কলকাতা, 19 অক্টোবর: চলতি মাসেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় । এমনটাই জানিয়েছে মৌসম ভবন । ঘূর্ণিঝড়কে মাথায় রেখে বিশেষ পদক্ষেপ নবান্নের । কালীপুজোর প্যান্ডেলগুলির পরিকাঠামো যাতে দুর্বল না-হয়, তার জন্য দক্ষিণবঙ্গের জেলাগুলিকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে (Nabanna asks districts to be on alert) । প্যান্ডেলগুলো শক্তপোক্ত আছে নাকি তা দেখতে বলা হয়েছে । প্রয়োজনে জেলাশাসকদের নিজেদের নজরদারি করতে বলা হয়েছে (Cyclone in West Bengal) ।
দক্ষিণবঙ্গের জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলতে হবে । 22 তারিখ থেকে সাইক্লোনের পূর্বাভাস রয়েছে । তা মাথায় রেখেই এই নির্দেশ । পাশাপশি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ও হুগলিকে বিশেষভাবে সতর্ক করেছে নবান্ন । এই তিন জেলাতেই ঘূর্ণিঝড়ের (Cyclone) প্রভাব সবচেয়ে বেশি পড়বে বলে আশঙ্কা । পাশাপশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিকেও সব রকমের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে ।
প্রসঙ্গত, আবহাওয়া দফতরের আধিকারিক গণেশ কুমার দাস জানিয়েছেন, একটি ঘূর্ণাবর্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে । আগামী 48 ঘণ্টায় এটা উত্তর-পশ্চিম দিকে এগোবে এবং এটিই নিম্নচাপে রূপান্তরিত হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের (Bay of Bengal) উপর । 22 তারিখ সকাল পর্যন্ত এটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং পরবর্তীকালে এটি পরিণত হবে ঘূর্ণিঝড়ে (Cyclonic Storm) ।
আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, আলোর উৎসব ভিজবে বৃষ্টিতে
তবে এর অভিমুখ কোন দিকে হবে এটা এখনও বলা যাচ্ছে না । এর প্রভাবও ঠিক কতটা হবে সেটা ভালোভাবে বোঝা যাবে 23 তারিখের পর । কিন্তু আসন্ন আলোর উৎসব যে বৃষ্টিতে ভিজতে চলেছে তার জোরালো পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । ঘূর্ণিঝড় সমুদ্রের উপর যত বেশি সময় থাকে ততই তাঁর শক্তি বাড়ে । সেক্ষেত্রে এই নতুন ঘূর্ণিঝড়টিও যদি দীর্ঘক্ষণ সমুদ্রের উপর অবস্থান করে তাহলে তার শক্তিবৃদ্ধি হবে ।