেছে প্রায় 2 লাখ 47 হাজার 200 শ্রমিক । সঙ্গে সড়কপথেও ফিরছে বহু মানুষ । নবান্নের হিসেব অনুযায়ী, প্রায় পাঁচ লাখ মানুষ রেল এবং সড়ক পথে রাজ্যে ফিরছে । এরপর 28 মে থেকে শুরু হচ্ছে অন্তর্দেশীয় বিমান চলাচল । ফলে প্রবাসী বাঙালি এবং ভিন রাজ্যে আটকে পড়া বহু মানুষ রাজ্যে ফিরবে । এছাড়াও আন্তর্জাতিক বিমান পরিষেবা শুরু হলে বিদেশ থেকেও ফিরবে অনেকে ।
রাজ্যে ফেরা সকলের জন্য রাখতে হচ্ছে পৃথক ব্যবস্থা । এত মানুষের জন্য সরকারি কোয়ারানটিন সেন্টারে থাকার ব্যবস্থা করা সম্ভব নয় । আর তাই রাজ্য সরকারের তরফে ঠিক করা হয়েছে, ট্রেন এবং বাস বা অন্য যানবাহনে রাজ্যে প্রবেশ করার পর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় যদি দেখা যায় কোনও উপসর্গ নেই, তবে তাকে সরাসরি বাড়ি পাঠিয়ে দেওয়া হবে । তবে, তাদের হোম কোয়ারানটিনে থাকতে হবে । যাদের অল্পস্বল্প উপসর্গ আছে, তাদেরও হোম কোয়ারানটিনেই থাকার ব্যবস্থা করা হচ্ছে । আর যাদের উপসর্গ গুরুতর, তাদের সোয়াবের নমুনা পরীক্ষা করানো হবে । সেই পরীক্ষার রিপোর্ট যদি পজ়িটিভ আসে তবে তাদের হাসপাতালে রেখে চিকিৎসা করানো হবে ।
যারা বিদেশ থেকে ফিরবে তাদের সাত দিনের জন্য নিজের খরচায় হোটেলে কোয়ারানটিনে থাকতে হবে । তারপর তাদের শরীরে যদি লক্ষণ না দেখা যায় তখন সাত দিনের জন্য হোম কোয়ারানটিনে থাকতে হবে । ভিন রাজ্য কিংবা বিদেশ থেকে ফেরা মানুষদের হোম কোয়ারানটিনের সময় সামাজিক দূরত্বের বিধিনিষেধ কড়াভাবে মানতে হবে ।
আজ নবান্নে স্বরাষ্ট্র সচিব এ প্রসঙ্গে বলেন, "এটা রাজ্য সরকারের কাছে একটা বড় ইশু । আগামীদিনে এটা বড় সমস্যারও । আমাদের রাজ্যের পরিকাঠামো দ্রুতগতিতে তৈরি করার চেষ্টা করা হলেও এত মানুষ একসঙ্গে আসা একটা সত্যিই বড় ব্যাপার । বিভিন্ন পথে বেশি কোরোনা সংক্রমিত রাজ্য কিংবা দেশ থেকে যেহেতু বিপুল সংখ্যক মানুষ আসছে, আমাদের নজরে রাখতে হবে যাতে সরকারি কোয়ারানটিনগুলোর জনঘনত্ব খুব বেশি না হয়ে যায় । রাজ্যে ফেরা মানুষদের হোম কোয়ারানটিনের শর্তগুলো কঠোরভাবে মানতে হবে ।"