ETV Bharat / state

বিজেপির একনিষ্ঠ সৈনিক হিসেবে লড়াই জারি, মৌনতা ভাঙলেন মুকুল - পশ্চিমবঙ্গে বিজেপি

সংবাদমাধ্যমের সামনেও কার্যত চুপ ছিলেন গতকাল ৷ তবে এবার সেই জল্পনায় নিজেই জল ঢাললেন মুকুল রায় ৷ জানিয়ে দিলেন তিনি বিজেপিতেই থাকছেন ৷

Mukul Roy
ছবি
author img

By

Published : May 8, 2021, 2:42 PM IST

Updated : May 8, 2021, 2:56 PM IST

কলকাতা, 8 মে : গতকাল শপথগ্রহণ অনুষ্ঠানের যখন তিনি বিধানসভায় এসেছিলেন, সেই সময় থেকেই জল্পনা শুরু হয়েছিল ৷ বিজেপির বিধায়কদের বৈঠকেও যোগ দেননি গতকাল ৷ সংবাদমাধ্যমের সামনেও কার্যত চুপ ছিলেন ৷ তবে এবার সেই জল্পনায় নিজেই জল ঢাললেন মুকুল রায় ৷ জানিয়ে দিলেন তিনি বিজেপিতেই থাকছেন ৷

বিজেপির বিধায়কদলের বৈঠকে মুকুল রায়ের অনুপস্থিতি এবং সেই বিষয়ে দিলীপ ঘোষের থেকে সদুত্তর না মেলা... সব মিলিয়েই জল্পনা জোরদার হতে শুরু করেছিল ৷ গুঞ্জন শুরু হয়েছিল রাজ্য রাজনীতির অন্দরমহলে ৷ এবার সেই নিয়ে নিজেই টুইট করলেন মুকুল রায় ৷ স্পষ্ট করে দিলেন, তিনি বিজেপির একনিষ্ঠ সৈনিক ৷

  • My fight would continue as a soldier of BJP to restore democracy in our state. I would request everyone to put the concoctions and conjectures to rest. I am resolute in my political path.

    — Mukul Roy (@MukulR_Official) May 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : নির্বাচন কমিশনের সহায়তায় রিগিং করেছে বিজেপি, বিধানসভায় সরব মমতা

টুইটারে তিনি লিখেছেন, "আমাদের রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারে বিজেপির সৈনিক হিসাবে আমার লড়াই অব্যাহত থাকবে । আমি সবাইকে অনুরোধ করব যেন এই ধরনের অনুমানগুলি তাঁরা না করেন । আমি আমার রাজনৈতিক পথে দৃঢ় সংকল্পবদ্ধ ।"

কলকাতা, 8 মে : গতকাল শপথগ্রহণ অনুষ্ঠানের যখন তিনি বিধানসভায় এসেছিলেন, সেই সময় থেকেই জল্পনা শুরু হয়েছিল ৷ বিজেপির বিধায়কদের বৈঠকেও যোগ দেননি গতকাল ৷ সংবাদমাধ্যমের সামনেও কার্যত চুপ ছিলেন ৷ তবে এবার সেই জল্পনায় নিজেই জল ঢাললেন মুকুল রায় ৷ জানিয়ে দিলেন তিনি বিজেপিতেই থাকছেন ৷

বিজেপির বিধায়কদলের বৈঠকে মুকুল রায়ের অনুপস্থিতি এবং সেই বিষয়ে দিলীপ ঘোষের থেকে সদুত্তর না মেলা... সব মিলিয়েই জল্পনা জোরদার হতে শুরু করেছিল ৷ গুঞ্জন শুরু হয়েছিল রাজ্য রাজনীতির অন্দরমহলে ৷ এবার সেই নিয়ে নিজেই টুইট করলেন মুকুল রায় ৷ স্পষ্ট করে দিলেন, তিনি বিজেপির একনিষ্ঠ সৈনিক ৷

  • My fight would continue as a soldier of BJP to restore democracy in our state. I would request everyone to put the concoctions and conjectures to rest. I am resolute in my political path.

    — Mukul Roy (@MukulR_Official) May 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : নির্বাচন কমিশনের সহায়তায় রিগিং করেছে বিজেপি, বিধানসভায় সরব মমতা

টুইটারে তিনি লিখেছেন, "আমাদের রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারে বিজেপির সৈনিক হিসাবে আমার লড়াই অব্যাহত থাকবে । আমি সবাইকে অনুরোধ করব যেন এই ধরনের অনুমানগুলি তাঁরা না করেন । আমি আমার রাজনৈতিক পথে দৃঢ় সংকল্পবদ্ধ ।"

Last Updated : May 8, 2021, 2:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.