কলকাতা, 2 নভেম্বর : সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 19 ডিসেম্বর হতে পারে কলকাতা ও হাওড়া পৌরনিগমের ভোট। নবান্ন সূত্রে এমনটাই জানা গিয়েছে। যদিও এখনই এই পুরভোট নিয়ে বিশেষ উচ্চবাচ্য করতে নারাজ নবান্ন। তবে তলায় তলায় প্রস্তুতি সেরে রাখছে রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ইঙ্গিত দিয়েছিলেন ডিসেম্বর পুরভোট হতে পারে বলে। সেই মতোই বিরোধীদের বিরোধিতা সত্ত্বেও বিধানসভার অধিবেশন এগিয়ে নিয়ে আসা হয়। এই মুহূর্তে যা খবর, ১৮ তারিখ বিধানসভার শীতকালীন অধিবেশন শেষ হওয়ার কথা, তারপর 19 নভেম্বরই জারি হতে পারে কলকাতা এবং হাওড়া পুরৌনিগমের ভোটের বিজ্ঞপ্তি। যদিও বিষয়টি নিয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে, মঙ্গলবার তিনি বলেন, "মুখ্যমন্ত্রী চাইছেন ডিসেম্বর মাসেই পুরভোট হোক। সেই মতো প্রস্তুতি শুরু করেছি আমরা। কিন্তু সরাসরি পুরভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারে না রাজ্য সরকার। এক্ষেত্রে রাজ্য সরকার, রাজ্য নির্বাচন কমিশনকে সুপারিশ করে। সেই মতো নির্বাচন কমিশনই ভোটের দিনক্ষণ ঘোষণা করে। এবারও সেইমতো প্রস্তুতি চলছে। সঠিক সময়ে পুরভোট ঘোষণা করবে কমিশন।"
আরও পড়ুন : Babul Supriyo: উপনির্বাচনে মানুষেরই জয়, তৃণমূলের জয়জয়কারে পুরনো ‘ভুল’ শুধরে নিলেন বাবুল
রাজ্যের পুরমন্ত্রী যখন একথা বলছেন, তখন সূত্রের খবর, নবান্ন থেকে ইতিমধ্যেই এই সংক্রান্তে একটি চিঠি নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। সেই চিঠিতে পুরভোটের সম্ভাব্য দিনক্ষণের উল্লেখও করা করা হয়েছে। যদিও নবান্ন বা নির্বাচন কমিশন কেউই এই চিঠির কথা স্বীকার করেনি। ফলে এই চিঠি নিয়ে ধন্দ রয়েছে। তবে মনে করা হচ্ছে 18 নভেম্বর বিধানসভার শীতকালীন অধিবেশন শেষ হওয়ার পরই পুরভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে।