ETV Bharat / state

Jamai Shashti Leave: জামাইষষ্ঠীতে অর্ধদিবস ছুটি ঘোষণা নবান্নের, বিকেলে বাজি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব - বাজি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক

প্রতিবারের মতো এ বারও জামাইষষ্ঠীতে অর্ধদিবস ছুটি ঘোষণা করল নবান্ন ৷ এ দিকে, আজ বিকেলে বাজি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ।

Jamai Shashti Leave
Jamai Shashti Leave
author img

By

Published : May 23, 2023, 2:08 PM IST

কলকাতা, 23 মে: অন্যথা হল না এ বারও ৷ এ বছরও জামাইষষ্ঠীতে অর্ধদিবস ছুটি পাবেন সরকারি কর্মচারীরা ৷ এই সুখবর দিয়ে আজ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্নের তরফে ৷ এ দিকে, আজ বিকেলে বাজি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ।

আগামী বৃহস্পতিবার জামাইষষ্ঠী । তার আগে পাড়ায় পাড়ায় জামাই বরণের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে । বাজার থেকে শুরু করে সবেতেই বাড়তি নজর গৃহস্থের । আর এর মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য সুখবর ঘোষণা করল নবান্ন । বিশেষ করে এই সুখবর তাঁদের জন্য যাঁরা জামাইষষ্ঠীতে ভুরিভোজের জন্য আমন্ত্রিত হন । কিন্তু চাকরির হেপা থাকায় তাঁরা ইচ্ছা থাকলেও শ্বশুরবাড়িতে যেতে পারেন না । এ বার তাঁদের সেই সুযোগ করে দিচ্ছে রাজ্য সরকার । কারণ এ বার জামাইষষ্ঠীতে অর্ধদিবস ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য । ইতিমধ্যেই অর্থ দফতর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে ।

প্রসঙ্গত বিগত কয়েক বছর ধরেই জামাইষষ্ঠীতে অর্ধদিবস ছুটি দেওয়া হয় । 2011 সাল থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর জামাইষষ্ঠীর দিন হাফ ছুটি দেওয়ার কথা প্রথম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এ বারও সেই পরম্পরা জারি থাকল । শুধু সরকারি না সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের নির্দেশিকা জারি থাকবে । যতদূর জানা গিয়েছে, জামাইষষ্ঠী উপলক্ষে বৃহস্পতিবার দুপুর দুটোর পর ছুটি হয়ে যাবে সমস্ত সরকারি দফতর ।

এমনিতেই সাম্প্রতিক অতীতে মহার্ঘ ভাতার প্রশ্নে সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলনে সরব হয়েছে সরকারি কর্মচারীদের একাংশ । ডিএ নিয়ে তাঁদের সরকারের বিরুদ্ধে ক্ষোভ থাকলেও, অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে সরকারি কর্মীদের তুষ্ট করতে চাইছে রাজ্য সরকার ৷

এ দিকে, একের পর এক বাজি কারখানায় বিস্ফোরণ তোলপাড় ফেলে দিয়েছে রাজ্যে । এ বিষয়ে এই মুহূর্তে উত্তাল রাজ্য রাজনীতি । সরকারের তরফ থেকে ইতিমধ্যেই প্রতিরোধমূলক একাধিক পদক্ষেপ করা হয়েছে ৷ তার পরেও বিস্ফোরণ থামছে না জেলায় জেলায় । এই অবস্থায় আজ অর্থাৎ মঙ্গলবার বিকেলে নবান্নের তরফ থেকে দক্ষিণ 24 পরগনার বাজি বিক্রেতাদের সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ।

এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য । প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে, আগামী তিন মাস দক্ষিণ 24 পরগনা-সহ একাধিক জেলায় বাজি কারখানায় উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । এই অবস্থায় বাজি ব্যবসায়ীদের সঙ্গে আজ মুখ্যসচিবের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।

আরও পড়ুন: কেন্দ্রকে নতুন করে সুযোগ দিতে চায় না নবান্ন, প্রকল্প নির্মাণের গুণগত মান নিয়ে সতর্কবার্তা মুখ্যসচিবের

কলকাতা, 23 মে: অন্যথা হল না এ বারও ৷ এ বছরও জামাইষষ্ঠীতে অর্ধদিবস ছুটি পাবেন সরকারি কর্মচারীরা ৷ এই সুখবর দিয়ে আজ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্নের তরফে ৷ এ দিকে, আজ বিকেলে বাজি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ।

আগামী বৃহস্পতিবার জামাইষষ্ঠী । তার আগে পাড়ায় পাড়ায় জামাই বরণের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে । বাজার থেকে শুরু করে সবেতেই বাড়তি নজর গৃহস্থের । আর এর মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য সুখবর ঘোষণা করল নবান্ন । বিশেষ করে এই সুখবর তাঁদের জন্য যাঁরা জামাইষষ্ঠীতে ভুরিভোজের জন্য আমন্ত্রিত হন । কিন্তু চাকরির হেপা থাকায় তাঁরা ইচ্ছা থাকলেও শ্বশুরবাড়িতে যেতে পারেন না । এ বার তাঁদের সেই সুযোগ করে দিচ্ছে রাজ্য সরকার । কারণ এ বার জামাইষষ্ঠীতে অর্ধদিবস ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য । ইতিমধ্যেই অর্থ দফতর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে ।

প্রসঙ্গত বিগত কয়েক বছর ধরেই জামাইষষ্ঠীতে অর্ধদিবস ছুটি দেওয়া হয় । 2011 সাল থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর জামাইষষ্ঠীর দিন হাফ ছুটি দেওয়ার কথা প্রথম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এ বারও সেই পরম্পরা জারি থাকল । শুধু সরকারি না সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের নির্দেশিকা জারি থাকবে । যতদূর জানা গিয়েছে, জামাইষষ্ঠী উপলক্ষে বৃহস্পতিবার দুপুর দুটোর পর ছুটি হয়ে যাবে সমস্ত সরকারি দফতর ।

এমনিতেই সাম্প্রতিক অতীতে মহার্ঘ ভাতার প্রশ্নে সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলনে সরব হয়েছে সরকারি কর্মচারীদের একাংশ । ডিএ নিয়ে তাঁদের সরকারের বিরুদ্ধে ক্ষোভ থাকলেও, অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে সরকারি কর্মীদের তুষ্ট করতে চাইছে রাজ্য সরকার ৷

এ দিকে, একের পর এক বাজি কারখানায় বিস্ফোরণ তোলপাড় ফেলে দিয়েছে রাজ্যে । এ বিষয়ে এই মুহূর্তে উত্তাল রাজ্য রাজনীতি । সরকারের তরফ থেকে ইতিমধ্যেই প্রতিরোধমূলক একাধিক পদক্ষেপ করা হয়েছে ৷ তার পরেও বিস্ফোরণ থামছে না জেলায় জেলায় । এই অবস্থায় আজ অর্থাৎ মঙ্গলবার বিকেলে নবান্নের তরফ থেকে দক্ষিণ 24 পরগনার বাজি বিক্রেতাদের সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ।

এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য । প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে, আগামী তিন মাস দক্ষিণ 24 পরগনা-সহ একাধিক জেলায় বাজি কারখানায় উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । এই অবস্থায় বাজি ব্যবসায়ীদের সঙ্গে আজ মুখ্যসচিবের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।

আরও পড়ুন: কেন্দ্রকে নতুন করে সুযোগ দিতে চায় না নবান্ন, প্রকল্প নির্মাণের গুণগত মান নিয়ে সতর্কবার্তা মুখ্যসচিবের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.