ETV Bharat / state

Cyclone in WB: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, বিপর্যয় মোকাবিলায় বিশেষ পদক্ষেপ নবান্নের

দক্ষিণবঙ্গের জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলতে হবে (Nabanna asks districts to be on alert)। 22 তারিখ থেকে সাইক্লোনের পূর্বাভাস রয়েছে ( Cyclone in West Bengal) । আসন্ন আলোর উৎসব যে বৃষ্টিতে ভিজতে চলেছে তার জোরালো পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 19, 2022, 10:13 PM IST

কলকাতা, 19 অক্টোবর: চলতি মাসেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় । এমনটাই জানিয়েছে মৌসম ভবন । ঘূর্ণিঝড়কে মাথায় রেখে বিশেষ পদক্ষেপ নবান্নের । কালীপুজোর প্যান্ডেলগুলির পরিকাঠামো যাতে দুর্বল না-হয়, তার জন্য দক্ষিণবঙ্গের জেলাগুলিকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে (Nabanna asks districts to be on alert) । প্যান্ডেলগুলো শক্তপোক্ত আছে নাকি তা দেখতে বলা হয়েছে । প্রয়োজনে জেলাশাসকদের নিজেদের নজরদারি করতে বলা হয়েছে (Cyclone in West Bengal) ।

দক্ষিণবঙ্গের জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলতে হবে । 22 তারিখ থেকে সাইক্লোনের পূর্বাভাস রয়েছে । তা মাথায় রেখেই এই নির্দেশ । পাশাপশি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ও হুগলিকে বিশেষভাবে সতর্ক করেছে নবান্ন । এই তিন জেলাতেই ঘূর্ণিঝড়ের (Cyclone) প্রভাব সবচেয়ে বেশি পড়বে বলে আশঙ্কা । পাশাপশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিকেও সব রকমের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে ।

প্রসঙ্গত, আবহাওয়া দফতরের আধিকারিক গণেশ কুমার দাস জানিয়েছেন, একটি ঘূর্ণাবর্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে । আগামী 48 ঘণ্টায় এটা উত্তর-পশ্চিম দিকে এগোবে এবং এটিই নিম্নচাপে রূপান্তরিত হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের (Bay of Bengal) উপর । 22 তারিখ সকাল পর্যন্ত এটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং পরবর্তীকালে এটি পরিণত হবে ঘূর্ণিঝড়ে (Cyclonic Storm) ।

আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, আলোর উৎসব ভিজবে বৃষ্টিতে

তবে এর অভিমুখ কোন দিকে হবে এটা এখনও বলা যাচ্ছে না । এর প্রভাবও ঠিক কতটা হবে সেটা ভালোভাবে বোঝা যাবে 23 তারিখের পর । কিন্তু আসন্ন আলোর উৎসব যে বৃষ্টিতে ভিজতে চলেছে তার জোরালো পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । ঘূর্ণিঝড় সমুদ্রের উপর যত বেশি সময় থাকে ততই তাঁর শক্তি বাড়ে । সেক্ষেত্রে এই নতুন ঘূর্ণিঝড়টিও যদি দীর্ঘক্ষণ সমুদ্রের উপর অবস্থান করে তাহলে তার শক্তিবৃদ্ধি হবে ।

কলকাতা, 19 অক্টোবর: চলতি মাসেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় । এমনটাই জানিয়েছে মৌসম ভবন । ঘূর্ণিঝড়কে মাথায় রেখে বিশেষ পদক্ষেপ নবান্নের । কালীপুজোর প্যান্ডেলগুলির পরিকাঠামো যাতে দুর্বল না-হয়, তার জন্য দক্ষিণবঙ্গের জেলাগুলিকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে (Nabanna asks districts to be on alert) । প্যান্ডেলগুলো শক্তপোক্ত আছে নাকি তা দেখতে বলা হয়েছে । প্রয়োজনে জেলাশাসকদের নিজেদের নজরদারি করতে বলা হয়েছে (Cyclone in West Bengal) ।

দক্ষিণবঙ্গের জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলতে হবে । 22 তারিখ থেকে সাইক্লোনের পূর্বাভাস রয়েছে । তা মাথায় রেখেই এই নির্দেশ । পাশাপশি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ও হুগলিকে বিশেষভাবে সতর্ক করেছে নবান্ন । এই তিন জেলাতেই ঘূর্ণিঝড়ের (Cyclone) প্রভাব সবচেয়ে বেশি পড়বে বলে আশঙ্কা । পাশাপশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিকেও সব রকমের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে ।

প্রসঙ্গত, আবহাওয়া দফতরের আধিকারিক গণেশ কুমার দাস জানিয়েছেন, একটি ঘূর্ণাবর্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে । আগামী 48 ঘণ্টায় এটা উত্তর-পশ্চিম দিকে এগোবে এবং এটিই নিম্নচাপে রূপান্তরিত হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের (Bay of Bengal) উপর । 22 তারিখ সকাল পর্যন্ত এটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং পরবর্তীকালে এটি পরিণত হবে ঘূর্ণিঝড়ে (Cyclonic Storm) ।

আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, আলোর উৎসব ভিজবে বৃষ্টিতে

তবে এর অভিমুখ কোন দিকে হবে এটা এখনও বলা যাচ্ছে না । এর প্রভাবও ঠিক কতটা হবে সেটা ভালোভাবে বোঝা যাবে 23 তারিখের পর । কিন্তু আসন্ন আলোর উৎসব যে বৃষ্টিতে ভিজতে চলেছে তার জোরালো পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । ঘূর্ণিঝড় সমুদ্রের উপর যত বেশি সময় থাকে ততই তাঁর শক্তি বাড়ে । সেক্ষেত্রে এই নতুন ঘূর্ণিঝড়টিও যদি দীর্ঘক্ষণ সমুদ্রের উপর অবস্থান করে তাহলে তার শক্তিবৃদ্ধি হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.