কলকাতা, 20 এপ্রিল : রাজ্যে সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পর থেকে কোরোনা টেস্ট রিপোর্ট দেরিতে আসার অভিযোগ উঠছিল । নানা মহল থেকে সেই অভিযোগ তোলা হচ্ছিল । এবার পালটা অভিযোগ আনল নবান্ন । রাজ্য প্রশাসনের তরফে জানানো হল, স্বাস্থ্যমন্ত্রকের নিয়ন্ত্রণাধীন সংস্থা ICMR-র নাইসেডের কলকাতার শাখা থেকে যে কোরোনা পরীক্ষার কিট এসেছে তা ত্রুটিপূর্ণ । আর সেই কারণেই দেরি হচ্ছে রিপোর্টে ।
পশ্চিমবঙ্গে অত্যন্ত কম সংখ্যায় কোরোনা পরীক্ষা করা হচ্ছে । তাই কোরোনা পরীক্ষার নিরিখে নিচের দিকে রয়েছে রাজ্য । আর সেটা নিয়ে সমালোচনার মুখে পড়তে হচ্ছে রাজ্য সরকারকে । পাশাপাশি নমুনা পরীক্ষার রিপোর্ট দেরিতে আসারও অভিযোগ উঠছে । এই বিষয়েও রাজ্য স্বাস্থ্য দপ্তরের দিকে আঙুল তুলছেন অনেকেই । আক্রান্তের সংখ্যা কম দেখানোর জন্যই ইচ্ছাকৃতভাবে রিপোর্ট দেরি করে দেওয়া হচ্ছে বলে সন্দেহ অভিযোগকারীদের ।
কোরোনা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির গতকাল উত্তর দেওয়া হয় নবান্নর তরফে । পালটা অভিযোগ তুলে জানানো হয়, আগে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি থেকে সরাসরি যে কিট এসেছে সেগুলিতে কোনও সমস্যা ছিল না । পরে কিট পাঠানো হয়েছে ICMR-নাইসেডের কলকাতা শাখা থেকে । এই কিটগুলি ত্রুটিপূর্ণ । তার জেরে একাধিকবার টেস্ট করতে হচ্ছে । ফলে, রিপোর্ট আসতে দেরি হচ্ছে ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এর আগে টেস্ট কিটের অপ্রতুলতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন । তখন নাইসেডের তরফ জানানো হয়েছিল, পর্যাপ্ত কিট রয়েছে । এমনকী, তাদের হাতে কত কিট রয়েছে তার হিসেবও দেন নাইসেডের এক কর্ত্রী ।