ETV Bharat / state

কোরোনা আক্রান্ত নন, স্বস্তিতে সাংসদ মৌসম - Mousam Noor

অবশেষে স্বস্তিতে মৌসম নুর-সহ তাঁর অনুগামীরা ৷ স্বস্তিতে শাসক দলও ৷ কোরোনা আক্রান্ত সরলা মুর্মু ও তাঁর স্বামীর সঙ্গে সভা করেছিলেন মৌসম ৷ তারপর থেকেই আতঙ্কে ছিলেন সকলে ৷ তবে, আজ মৌসমের রিপোর্টে জানা যায় তিনি কোরোনা আক্রান্ত নন ৷

মৌসম নুর
মৌসম নুর
author img

By

Published : Jul 5, 2020, 12:45 PM IST

কলকাতা, 5 জুলাই : কোরোনা নিয়ে আতঙ্কে ছিলেন তৃণমূল নেত্রী মৌসম বেনজির নুর ৷ মালদার আদিবাসী সংগঠনের নেত্রী সরলা মুর্মু ও তাঁর স্বামীর শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়ার পর আতঙ্ক গ্রাস করেছিল তাঁকেও ৷ কারণ, তাঁদের সঙ্গে একই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন মৌসম ৷ তাই তড়িঘড়ি নিজের সোয়াবের নমুনা পরীক্ষা করতে দেন তিনি ৷ আজ রিপোর্টে জানা যায়, তিনি নেগেটিভ ৷ তারপর থেকেই স্বস্তিতে মৌসম-সহ তাঁর অনুগামীরা ৷

27 জুন দলীয় এক কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদার প্রাক্তন সভাধিপতি তথা তৃণমূলের আদিবাসী সংগঠনের নেত্রী সরলা মুর্মু ও তাঁর স্বামী ৷ সেই বৈঠকেই যোগ দিয়েছিলেন মৌসম নুর-সহ জেলার অন্য নেতারা ৷ তারপরই জানা যায়, সরলা মুর্মু ও তাঁর স্বামী কোরোনায় আক্রান্ত ৷ এই খবর প্রকাশ্যে আসতেই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের নির্দেশে মৌসম-সহ জেলার শীর্ষ নেতারা হোম কোয়ারানটিনে চলে যান ৷

একের পর এক তৃণমূল নেতা, মন্ত্রী যেভাবে কোরোনায় আক্রান্ত হয়ে চলেছেন তা নিয়ে উদ্বেগ বাড়ছে শাসক দলের অন্দরে ৷ সম্প্রতি দমকলমন্ত্রী সুজিত বসু কোরোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৷ বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ বর্তমানে চিকিৎসাধীন ৷ কোরোনায় মৃত্যু হয়েছে তৃণমূলের তমোনাশ ঘোষের ৷ কোয়ারানটিনে রয়েছেন মদন মিত্র ৷ এই অবস্থায় মৌসমের রিপোর্ট নেগেটিভ আসায় কিছুটা হলেও স্বস্তিতে শাসক দল ৷ তবে খবর, রিপোর্ট নেগেটিভ এলেও আপাতত কিছুদিন কোয়ারানটিনে থাকবেন মৌসম ৷ সরাসরি যোগ দেবেন না দলীয় কর্মসূচিতে ৷

কলকাতা, 5 জুলাই : কোরোনা নিয়ে আতঙ্কে ছিলেন তৃণমূল নেত্রী মৌসম বেনজির নুর ৷ মালদার আদিবাসী সংগঠনের নেত্রী সরলা মুর্মু ও তাঁর স্বামীর শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়ার পর আতঙ্ক গ্রাস করেছিল তাঁকেও ৷ কারণ, তাঁদের সঙ্গে একই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন মৌসম ৷ তাই তড়িঘড়ি নিজের সোয়াবের নমুনা পরীক্ষা করতে দেন তিনি ৷ আজ রিপোর্টে জানা যায়, তিনি নেগেটিভ ৷ তারপর থেকেই স্বস্তিতে মৌসম-সহ তাঁর অনুগামীরা ৷

27 জুন দলীয় এক কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদার প্রাক্তন সভাধিপতি তথা তৃণমূলের আদিবাসী সংগঠনের নেত্রী সরলা মুর্মু ও তাঁর স্বামী ৷ সেই বৈঠকেই যোগ দিয়েছিলেন মৌসম নুর-সহ জেলার অন্য নেতারা ৷ তারপরই জানা যায়, সরলা মুর্মু ও তাঁর স্বামী কোরোনায় আক্রান্ত ৷ এই খবর প্রকাশ্যে আসতেই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের নির্দেশে মৌসম-সহ জেলার শীর্ষ নেতারা হোম কোয়ারানটিনে চলে যান ৷

একের পর এক তৃণমূল নেতা, মন্ত্রী যেভাবে কোরোনায় আক্রান্ত হয়ে চলেছেন তা নিয়ে উদ্বেগ বাড়ছে শাসক দলের অন্দরে ৷ সম্প্রতি দমকলমন্ত্রী সুজিত বসু কোরোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৷ বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ বর্তমানে চিকিৎসাধীন ৷ কোরোনায় মৃত্যু হয়েছে তৃণমূলের তমোনাশ ঘোষের ৷ কোয়ারানটিনে রয়েছেন মদন মিত্র ৷ এই অবস্থায় মৌসমের রিপোর্ট নেগেটিভ আসায় কিছুটা হলেও স্বস্তিতে শাসক দল ৷ তবে খবর, রিপোর্ট নেগেটিভ এলেও আপাতত কিছুদিন কোয়ারানটিনে থাকবেন মৌসম ৷ সরাসরি যোগ দেবেন না দলীয় কর্মসূচিতে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.