ETV Bharat / state

বিশ্বকবির ইতালি ভ্রমণ নিয়ে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে সংগ্রহশালা, গেলে কী কী দেখতে পাবেন ? - Jorasanko Thakurbari

Rabindranath Tagore Museum: জীবদ্দশায় তিনবার ইতালিতে গিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর ৷ সরকারি আমন্ত্রণে তাঁর সেই ইতালি ভ্রমণ নিয়ে সংগ্রহশালা তৈরি করা হল জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে ৷

Etv Bharat
কবিগুরুর ইতালি ভ্রমণ নিয়ে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে সংগ্রহশালা
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 12, 2023, 8:55 AM IST

Updated : Dec 12, 2023, 10:07 AM IST

বিশ্বকবির ইতালি ভ্রমণ নিয়ে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে সংগ্রহশালা

কলকাতা, 12 ডিসেম্বর: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ইতালি ভ্রমণ নিয়ে সংগ্রহশালার উদ্বোধন হয়ে গেল জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে । উদ্বোধন করেন ইতালির কলকাতা কনস্যুলেট জেনারেল ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায় ৷ ভারত ও ইতালির মধ্যে সম্পর্কের 75 বছর পূর্তি হয়েছে এ বছরই । এই বিষয়টি মাথায় রেখেই রবীন্দ্রনাথের ইউরোপ ভবনের ইতিকথা ও হারিয়ে যাওয়া ইতিহাস তুলে ধরা হবে এই সংগ্রহশালাতে ।

এই বিষয়ে ইতালির কলকাতা কনস্যুলেট জেনারেল জিয়ানলুকা রুবাগত্তি বলেন, "ইতালির প্রধানমন্ত্রী ভারতে এসে নরেন্দ্র মোদির সঙ্গে নানান বিষয়ে বৈঠক করেন । যার মধ্যে ইতালি এবং ভারতের সম্পর্ককে মজবুত করতে পাঁচটি পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছিলেন । তারই একটা জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রবি ঠাকুরের ইতালি ভ্রমণ নিয়ে সংগ্রহশালা ৷ রোমে আমরা এই ধরনের একটা মিউজিয়াম তৈরি করেছি । ইতালির বিদেশমন্ত্রকের উদ্যোগে কলকাতায় এই সংগ্রহশালা তৈরি করা হল ।"

রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর জীবনকালে তিনবার ইতালিতে গিয়েছিলেন । 1878 সালে 17 বছর বয়সে প্রথমবার তিনি ইতালি গিয়েছিলেন ৷ এরপর 1925 এবং 1926 সালে পরপর দু'বার তিনি সরকারি আমন্ত্রণে ইতালি যান । তাঁর এই তিনবার ইতালি ভ্রমণের ইতিহাস ও ছবি তুলে ধরা হয়েছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সংগ্রহশালাতে ।

এই বিষয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায় বলেন, "ইতালি সরকারের উদ্যোগ এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এই সংগ্রহশালা উদ্বোধন করা হয়েছে । তাঁর তিনবার ইতালি ভ্রমণের যত নথিপত্র পাওয়া গিয়েছে তাঁর ভিত্তিতে এই যাবতীয় তথ্য ছবি সংগ্রহ করা হয়েছে ৷ আগামীতে আরও নতুন কিছু পাওয়া গেলে এই গ্যালারিতে সংযোজন করা হবে ।"

1926 সালে ইতালি ভ্রমণের সময় মুসোলিনির সঙ্গে দেখা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের । তাঁর আমন্ত্রণেই তিনি সেখানে গিয়েছিলেন ৷ এই নিয়ে অবশ্য নানান রকম বিতর্ক রয়েছে ৷ কিন্তু আজকের দিনে সে সব বিতর্ক এড়িয়ে দুর্মূল্য ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং সংরক্ষণ করাটাই গুরুত্বপূর্ণ । তবে মুসোলেনিকে নিয়ে যে বিতর্ক হয়েছিল সেই ইতিহাস বা তাঁর সঙ্গে দেখা করার তথ্য পাওয়া গেলেও মুসোলিনির সঙ্গে রবি ঠাকুরের কোনও ছবি পাওয়া যায়নি ।

জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির রামপ্রসাদ ভবনের তৃতীয়তলায় এই সংগ্রহশালার উদ্বোধন করা হয়েছে । এখানে রয়েছে কবিগুরুর তিনবারের ইতালি ভ্রমণের টুকরো টুকরো ইতিহাস । ইতালির আটটি শহরে ঘোরার পাশাপাশি 41 দিন সেখানে কাটানো থেকে শুরু করে চারবার তিনি সেই দেশে বক্তব্য রেখেছিলেন । এছাড়াও সরকারি আমন্ত্রণে ইতালিতে বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান-সহ বৈঠকেও অংশগ্রহণ করে ছিলেন বিশ্বকবি । এই প্রদর্শনীশালাতে রাখা হয়েছে সেই সময়কার ছবি, সংবাদপত্রে প্রকাশিত খবর, কবিগুরুর হাতে লেখা বার্তা, প্রথমবার রোম ভবনে গ্র্যান্ড হোটেলে থাকা-সহ নানা অভিজ্ঞতার কথা ও তা নিয়ে লেখা কবিতা সবকিছুই ৷

আরও পড়ুন :

1 শান্তিনিকেতনে বসে সাক্ষাতে-চিঠিতে নেতাজি-গান্ধিজির মনান্তর দূর করতে উদ্যোগী ছিলেন কবিগুরু

2 বিখ্যাত মতিচুর সন্দেশের সঙ্গে জড়িয়ে রয়েছে রবি ঠাকুরের নাম, স্মৃতি রোমন্থনে চন্দননগরবাসী

3 পঁচিশে বৈশাখেই জেগে থাকেন বিশ্বকবি ? মোবাইল-সোশাল মিডিয়ায় অবহেলিত রবীন্দ্র জীবন-সাহিত্য

বিশ্বকবির ইতালি ভ্রমণ নিয়ে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে সংগ্রহশালা

কলকাতা, 12 ডিসেম্বর: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ইতালি ভ্রমণ নিয়ে সংগ্রহশালার উদ্বোধন হয়ে গেল জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে । উদ্বোধন করেন ইতালির কলকাতা কনস্যুলেট জেনারেল ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায় ৷ ভারত ও ইতালির মধ্যে সম্পর্কের 75 বছর পূর্তি হয়েছে এ বছরই । এই বিষয়টি মাথায় রেখেই রবীন্দ্রনাথের ইউরোপ ভবনের ইতিকথা ও হারিয়ে যাওয়া ইতিহাস তুলে ধরা হবে এই সংগ্রহশালাতে ।

এই বিষয়ে ইতালির কলকাতা কনস্যুলেট জেনারেল জিয়ানলুকা রুবাগত্তি বলেন, "ইতালির প্রধানমন্ত্রী ভারতে এসে নরেন্দ্র মোদির সঙ্গে নানান বিষয়ে বৈঠক করেন । যার মধ্যে ইতালি এবং ভারতের সম্পর্ককে মজবুত করতে পাঁচটি পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছিলেন । তারই একটা জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রবি ঠাকুরের ইতালি ভ্রমণ নিয়ে সংগ্রহশালা ৷ রোমে আমরা এই ধরনের একটা মিউজিয়াম তৈরি করেছি । ইতালির বিদেশমন্ত্রকের উদ্যোগে কলকাতায় এই সংগ্রহশালা তৈরি করা হল ।"

রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর জীবনকালে তিনবার ইতালিতে গিয়েছিলেন । 1878 সালে 17 বছর বয়সে প্রথমবার তিনি ইতালি গিয়েছিলেন ৷ এরপর 1925 এবং 1926 সালে পরপর দু'বার তিনি সরকারি আমন্ত্রণে ইতালি যান । তাঁর এই তিনবার ইতালি ভ্রমণের ইতিহাস ও ছবি তুলে ধরা হয়েছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সংগ্রহশালাতে ।

এই বিষয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায় বলেন, "ইতালি সরকারের উদ্যোগ এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এই সংগ্রহশালা উদ্বোধন করা হয়েছে । তাঁর তিনবার ইতালি ভ্রমণের যত নথিপত্র পাওয়া গিয়েছে তাঁর ভিত্তিতে এই যাবতীয় তথ্য ছবি সংগ্রহ করা হয়েছে ৷ আগামীতে আরও নতুন কিছু পাওয়া গেলে এই গ্যালারিতে সংযোজন করা হবে ।"

1926 সালে ইতালি ভ্রমণের সময় মুসোলিনির সঙ্গে দেখা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের । তাঁর আমন্ত্রণেই তিনি সেখানে গিয়েছিলেন ৷ এই নিয়ে অবশ্য নানান রকম বিতর্ক রয়েছে ৷ কিন্তু আজকের দিনে সে সব বিতর্ক এড়িয়ে দুর্মূল্য ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং সংরক্ষণ করাটাই গুরুত্বপূর্ণ । তবে মুসোলেনিকে নিয়ে যে বিতর্ক হয়েছিল সেই ইতিহাস বা তাঁর সঙ্গে দেখা করার তথ্য পাওয়া গেলেও মুসোলিনির সঙ্গে রবি ঠাকুরের কোনও ছবি পাওয়া যায়নি ।

জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির রামপ্রসাদ ভবনের তৃতীয়তলায় এই সংগ্রহশালার উদ্বোধন করা হয়েছে । এখানে রয়েছে কবিগুরুর তিনবারের ইতালি ভ্রমণের টুকরো টুকরো ইতিহাস । ইতালির আটটি শহরে ঘোরার পাশাপাশি 41 দিন সেখানে কাটানো থেকে শুরু করে চারবার তিনি সেই দেশে বক্তব্য রেখেছিলেন । এছাড়াও সরকারি আমন্ত্রণে ইতালিতে বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান-সহ বৈঠকেও অংশগ্রহণ করে ছিলেন বিশ্বকবি । এই প্রদর্শনীশালাতে রাখা হয়েছে সেই সময়কার ছবি, সংবাদপত্রে প্রকাশিত খবর, কবিগুরুর হাতে লেখা বার্তা, প্রথমবার রোম ভবনে গ্র্যান্ড হোটেলে থাকা-সহ নানা অভিজ্ঞতার কথা ও তা নিয়ে লেখা কবিতা সবকিছুই ৷

আরও পড়ুন :

1 শান্তিনিকেতনে বসে সাক্ষাতে-চিঠিতে নেতাজি-গান্ধিজির মনান্তর দূর করতে উদ্যোগী ছিলেন কবিগুরু

2 বিখ্যাত মতিচুর সন্দেশের সঙ্গে জড়িয়ে রয়েছে রবি ঠাকুরের নাম, স্মৃতি রোমন্থনে চন্দননগরবাসী

3 পঁচিশে বৈশাখেই জেগে থাকেন বিশ্বকবি ? মোবাইল-সোশাল মিডিয়ায় অবহেলিত রবীন্দ্র জীবন-সাহিত্য

Last Updated : Dec 12, 2023, 10:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.