ETV Bharat / state

New Born Baby Murder : হাসপাতালেই সদ্যোজাত কন্যাসন্তানকে বালিশ চাপা দিয়ে খুনে অভিযুক্ত মা - Crime

গত 18 অক্টোবর কলকাতার একবালপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন সন্তানসম্ভবা লাভলি সিং। পরদিন অর্থাৎ, মঙ্গলবার এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। সম্পূর্ণ সুস্থ ছিল মা এবং কন্যা দু'জনেই। কিন্তু বুধবার কেবিনে গিয়ে নার্স দেখেন সদ্যোজাত আর নড়াচড়া করছে না।

New Born Baby Murder
প্রথম সন্তান মেয়ে, হাসপাতালেই সদ্যোজাতকে বালিশ চাপা দিয়ে খুন করল মা
author img

By

Published : Oct 20, 2021, 10:56 PM IST

Updated : Oct 21, 2021, 10:35 AM IST

কলকাতা, 20 অক্টোবর : লক্ষ্মীপুজোর দিন লক্ষ্মী নিধন। খুন একদিনের সদ্যোজাত শিশুকন্যা। অভিযুক্তা শিশুকন্যার মা নিজেই। মা নিজেই চেয়েছিলেন প্রথম সন্তান হোক ছেলে, কিন্তু ইচ্ছেপূরণ হয়নি। তাই মাত্র একদিনের কন্যাসন্তানকে হাসপাতালের বেডেই বালিশ চাপা দিয়ে প্রাণ কাড়লেন তিনি ৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে খোদ কলকাতার বুকে একবালপুরে । ঘটনায় স্তম্ভিত বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ।

ঘটনাচক্রে আজই লক্ষ্মীপুজো। আর সেই লক্ষ্মীপুজোর দিনেই এমন ন্যক্কারজনক ঘটনার সাক্ষী থাকল শহর কলকাতা। লালবাজার সূত্রের খবর, গত 18 অক্টোবর কলকাতার একবালপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন সন্তানসম্ভবা লাভলি সিং। পরদিন অর্থাৎ, মঙ্গলবার এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। মঙ্গলবার সম্পূর্ণ সুস্থ ছিল মা এবং কন্যা দু'জনেই। কিন্তু বুধবার কেবিনে গিয়ে নার্স দেখেন সদ্যোজাত আর নড়াচড়া করছে না। সন্দেহ হয় হাসপাতাল কর্তৃপক্ষের। পরীক্ষা করে শ্বাসপ্রশ্বাসও পাওয়া যায়নি সদ্যোজাত শিশুকন্যার। জানা যায় শিশুকন্যাটি আর বেঁচে নেই ৷ শিশুকন্যার নিথর দেহের পাশেই শুয়েছিলেন মা লাভলি সিং।

আরও পড়ুন : মদ খাইয়ে যুবতীকে গণধর্ষণের অভিযোগ তিন যুবকের বিরুদ্ধে

অথচ তাঁকে প্রশ্ন করা হলে নীরব থাকেন তিনি ৷ স্বাভাবিকভাবেই সন্দেহ আরও জোরাল হয়। এরপর পুলিশে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। একবালপুর থানা সূত্রের খবর, পরে মা নিজেই স্বীকার করে নেন তাঁর অপরাধের কথা। জানান, তিনিই তাঁর কন্যাসন্তানকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছেন। কারণ হিসেবে লাভলি সিং জানান. যেহেতু এটা তাঁর প্রথম সন্তান তাই তিনি চেয়েছিলেন পুত্রসন্তান হোক। কিন্তু কন্যাসন্তান হওয়াতে তিনিই নিজের সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছেন।

কলকাতা, 20 অক্টোবর : লক্ষ্মীপুজোর দিন লক্ষ্মী নিধন। খুন একদিনের সদ্যোজাত শিশুকন্যা। অভিযুক্তা শিশুকন্যার মা নিজেই। মা নিজেই চেয়েছিলেন প্রথম সন্তান হোক ছেলে, কিন্তু ইচ্ছেপূরণ হয়নি। তাই মাত্র একদিনের কন্যাসন্তানকে হাসপাতালের বেডেই বালিশ চাপা দিয়ে প্রাণ কাড়লেন তিনি ৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে খোদ কলকাতার বুকে একবালপুরে । ঘটনায় স্তম্ভিত বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ।

ঘটনাচক্রে আজই লক্ষ্মীপুজো। আর সেই লক্ষ্মীপুজোর দিনেই এমন ন্যক্কারজনক ঘটনার সাক্ষী থাকল শহর কলকাতা। লালবাজার সূত্রের খবর, গত 18 অক্টোবর কলকাতার একবালপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন সন্তানসম্ভবা লাভলি সিং। পরদিন অর্থাৎ, মঙ্গলবার এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। মঙ্গলবার সম্পূর্ণ সুস্থ ছিল মা এবং কন্যা দু'জনেই। কিন্তু বুধবার কেবিনে গিয়ে নার্স দেখেন সদ্যোজাত আর নড়াচড়া করছে না। সন্দেহ হয় হাসপাতাল কর্তৃপক্ষের। পরীক্ষা করে শ্বাসপ্রশ্বাসও পাওয়া যায়নি সদ্যোজাত শিশুকন্যার। জানা যায় শিশুকন্যাটি আর বেঁচে নেই ৷ শিশুকন্যার নিথর দেহের পাশেই শুয়েছিলেন মা লাভলি সিং।

আরও পড়ুন : মদ খাইয়ে যুবতীকে গণধর্ষণের অভিযোগ তিন যুবকের বিরুদ্ধে

অথচ তাঁকে প্রশ্ন করা হলে নীরব থাকেন তিনি ৷ স্বাভাবিকভাবেই সন্দেহ আরও জোরাল হয়। এরপর পুলিশে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। একবালপুর থানা সূত্রের খবর, পরে মা নিজেই স্বীকার করে নেন তাঁর অপরাধের কথা। জানান, তিনিই তাঁর কন্যাসন্তানকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছেন। কারণ হিসেবে লাভলি সিং জানান. যেহেতু এটা তাঁর প্রথম সন্তান তাই তিনি চেয়েছিলেন পুত্রসন্তান হোক। কিন্তু কন্যাসন্তান হওয়াতে তিনিই নিজের সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছেন।

Last Updated : Oct 21, 2021, 10:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.