কলকাতা, 15 জানুয়ারি: গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। তাঁকে দেখতে সোমবার এসএসকেএম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে গান গেয়ে শোনান শিল্পী। এই মুহূর্তে চিকিৎসকদের তত্ত্বাবধানেই রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শিল্পী বার্ধ্যকজনিত সমস্যা থেকে শুরু করে নিউমোনিয়া ও ফুসফুসের সংক্রমণের মতো সমস্যায় ভুগছেন। উডবার্ন বিভাগে ভরতি রয়েছেন তিনি। যদিও তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ৷ একটি সূত্রের দাবি, মঙ্গলবার তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে।
দীর্ঘদিন ধরেই মমতার সঙ্গে প্রতুলের সুসম্পর্ক। দু'জনকে একাধিক মঞ্চে একসঙ্গে দেখা গিয়েছে। বহু ভাষণে প্রতুলের গানের উল্লেখও করেন মমতা। সেই মতো শিল্পীর অসুস্থতার খবরে উদ্বিগ্ন হন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক তৎপরতার মধ্যেই সোমবার এসএসকেএম হাসপাতালে গিয়ে শিল্পীর সঙ্গে দেখা করেন। তাঁর স্বাস্থ্য সম্পর্কে খোঁজ-খবরও নেন। এরপরই রাজ্যের প্রশাসনিক প্রধানকে 'আমি বাংলায় গান গাই' গানটি গেয়ে শোনান প্রতুল।
বাংলার সঙ্গীতজগতে প্রতুল মুখোপাধ্যায় একজন নক্ষত্রসম। তাঁর কণ্ঠে ‘আমি বাংলায় গান গাই’ জনপ্রিয়। তাঁর কণ্ঠে ‘ডিঙা ভাসাও সাগরে’ গানটিও বিপুল জনপ্রিয়। একাধিক অ্যালবামে রয়েছে তাঁর অগণিত গান। ‘গোঁসাইবাগানের ভূত’ ছবিতে প্লেব্যাক করেছেন প্রতুল মুখোপাধ্যায়। তাঁর অ্যালবামগুলোর মধ্যে রয়েছে ‘পাথরে পাথরে নাচে আগুন’, 'ওঠো হে’, ‘কুট্টুস কাট্টুস’, ‘স্বপ্নের ফেরিওয়ালা’, ‘স্বপনপুরে’, ‘অনেক নতুন বন্ধু হোক’, ‘হযবরল’ ছাড়াও রয়েছে তাঁর একাধিক অ্যালবাম।
উল্লেখ্য, বাংলাদেশের 'বেঙ্গল ফাউন্ডেশন' থেকে প্রতুল মুখোপাধ্যায়ের একটি অ্যালবাম প্রকাশিত হয় ‘আমি বাংলায় গান গাই’। প্রতুল মুখোপাধ্যায়কে নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্র ‘প্রতুল মুখোপাধ্যায়ের গান’ এবং ‘ডিঙা ভাসাও’। অনেক ছোটবেলা থেকেই নিজের লেখা ও সুরে গান গাইতেন তিনি। মাত্র 12 বছর বয়সে কবি মঙ্গলচরণ চট্টোপাধ্যায়ের ‘আমি ধান কাটার গান গাই’ কবিতায় প্রথম সুরারোপ করেন প্রতুল মুখোপাধ্যায়। নিজের লেখা এবং গানের পাশাপাশি বিভিন্ন ছড়াতেও সুরারোপ করেছেন এই শিল্পী।
আরও পড়ুন
দক্ষিণ কলকাতার আটটি ওয়ার্ডের বাসিন্দাদের জল-যন্ত্রণার সুরাহায় নিকাশি নালা সংস্কার শুরু
আজও ভরিয়ে রেখেছেন 'গানের ভুবন', জন্মদিবসে শ্যামল স্মরণ
হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত কবি মুনাওয়ার রানা, শোকপ্রকাশ অখিলেশের