ETV Bharat / state

পৌর স্বাস্থ্যকেন্দ্রে এমআরআই-সিটি স্ক্যানের সুবিধা পাবেন নাগরিকরা

KMC Health Center: কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি বা সিএসআরের টাকায় এমআরআই, সিটি স্ক্যানের মতো একাধিক পরীক্ষা এবার করা যাবে পৌর স্বাস্থ্যকেন্দ্র থেকেই ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 4, 2024, 10:46 PM IST

কলকাতা, 4 জানুয়ারি: বছরের শুরুতেই নাগরিকদের জন্য বিশেষ পরিষেবার কথা ঘোষণা করল কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগ ৷ এবার থেকে এমআরআই, সিটি স্ক্যানের মতো ব্যয়সাপেক্ষ পরীক্ষা নাগরিকরা করতে পারবেন পৌর স্বাস্থ্যকেন্দ্রে ৷ পৌরনিগমের নতুন পরিষেবা নাগরিকদের কাছে নতুন বছরের উপহার বলা চলে।

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে উদ্বোধন হতে চলেছে কলকাতা কর্পোরেশনের নতুন রোগ নির্ণয় ও পরীক্ষা কেন্দ্র। এই কেন্দ্রটি হবে 9 নম্বর বরোর 77 নম্বর ওয়ার্ডের 17/1 মহেশতলা লেনে । একটি বেসরকারি রোগ নির্ণয় ও পরীক্ষা কেন্দ্রের সঙ্গে গাঁটছড়া বেঁধে নাগরিকদের এই নতুন পরিষেবা দিতে চলেছে কলকাতা পৌরনিগম । আপাতত এমআরআই, সিটি স্ক্যানের সুবিধা পাওয়া গেলও, ধাপে ধাপে চালু হবে এক্স-রে, ইউএসজি'র মত আরও বেশ কিছু পরীক্ষা । কর্পোরেট সোশাল রেসপন্সিবিলিটি বা সিএসআরের টাকাতেই এই নয়া পরিষেবা পাবেন কলকাতার নাগরিকরা ।

এই বিশেষ পরীক্ষাগুলি করতে গেলে বিপুল পরিমাণ টাকা খরচ করতে হয় রোগীদের পরিবারকে । তবে 'স্বাস্থ্য সাথী' প্রকল্পে ধার্য পরিষেবা মূল্যের থেকেও কম টাকায় মিলবে এই সমস্ত পরীক্ষার সুবিধা। কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা, সরকারি-বেসরকারি যেকোনও জায়গায় চিকিৎসকরা লিখে দিলেই রোগীরা এই সুবিধা পাবেন । আপাতত কলকাতার নাগরিকরা এই সুবিধা পেলেও, আগামিদিনে কলকাতার পৌরনিগমের এলাকার বাইরের বাসিন্দারাও যাতে এই এই সুবিধা পান সেই ব্যবস্থাও করা হবে । এমনটাই জানানো হয়েছে কলকাতা পৌরনিগম সূত্রে ৷

এই প্রসঙ্গে এক পৌরনিগমের আধিকারিক জানান, কলকাতার নাগরিকদের কাছে এটা উপহার বলা চলে। এখন অত্যাধুনিক যন্ত্রে এমআরআই, সিটি স্ক্যান করতে ডায়গনস্টিক সেন্টারগুলো যে টাকা নিয়ে থাকে তার থেকে অনেক কমে এই আধুনিক প্রযুক্তি যন্ত্রে নাগরিকরা স্বাস্থ্য পরীক্ষা করতে পারবেন কলকাতা কর্পোরেশনের ওই পরীক্ষা কেন্দ্রে। পরবর্তী সময় আরও বেশ কয়টি পরীক্ষা শুরু হবে।

উল্লেখ্য, কেন্দ্রীয় প্রকল্পের টাকায় ওয়ার্ড হেলথ ইউনিটগুলি এখন ঝাঁ চকচকে। শুধু বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা বা ওষুধ দেওয়া নয়, চোখ পরীক্ষা, রক্তপরীক্ষা-সহ আরও একাধিক বিষয় চিকিৎসা করা হয় এই হেলথ ইউনিটগুলিতে । মেয়র্স ক্লিনিকে বিনামূল্যে ডায়ালেসিস করা হয়। এবার এই সমস্ত খরচসাপেক্ষ পরীক্ষা নামমাত্র টাকায় দেওয়া শুরু করায় কলকাতার কয়েক লাখ নাগরিক ব্যাপকভাবে উপকৃত হবেন বলেই আশা করছেন স্বাস্থ্য কর্তারা।

আরও পড়ুন:

  1. হয়রানি কমছে ক্রেতাদের, ফ্ল্যাট-বাড়ি কেনার আগে সম্পত্তি কর নিয়ে বড় সিদ্ধান্ত মেয়রের
  2. বাড়ি তৈরির নিয়ম শিথিল করতে কর্তৃপক্ষকে আবেদন, উপকৃত হবেন স্বল্প পরিসর জমির মালিকরা
  3. এক 'ক্লিকে' নগরবন্ধু পরিষেবা প্রবীণ নাগরিকদের জন্য, 1 জানুয়ারি থেকে পাওয়া যাবে সুবিধা

কলকাতা, 4 জানুয়ারি: বছরের শুরুতেই নাগরিকদের জন্য বিশেষ পরিষেবার কথা ঘোষণা করল কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগ ৷ এবার থেকে এমআরআই, সিটি স্ক্যানের মতো ব্যয়সাপেক্ষ পরীক্ষা নাগরিকরা করতে পারবেন পৌর স্বাস্থ্যকেন্দ্রে ৷ পৌরনিগমের নতুন পরিষেবা নাগরিকদের কাছে নতুন বছরের উপহার বলা চলে।

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে উদ্বোধন হতে চলেছে কলকাতা কর্পোরেশনের নতুন রোগ নির্ণয় ও পরীক্ষা কেন্দ্র। এই কেন্দ্রটি হবে 9 নম্বর বরোর 77 নম্বর ওয়ার্ডের 17/1 মহেশতলা লেনে । একটি বেসরকারি রোগ নির্ণয় ও পরীক্ষা কেন্দ্রের সঙ্গে গাঁটছড়া বেঁধে নাগরিকদের এই নতুন পরিষেবা দিতে চলেছে কলকাতা পৌরনিগম । আপাতত এমআরআই, সিটি স্ক্যানের সুবিধা পাওয়া গেলও, ধাপে ধাপে চালু হবে এক্স-রে, ইউএসজি'র মত আরও বেশ কিছু পরীক্ষা । কর্পোরেট সোশাল রেসপন্সিবিলিটি বা সিএসআরের টাকাতেই এই নয়া পরিষেবা পাবেন কলকাতার নাগরিকরা ।

এই বিশেষ পরীক্ষাগুলি করতে গেলে বিপুল পরিমাণ টাকা খরচ করতে হয় রোগীদের পরিবারকে । তবে 'স্বাস্থ্য সাথী' প্রকল্পে ধার্য পরিষেবা মূল্যের থেকেও কম টাকায় মিলবে এই সমস্ত পরীক্ষার সুবিধা। কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা, সরকারি-বেসরকারি যেকোনও জায়গায় চিকিৎসকরা লিখে দিলেই রোগীরা এই সুবিধা পাবেন । আপাতত কলকাতার নাগরিকরা এই সুবিধা পেলেও, আগামিদিনে কলকাতার পৌরনিগমের এলাকার বাইরের বাসিন্দারাও যাতে এই এই সুবিধা পান সেই ব্যবস্থাও করা হবে । এমনটাই জানানো হয়েছে কলকাতা পৌরনিগম সূত্রে ৷

এই প্রসঙ্গে এক পৌরনিগমের আধিকারিক জানান, কলকাতার নাগরিকদের কাছে এটা উপহার বলা চলে। এখন অত্যাধুনিক যন্ত্রে এমআরআই, সিটি স্ক্যান করতে ডায়গনস্টিক সেন্টারগুলো যে টাকা নিয়ে থাকে তার থেকে অনেক কমে এই আধুনিক প্রযুক্তি যন্ত্রে নাগরিকরা স্বাস্থ্য পরীক্ষা করতে পারবেন কলকাতা কর্পোরেশনের ওই পরীক্ষা কেন্দ্রে। পরবর্তী সময় আরও বেশ কয়টি পরীক্ষা শুরু হবে।

উল্লেখ্য, কেন্দ্রীয় প্রকল্পের টাকায় ওয়ার্ড হেলথ ইউনিটগুলি এখন ঝাঁ চকচকে। শুধু বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা বা ওষুধ দেওয়া নয়, চোখ পরীক্ষা, রক্তপরীক্ষা-সহ আরও একাধিক বিষয় চিকিৎসা করা হয় এই হেলথ ইউনিটগুলিতে । মেয়র্স ক্লিনিকে বিনামূল্যে ডায়ালেসিস করা হয়। এবার এই সমস্ত খরচসাপেক্ষ পরীক্ষা নামমাত্র টাকায় দেওয়া শুরু করায় কলকাতার কয়েক লাখ নাগরিক ব্যাপকভাবে উপকৃত হবেন বলেই আশা করছেন স্বাস্থ্য কর্তারা।

আরও পড়ুন:

  1. হয়রানি কমছে ক্রেতাদের, ফ্ল্যাট-বাড়ি কেনার আগে সম্পত্তি কর নিয়ে বড় সিদ্ধান্ত মেয়রের
  2. বাড়ি তৈরির নিয়ম শিথিল করতে কর্তৃপক্ষকে আবেদন, উপকৃত হবেন স্বল্প পরিসর জমির মালিকরা
  3. এক 'ক্লিকে' নগরবন্ধু পরিষেবা প্রবীণ নাগরিকদের জন্য, 1 জানুয়ারি থেকে পাওয়া যাবে সুবিধা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.