ETV Bharat / state

Explosion in Crackers Factory: বেআইনি বাজি বিক্রির ফলেই একাধিক বিস্ফোরণ রাজ্যে, দাবি বাজি বিক্রেতা সংগঠনের কর্তার

বাজি কারখানা থেকে গুদামে আগুন সবটাই বেআইনি কাজের ফলে হচ্ছে বলে দাবি করেছেন বাজি বিক্রেতা সংগঠনের কর্তা শুভঙ্কর মান্না ৷ ইটিভি ভারতের সঙ্গে কথায় তিনি তুলে ধরলেন সবুজ বাজি বিক্রির ক্ষেত্রে একাধিক তথ্য ৷

Explosion in Crackers Factory
বাজি
author img

By

Published : May 25, 2023, 11:35 AM IST

ইটিভি ভারতের মুখোমুখি বাজি বিক্রেতা সংগঠনের কর্তা

কলকাতা, 23 মে: পূর্ব মেদিনীপুর জেলার এগরা, দক্ষিণ 24 পরগনার বজবজের পর মঙ্গলবার মালদার ইংরেজবাজারে বাজি বিস্ফোরণের ঘটনা ঘটেছে ৷ এই সমস্ত ঘটনায় একাধিক মৃত্যু হয়েছে । কারখানা হোক বা দোকান থেকে গুদামে মজুত বাজি, সমস্তটাই বেআইনি বলছেন বাজি বিক্রেতা সমিতির সংগঠক শুভঙ্কর মান্না । তাঁর কথায়, গত বছর থেকেই সুপ্রিম কোর্টের নির্দেশে গ্রিন বাজি ছাড়া আর সবটাই নিষিদ্ধ । যারা এখানে সাধারণ বাজি মজুত করেছে সবটাই বেআইনি । পুলিশ প্রশাসন এদের বিরুদ্ধে পদক্ষেপ নিক ।

সবুজ বাজির ক্ষেত্রে কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (নিরির) সমস্ত নিয়ম মানতে হয় । দমকল থেকে পরিবেশ দফতরের ছাড়পত্র লাগে । ওই বাজিতে এক ধরনের যৌগ দেওয়া হয় ৷ যা বাজিকে সহজে দহনাঙ্ক পৌঁছতে দেয় না । বাজি পুড়লে সেটা থেকে উৎপাদিত ধোঁয়াতে যে রাসায়নিক কণা থাকে সেটাকে সহজে জমাট বেধে ফেলে দেয় ৷ বাতাসে মিশতে দেয় না । এই বিশেষ যৌগ নিরির বিজ্ঞানীরাই তৈরি করেছে ।

তিনি জানান, এখন সবুজ বাজি থেকে যা দূষণ হবে সেটা আরও কমানোর গবেষণা চালানো হচ্ছে । রাজ্যে এই মুহূর্তে সবুজ বাজি তৈরির লাইসেন্স পেয়েছে মাত্র 15টি সংস্থা । এখন পর্যন্ত 40টি সংস্থা তাদের বাজির নমুনা দিয়ে রেখেছে ছাড়পত্র পায়নি । কী কী দিয়ে সবুজ বাজি তৈরি হবে সেই সমস্ত রাসায়নিক নির্দিষ্ট করে দেওয়া হয়েছে নিরির তরফে । পাশাপাশি বাজি কারখানায় মৃত পরিবারদের সরকারি আর্থিক সহায়তা করা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন শুভঙ্কর । তিনি বলেন, "নিয়ম মেনে করলে ব্যবসা করলে মালিকের উচিৎ কর্মীদের বিমা করানো । সরকার কেন দেবে টাকা । চোর চুরি করতে গিয়ে মারা গেলে তার পরিবারকে সরকার ক্ষতিপূরণ দেবে ?"

Explosion in Crackers Factory
সবুজ বাজি তৈরির লাইসেন্স

এতদিন পর মন্ত্রী ফিরহাদ হাকিম সবুজ বাজির ক্লাস্টারের কথা বলেছেন ৷ সেই প্রসঙ্গে শুভঙ্কর বলেন, "আমরা বছরখানেক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পরিবেশমন্ত্রী মানস ভূঁইয়াকে মেল করে সেই প্রস্তাব দিয়েছিলাম । এই বিষয়ে আলোচনাও হয় ।" সবুজ বাজি ছাড়া যেকোনও বাজি উৎপাদক, বিক্রেতার বিরুদ্ধে আইন মাফিক ব্যবস্থা নেওয়ার আবেদন করেন তিনি ।

আরও পড়ুন: পরপর বিস্ফোরণেও ঢিলেঢালা নজরদারি ! উত্তর 24 পরগনায় রমরমিয়ে চলছে বেআইনি বাজির কারবার

ইটিভি ভারতের মুখোমুখি বাজি বিক্রেতা সংগঠনের কর্তা

কলকাতা, 23 মে: পূর্ব মেদিনীপুর জেলার এগরা, দক্ষিণ 24 পরগনার বজবজের পর মঙ্গলবার মালদার ইংরেজবাজারে বাজি বিস্ফোরণের ঘটনা ঘটেছে ৷ এই সমস্ত ঘটনায় একাধিক মৃত্যু হয়েছে । কারখানা হোক বা দোকান থেকে গুদামে মজুত বাজি, সমস্তটাই বেআইনি বলছেন বাজি বিক্রেতা সমিতির সংগঠক শুভঙ্কর মান্না । তাঁর কথায়, গত বছর থেকেই সুপ্রিম কোর্টের নির্দেশে গ্রিন বাজি ছাড়া আর সবটাই নিষিদ্ধ । যারা এখানে সাধারণ বাজি মজুত করেছে সবটাই বেআইনি । পুলিশ প্রশাসন এদের বিরুদ্ধে পদক্ষেপ নিক ।

সবুজ বাজির ক্ষেত্রে কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (নিরির) সমস্ত নিয়ম মানতে হয় । দমকল থেকে পরিবেশ দফতরের ছাড়পত্র লাগে । ওই বাজিতে এক ধরনের যৌগ দেওয়া হয় ৷ যা বাজিকে সহজে দহনাঙ্ক পৌঁছতে দেয় না । বাজি পুড়লে সেটা থেকে উৎপাদিত ধোঁয়াতে যে রাসায়নিক কণা থাকে সেটাকে সহজে জমাট বেধে ফেলে দেয় ৷ বাতাসে মিশতে দেয় না । এই বিশেষ যৌগ নিরির বিজ্ঞানীরাই তৈরি করেছে ।

তিনি জানান, এখন সবুজ বাজি থেকে যা দূষণ হবে সেটা আরও কমানোর গবেষণা চালানো হচ্ছে । রাজ্যে এই মুহূর্তে সবুজ বাজি তৈরির লাইসেন্স পেয়েছে মাত্র 15টি সংস্থা । এখন পর্যন্ত 40টি সংস্থা তাদের বাজির নমুনা দিয়ে রেখেছে ছাড়পত্র পায়নি । কী কী দিয়ে সবুজ বাজি তৈরি হবে সেই সমস্ত রাসায়নিক নির্দিষ্ট করে দেওয়া হয়েছে নিরির তরফে । পাশাপাশি বাজি কারখানায় মৃত পরিবারদের সরকারি আর্থিক সহায়তা করা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন শুভঙ্কর । তিনি বলেন, "নিয়ম মেনে করলে ব্যবসা করলে মালিকের উচিৎ কর্মীদের বিমা করানো । সরকার কেন দেবে টাকা । চোর চুরি করতে গিয়ে মারা গেলে তার পরিবারকে সরকার ক্ষতিপূরণ দেবে ?"

Explosion in Crackers Factory
সবুজ বাজি তৈরির লাইসেন্স

এতদিন পর মন্ত্রী ফিরহাদ হাকিম সবুজ বাজির ক্লাস্টারের কথা বলেছেন ৷ সেই প্রসঙ্গে শুভঙ্কর বলেন, "আমরা বছরখানেক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পরিবেশমন্ত্রী মানস ভূঁইয়াকে মেল করে সেই প্রস্তাব দিয়েছিলাম । এই বিষয়ে আলোচনাও হয় ।" সবুজ বাজি ছাড়া যেকোনও বাজি উৎপাদক, বিক্রেতার বিরুদ্ধে আইন মাফিক ব্যবস্থা নেওয়ার আবেদন করেন তিনি ।

আরও পড়ুন: পরপর বিস্ফোরণেও ঢিলেঢালা নজরদারি ! উত্তর 24 পরগনায় রমরমিয়ে চলছে বেআইনি বাজির কারবার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.