ETV Bharat / state

"আমার ফোনও ট্যাপ হয়েছিল," NSO প্রসঙ্গে মমতা - Political News

কংগ্রেসের পর NSO নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় । জানালেন, তাঁরও ফোন ট্যাপ হয়েছিল ।

মমতা
author img

By

Published : Nov 2, 2019, 8:35 PM IST

Updated : Nov 2, 2019, 11:34 PM IST

কলকাতা, 2 নভেম্বর : দেশের একাধিক প্রবীণ সরকারি আধিকারিক, সাংবাদিক, আইনজীবী ও সমাজকর্মীদের হোয়াটসঅ্যাপের উপর চলেছিল নজরদারি । এমনটাই অভিযোগ উঠেছে ইজ়রায়েলি সাইবার সিকিউরিটি সংস্থা NSO-র বিরুদ্ধে । এ নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "আমারও ফোন ট্যাপ করা হয়েছিল । আমি সেটা জানি ।"

হোয়াটসঅ্যাপের তরফে ইতিমধ্যেই NSO-র বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে । অভিযোগ, মে মাসে লোকসভা ভোটের সময়ে নজরদারি চালানো হয়েছিল । এ নিয়ে কংগ্রেস প্রথম থেকেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে । সুপ্রিম কোর্টকে ঘটনাটি খতিয়ে দেখার জন্য আবেদনও করেছে কংগ্রেস । এবার এই ঘটনায় সরব হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "স্বাধীনভাবে কথাও বলতে পারবেন না । কারণ সেগুলো সব রেকর্ড হয় । আর সেই রেকর্ড কেউ শোনে । প্রথমে হোয়াটসঅ্যাপ সুরক্ষিত ছিল । কিন্তু এখন NSO হোয়াটসঅ্যাপ খুলে নেয় । ল্যান্ডফোন, মোবাইল সুরক্ষিত নয় । গোয়েন্দাগিরি চলছে ।"

মমতা বলেন, "সবসময় তো অফিসে থাকে না কেউ । ধরুন সরকারের তরফে পুলিশকে কোনও নির্দেশ দেওয়া হচ্ছে । সেটা তো যে কারও কাছে চলে যেতে পারে । সরকার কী করে কাজ করবে ? এটা অত্যন্ত গম্ভীর বিষয় । তাই আমি প্রধানমন্ত্রীকে বলব এই বিষয়ে নজর দিক । আর এটা ঠিক যে NSO কেন্দ্রীয় সরকারকে এই তথ্যগুলো দিচ্ছে । "

মমতা কী বললেন শুনুন

হোয়াটস্অ্যাপের চ্যাটিং-এ নজরদারি চালানোর জন্য পেগাসাস নামের একটি স্পাইওয়্যার ব্যবহার করা হয় । NSO-র তরফে জানানো হয়েছে এই স্পাইওয়্যারটির লাইসেন্স শুধুমাত্র বৈধ কিছু সরকারি সংস্থাকে দেওয়া হয়েছে । অথচ কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এ বিষয়ে কিছু না কি তাদের জানা নেই । সাংবাদিকদের মমতা বলেন, "আমি জানি, রাজনৈতিক নেতা, মিডিয়া, আইনজীবী, বিচারপতি, পুলিশ অফিসার, সমাজকর্মী ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হোয়াটসঅ্যাপে নজর রাখার জন্য কেন্দ্র NSO ব্যবহার করছে ।"

কলকাতা, 2 নভেম্বর : দেশের একাধিক প্রবীণ সরকারি আধিকারিক, সাংবাদিক, আইনজীবী ও সমাজকর্মীদের হোয়াটসঅ্যাপের উপর চলেছিল নজরদারি । এমনটাই অভিযোগ উঠেছে ইজ়রায়েলি সাইবার সিকিউরিটি সংস্থা NSO-র বিরুদ্ধে । এ নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "আমারও ফোন ট্যাপ করা হয়েছিল । আমি সেটা জানি ।"

হোয়াটসঅ্যাপের তরফে ইতিমধ্যেই NSO-র বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে । অভিযোগ, মে মাসে লোকসভা ভোটের সময়ে নজরদারি চালানো হয়েছিল । এ নিয়ে কংগ্রেস প্রথম থেকেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে । সুপ্রিম কোর্টকে ঘটনাটি খতিয়ে দেখার জন্য আবেদনও করেছে কংগ্রেস । এবার এই ঘটনায় সরব হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "স্বাধীনভাবে কথাও বলতে পারবেন না । কারণ সেগুলো সব রেকর্ড হয় । আর সেই রেকর্ড কেউ শোনে । প্রথমে হোয়াটসঅ্যাপ সুরক্ষিত ছিল । কিন্তু এখন NSO হোয়াটসঅ্যাপ খুলে নেয় । ল্যান্ডফোন, মোবাইল সুরক্ষিত নয় । গোয়েন্দাগিরি চলছে ।"

মমতা বলেন, "সবসময় তো অফিসে থাকে না কেউ । ধরুন সরকারের তরফে পুলিশকে কোনও নির্দেশ দেওয়া হচ্ছে । সেটা তো যে কারও কাছে চলে যেতে পারে । সরকার কী করে কাজ করবে ? এটা অত্যন্ত গম্ভীর বিষয় । তাই আমি প্রধানমন্ত্রীকে বলব এই বিষয়ে নজর দিক । আর এটা ঠিক যে NSO কেন্দ্রীয় সরকারকে এই তথ্যগুলো দিচ্ছে । "

মমতা কী বললেন শুনুন

হোয়াটস্অ্যাপের চ্যাটিং-এ নজরদারি চালানোর জন্য পেগাসাস নামের একটি স্পাইওয়্যার ব্যবহার করা হয় । NSO-র তরফে জানানো হয়েছে এই স্পাইওয়্যারটির লাইসেন্স শুধুমাত্র বৈধ কিছু সরকারি সংস্থাকে দেওয়া হয়েছে । অথচ কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এ বিষয়ে কিছু না কি তাদের জানা নেই । সাংবাদিকদের মমতা বলেন, "আমি জানি, রাজনৈতিক নেতা, মিডিয়া, আইনজীবী, বিচারপতি, পুলিশ অফিসার, সমাজকর্মী ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হোয়াটসঅ্যাপে নজর রাখার জন্য কেন্দ্র NSO ব্যবহার করছে ।"

Intro:
ফোন ট্যাপ নিয়ে কেন্দ্রকে আক্রমণ মমতার

কলকাতা, ২ নভেম্বর: ফোন ট্যাপ করা হচ্ছে বলে আজ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে তিনি বললেন, তাঁর ফোনও ট্যাপ করা হচ্ছে। আর এ সবই হচ্ছে কেন্দ্রের জন্য। এটা খুবই চিন্তার বিষয়। আমার ফোন ট্যাপ করা হচ্ছে। আমি সেটা বুঝতেও পারছি। সব কিছুতেই নজরদারি চালানো হচ্ছে। এটা ঠিক হচ্ছে না। সরকারি কাজকর্ম ব্যাহত হচ্ছে।

 
Body:প্রাথমিক কপি ইন্ট্রোতেConclusion:
Last Updated : Nov 2, 2019, 11:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.