ETV Bharat / state

সকাল থেকে বৃষ্টি, জলমগ্ন কলকাতার একাধিক এলাকা

দোরগোড়ায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু । আর কয়েকঘণ্টার মধ্যেই রাজ্যে প্রবেশ করবে । এর জেরে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে রাজ্যের একাধিক জেলায় । বর্জ্যবিদ্যুৎসহ বৃষ্টি চলছে কলকাতায় । জলমগ্ন একাধিক এলাকা ।

author img

By

Published : Jun 12, 2020, 12:22 PM IST

Updated : Jun 12, 2020, 4:45 PM IST

ছবি
ছবি

কলকাতা, 12 জুন : আজই রাজ্যে ঢুকছে বর্ষা । ইতিমধ্যেই কলকাতা ও শহরতলীতে শুরু হয়ে গেছে বৃষ্টি । মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে কলকাতার বেশকিছু এলাকায় । জলমগ্ন একাধিক জায়গা । বৃষ্টি শুরু হয়েছে হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনায় । আগামী 48 ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে দিনভর চলবে বজ্রবিদ্যুৎসহ হালকা- মাঝারি বৃষ্টি ।

দোরগোড়ায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু । আর কয়েকঘণ্টার মধ্যেই রাজ্যে প্রবেশ করবে । ইতিমধ্যেই উত্তর-পূর্ব ভারতের অন্য রাজ্য এবং অসম ও নাগাল্যান্ডের বেশ কিছু অংশেও ঢুকে পড়েছে এটি । সেই পথ ধরেই বাংলায় ঢুকছে বর্ষা । সকাল থেকেই কলকাতায় বর্জ্যবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়ে গেছে । ঠনঠনিয়া, কলেজস্ট্রিট, পার্কস্ট্রিট, চাঁদনি চক, এম জি রোড, রামমন্দির, খিদিরপুর, পার্ক সার্কাস, ইকবালপুর, পার্কস্ট্রিটের বেশ কিছু এলাকা জলমগ্ন ।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সে সঙ্গেই উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে । এদিকে, বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে । এই নিম্নচাপের প্রভাবে অন্ধ্রপ্রদেশ উপকূল ও ওড়িশায় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে । এবং মৎস্যজীবীদের আগামী 24 ঘণ্টায় ওড়িশা উপকূল ও অন্ধ্র উপকূলে দিকে যেতে নিষেধ করা হয়েছে ।

কলকাতায় গত 24 ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম । সর্বোচ্চ তাপমাত্রা 27.5 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 94 শতাংশ, সর্বনিম্ন 81 শতাংশ । আগামী 24 ঘণ্টায় কলকাতা দিনে সর্বোচ্চ তাপমাত্রা 32 ও সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 15.2 মিলিমিটার ।

image
এলাকা বিশেষে বৃষ্টিপাতের পরিমাণ

কলকাতার কোন এলাকায় কী পরিমাণ বৃষ্টি হয়েছে, দেখে নিন একনজরে ।

কলকাতা, 12 জুন : আজই রাজ্যে ঢুকছে বর্ষা । ইতিমধ্যেই কলকাতা ও শহরতলীতে শুরু হয়ে গেছে বৃষ্টি । মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে কলকাতার বেশকিছু এলাকায় । জলমগ্ন একাধিক জায়গা । বৃষ্টি শুরু হয়েছে হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনায় । আগামী 48 ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে দিনভর চলবে বজ্রবিদ্যুৎসহ হালকা- মাঝারি বৃষ্টি ।

দোরগোড়ায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু । আর কয়েকঘণ্টার মধ্যেই রাজ্যে প্রবেশ করবে । ইতিমধ্যেই উত্তর-পূর্ব ভারতের অন্য রাজ্য এবং অসম ও নাগাল্যান্ডের বেশ কিছু অংশেও ঢুকে পড়েছে এটি । সেই পথ ধরেই বাংলায় ঢুকছে বর্ষা । সকাল থেকেই কলকাতায় বর্জ্যবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়ে গেছে । ঠনঠনিয়া, কলেজস্ট্রিট, পার্কস্ট্রিট, চাঁদনি চক, এম জি রোড, রামমন্দির, খিদিরপুর, পার্ক সার্কাস, ইকবালপুর, পার্কস্ট্রিটের বেশ কিছু এলাকা জলমগ্ন ।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সে সঙ্গেই উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে । এদিকে, বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে । এই নিম্নচাপের প্রভাবে অন্ধ্রপ্রদেশ উপকূল ও ওড়িশায় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে । এবং মৎস্যজীবীদের আগামী 24 ঘণ্টায় ওড়িশা উপকূল ও অন্ধ্র উপকূলে দিকে যেতে নিষেধ করা হয়েছে ।

কলকাতায় গত 24 ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম । সর্বোচ্চ তাপমাত্রা 27.5 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 94 শতাংশ, সর্বনিম্ন 81 শতাংশ । আগামী 24 ঘণ্টায় কলকাতা দিনে সর্বোচ্চ তাপমাত্রা 32 ও সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 15.2 মিলিমিটার ।

image
এলাকা বিশেষে বৃষ্টিপাতের পরিমাণ

কলকাতার কোন এলাকায় কী পরিমাণ বৃষ্টি হয়েছে, দেখে নিন একনজরে ।

Last Updated : Jun 12, 2020, 4:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.