ETV Bharat / state

সুইসাইড নোটে সময় উল্লেখ করে আত্মহত্যা মা ও ছেলের! তদন্তে পুলিশ

উল্টোডাঙ্গা থানা এলাকার এপিসি রোডে একটি তিন তলা বাড়ি থেকে উদ্ধার মা ও ছেলের দেহ ৷ ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Etv Bharat
পৃথক ঘরে মা ছেলের ঝুলন্ত দেহ
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2023, 9:59 AM IST

কলকাতা, 28 নভেম্বর: তিলোত্তমায় রহস্য মৃত্যু ৷ এবার মা ও ছেলে ৷ একই বাড়ির দু’টি পৃথক ঘর থেকে উদ্ধার মা ও ছেলের ঝুলন্ত দেহ ৷ মৃতরা হলেন সোমনাথ মাল (27) ও মহুয়া মাল (56) ৷ মৃতের দেহে আঘাতের চিহ্ন না থাকলেও ঘটনাস্থল থেকে একটি সুইসাইডনোট উদ্ধার হয়েছে ৷ সেখানে মৃত্যুর সময় উল্লেখ থাকলেও কোনও কারণ লেখা নেই ৷ যা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে ৷ সোমবার উল্টোডাঙ্গা থানা এলাকার এপিসি রোডের ঘটনা ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার স্বামী নেপাল চন্দ্রের মৃত্যু হয়েছে ৷ তারপর থেকে তিনতলা বাড়ির দ্বিতীয় তলায় মা ও ছেলে দু’টি আলাদা ঘরে থাকতেন ৷ প্রতিবেশীদের সঙ্গেও খুব একটা মেলামেশা করতেন না তাঁরা ৷ তাঁদের লেদের ব্যবসা ছিল ৷ তবে সম্প্রতি লেদার কারখানাটি অন্য এক ব্যক্তিকে লিজ দেওয়া হয়েছিল ৷ যদিও সেটির দেখাশোনা করতেন সোমনাথ মাল ৷ তারপরেও কেন মা ও ছেলে আত্মহত্যা করলেন তা খতিয়ে দেখেতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

রবিবার দেহ দু’টি উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন ৷ এর পরই মৃত্য়ুর কারণ জানতে দেহদু’টি ময়না তদন্তে পাঠায় পুলিশ ৷ ঘটনাস্থলে থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে লেখা রয়েছে "আমাদের মৃত্যুর সঠিক সময় দুপুর একটা থেকে দেড়টা ৷" মৃত দেহের গলায় দড়ির ফাঁসের চিহ্ন ও সুইসাইড নোট থেকে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এটি আত্মহত্যার ঘটনাও ৷ তবে কেউ খুন করে এইভাবে ঝুলিয়ে দিতে পারে বলেও মনে করছে পুলিশের ৷ তবে তাঁরা যদি আত্মহত্যা করেন তার কারণ কী ? আদৌ এটি আত্মহত্যা নাকি ঘটনার নেপথ্যে রয়েছে অন্য কোনও রহস্যজনক কারণ ? প্রশ্ন থেকে যাচ্ছে ।

আরও পডুন:

  1. গোসাবায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার 8! নেপথ্যে গোষ্ঠী কোন্দল; অভিযোগ পরিবারের
  2. জয়নগরে মৃত তৃণমূল নেতার বাড়িতে ফিরহাদ, তোপ দাগলেন শাহের উদ্দেশে
  3. চাকদা গুলিকাণ্ডে প্রেমিকার স্বীকারোক্তি ! বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরেই খুন

কলকাতা, 28 নভেম্বর: তিলোত্তমায় রহস্য মৃত্যু ৷ এবার মা ও ছেলে ৷ একই বাড়ির দু’টি পৃথক ঘর থেকে উদ্ধার মা ও ছেলের ঝুলন্ত দেহ ৷ মৃতরা হলেন সোমনাথ মাল (27) ও মহুয়া মাল (56) ৷ মৃতের দেহে আঘাতের চিহ্ন না থাকলেও ঘটনাস্থল থেকে একটি সুইসাইডনোট উদ্ধার হয়েছে ৷ সেখানে মৃত্যুর সময় উল্লেখ থাকলেও কোনও কারণ লেখা নেই ৷ যা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে ৷ সোমবার উল্টোডাঙ্গা থানা এলাকার এপিসি রোডের ঘটনা ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার স্বামী নেপাল চন্দ্রের মৃত্যু হয়েছে ৷ তারপর থেকে তিনতলা বাড়ির দ্বিতীয় তলায় মা ও ছেলে দু’টি আলাদা ঘরে থাকতেন ৷ প্রতিবেশীদের সঙ্গেও খুব একটা মেলামেশা করতেন না তাঁরা ৷ তাঁদের লেদের ব্যবসা ছিল ৷ তবে সম্প্রতি লেদার কারখানাটি অন্য এক ব্যক্তিকে লিজ দেওয়া হয়েছিল ৷ যদিও সেটির দেখাশোনা করতেন সোমনাথ মাল ৷ তারপরেও কেন মা ও ছেলে আত্মহত্যা করলেন তা খতিয়ে দেখেতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

রবিবার দেহ দু’টি উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন ৷ এর পরই মৃত্য়ুর কারণ জানতে দেহদু’টি ময়না তদন্তে পাঠায় পুলিশ ৷ ঘটনাস্থলে থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে লেখা রয়েছে "আমাদের মৃত্যুর সঠিক সময় দুপুর একটা থেকে দেড়টা ৷" মৃত দেহের গলায় দড়ির ফাঁসের চিহ্ন ও সুইসাইড নোট থেকে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এটি আত্মহত্যার ঘটনাও ৷ তবে কেউ খুন করে এইভাবে ঝুলিয়ে দিতে পারে বলেও মনে করছে পুলিশের ৷ তবে তাঁরা যদি আত্মহত্যা করেন তার কারণ কী ? আদৌ এটি আত্মহত্যা নাকি ঘটনার নেপথ্যে রয়েছে অন্য কোনও রহস্যজনক কারণ ? প্রশ্ন থেকে যাচ্ছে ।

আরও পডুন:

  1. গোসাবায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার 8! নেপথ্যে গোষ্ঠী কোন্দল; অভিযোগ পরিবারের
  2. জয়নগরে মৃত তৃণমূল নেতার বাড়িতে ফিরহাদ, তোপ দাগলেন শাহের উদ্দেশে
  3. চাকদা গুলিকাণ্ডে প্রেমিকার স্বীকারোক্তি ! বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরেই খুন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.