কলকাতা, 14 মে : একদিকে ডিজ়েলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ৷ অন্যদিকে, সংক্রমণের ভয়ে বাসগুলিতে যাত্রী সংখ্যা একেবারেই তলানিতে ৷ তাই বহু রুটে বেসরকারি বাস প্রায় নেই বললেই চলে । তাই যাত্রী সুবিধার্থে সেই রুটগুলিতে সরকারি বাস চালানোর কথা জানালেন পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম ।
পাশাপাশি তিনি জানান, যখন পুরো লকডাউন ছিল তখন ট্রেন বন্ধ থাকায় জলপথে বেশ কয়েকটি রুটে ভেসেল পরিষেবা চালু করা হয়েছিল । তাই আগামী সোমবার থেকে সেসব রুটে আবারও ভেসেল পরিষেবা চালু করার কথা জানান তিনি ।
আরও পড়ুন, একুশের শেষে ভ্যাকসিনের 200 কোটি ডোজ় থাকবে ভাঁড়ারে, দাবি কেন্দ্রের
তিনি আরও বলেন, "কয়েকটি রুটে যেখানে দেখেছি মানুষের অসুবিধা হচ্ছে, সেখানে আমরা বাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি । পাশাপাশি, লকডাউনের সময় যখন ট্রেন বন্ধ ছিল তখন বেশ কয়েকটি রুটে ভেসেল পরিষেবা চালু হয়েছিল ৷ সেই পরিষেবা আবার সোমবার থেকে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।"