ETV Bharat / state

Duare Sarkar Camp: দুয়ারে সরকার ক্যাম্পে নাম নথিভুক্ত করলেন প্রায় 12 লাখ পরিযায়ী শ্রমিক - দুয়ারে সরকার ক্যাম্পে পরিযায়ী শ্রমিকদের নাম

1 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল দুয়ারে সরকার ক্যাম্প ৷ 16 তারিখ পর্যন্ত এই ক্যাম্পে নাম লিখিয়েছেন 12 লাখের বেশি পরিযায়ী শ্রমিক ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2023, 9:13 PM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর: ভিন রাজ্যে কাজ করতে গিয়ে এরাজ্যের একের পর এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শুধু তাই নয়, এই ঘটনার পর তিনি এই পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটি ডেটাবেস তৈরিরও উদ্যোগ নিয়েছিলেন । সেইমতো এবার দুয়ারে সরকার ক্যাম্পে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তিকরণ শুরু হয় । গতকাল অর্থাৎ 16 তারিখ এবারের দুয়ারে সরকার ক্যাম্পের প্রথম পর্ব শেষ হয়েছে । রবিবার সাংবাদিক সম্মেলন করে রাজ্যের স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা জানিয়েছেন, 12 লাখের বেশি পরিযায়ী শ্রমিক এবার দুয়ারে সরকার ক্যাম্পে তাদের নাম নথিভুক্ত করিয়েছেন ।

এদিনের সাংবাদিক সম্মেলন থেকে তিনি বলেন, দুয়ারে সরকার ক্যাম্পে শনিবার পর্যন্ত বিভিন্ন পরিষেবার জন্য আবেদন গ্রহণ করা হয়েছে । এবার 30 সেপ্টেম্বর পর্যন্ত এই সমস্ত পরিষেবা প্রদান করা হবে । শনিবার পর্যন্ত 88.84 লাখ মানুষ দুয়ারে সরকারের ক্যাম্পে এসেছেন । 1 থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত জেলাগুলিতে দুয়ারে সরকারের ক্যাম্প হয়েছে 98 হাজার 500টি । সব থেকে বেশি মুর্শিদাবাদের মানুষ (19.5 লাখ) দুয়ারে সরকারের ক্যাম্পে এসেছেন । দক্ষিণ 24 পরগনায় 10.5 লাখ, উত্তর 24 পরগনায় 7.82 লাখ, নদিয়ায় 7.59 লাখ, পূর্ব মেদিনীপুরে 6.13 লাখ মানুষ এবার দুয়ারে সরকারের ক্যাম্পে এসেছেন ।

যে 7টি সরকারি প্রকল্পের সুবিধা নিতে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে সেগুলি হল-বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা (26 লক্ষ), ঐক্যশ্রীর জন্য আবেদন জমা পড়েছে 12 লক্ষ, পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্তিকরণ হয়েছে 12 লাখ 15 হাজার । এবার দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন পড়েছে 6 লাখ 88 হাজার, স্বাস্থ্য সাথীতে আবেদন করেছেন 4 লক্ষ্য 81 হাজার জন । বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন 3 লক্ষ 42 হাজার ।

আরও পড়ুন: কবিগুরুর শান্তিনিকেতন পেল 'ওয়ার্ল্ড হেরিটেজ' তকমা, অভিনন্দন মুখ্যমন্ত্রীর

এদিন স্বরাষ্ট্র সচিব স্পষ্ট করে দিয়েছেন পরিযায়ী শ্রমিকদের নাম নথি ভুক্তিকরণের প্রক্রিয়া চলবে । তিনি জানান, যেহেতু দুয়ারে সরকার চলবে 30 সেপ্টেম্বর পর্যন্ত তাই পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তিকরণও চলবে ওইদিন পর্যন্ত ৷ পরিযায়ী শ্রমিকেরা চাইলে রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা বাংলা সহায়তা কেন্দ্রে গিয়েও তাদের নাম নথিভুক্তিকরণ করাতে পারেন ।

কলকাতা, 17 সেপ্টেম্বর: ভিন রাজ্যে কাজ করতে গিয়ে এরাজ্যের একের পর এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শুধু তাই নয়, এই ঘটনার পর তিনি এই পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটি ডেটাবেস তৈরিরও উদ্যোগ নিয়েছিলেন । সেইমতো এবার দুয়ারে সরকার ক্যাম্পে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তিকরণ শুরু হয় । গতকাল অর্থাৎ 16 তারিখ এবারের দুয়ারে সরকার ক্যাম্পের প্রথম পর্ব শেষ হয়েছে । রবিবার সাংবাদিক সম্মেলন করে রাজ্যের স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা জানিয়েছেন, 12 লাখের বেশি পরিযায়ী শ্রমিক এবার দুয়ারে সরকার ক্যাম্পে তাদের নাম নথিভুক্ত করিয়েছেন ।

এদিনের সাংবাদিক সম্মেলন থেকে তিনি বলেন, দুয়ারে সরকার ক্যাম্পে শনিবার পর্যন্ত বিভিন্ন পরিষেবার জন্য আবেদন গ্রহণ করা হয়েছে । এবার 30 সেপ্টেম্বর পর্যন্ত এই সমস্ত পরিষেবা প্রদান করা হবে । শনিবার পর্যন্ত 88.84 লাখ মানুষ দুয়ারে সরকারের ক্যাম্পে এসেছেন । 1 থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত জেলাগুলিতে দুয়ারে সরকারের ক্যাম্প হয়েছে 98 হাজার 500টি । সব থেকে বেশি মুর্শিদাবাদের মানুষ (19.5 লাখ) দুয়ারে সরকারের ক্যাম্পে এসেছেন । দক্ষিণ 24 পরগনায় 10.5 লাখ, উত্তর 24 পরগনায় 7.82 লাখ, নদিয়ায় 7.59 লাখ, পূর্ব মেদিনীপুরে 6.13 লাখ মানুষ এবার দুয়ারে সরকারের ক্যাম্পে এসেছেন ।

যে 7টি সরকারি প্রকল্পের সুবিধা নিতে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে সেগুলি হল-বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা (26 লক্ষ), ঐক্যশ্রীর জন্য আবেদন জমা পড়েছে 12 লক্ষ, পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্তিকরণ হয়েছে 12 লাখ 15 হাজার । এবার দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন পড়েছে 6 লাখ 88 হাজার, স্বাস্থ্য সাথীতে আবেদন করেছেন 4 লক্ষ্য 81 হাজার জন । বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন 3 লক্ষ 42 হাজার ।

আরও পড়ুন: কবিগুরুর শান্তিনিকেতন পেল 'ওয়ার্ল্ড হেরিটেজ' তকমা, অভিনন্দন মুখ্যমন্ত্রীর

এদিন স্বরাষ্ট্র সচিব স্পষ্ট করে দিয়েছেন পরিযায়ী শ্রমিকদের নাম নথি ভুক্তিকরণের প্রক্রিয়া চলবে । তিনি জানান, যেহেতু দুয়ারে সরকার চলবে 30 সেপ্টেম্বর পর্যন্ত তাই পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তিকরণও চলবে ওইদিন পর্যন্ত ৷ পরিযায়ী শ্রমিকেরা চাইলে রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা বাংলা সহায়তা কেন্দ্রে গিয়েও তাদের নাম নথিভুক্তিকরণ করাতে পারেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.