ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর এলাকার ফুটপাত বাসীদের ত্রাণ দিলেন সন্ন্যাসীরা - Ramkrisna moth

দক্ষিণ কলকাতার হাজরা, বেলতলা এলাকাগুলিতে প্রচুর মানুষ থাকেন বস্তি ও ফুটপাতে । লকডাউন জারি হওয়ার পর থেকে অসহায় অবস্থার মধ্যে পড়েছেন তাঁরা ‌। এবারে তাঁদের সাহায্য করতে এগিয়ে এলেন কলকাতা হরিশচন্দ্রের রামকৃষ্ণ মঠ ও গদাধর আশ্রমের সন্ন্যাসীরা । চাল, আলু, ডাল সহ নানা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দিলেন অনাহারে থাকা এইসব মানুষেদের হাতে।

ছবি
ছবি
author img

By

Published : May 7, 2020, 9:06 PM IST

কলকাতা, 7 মে : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকার ‌ফুটপাত ও বস্তিতে থাকা গরিব মানুষদের পাশে দাঁড়ালো রামকৃষ্ণ মঠ ও গদাধর আশ্রম । তাঁদের ঢালাও ত্রাণ বিতরণ করল তারা । প্যাকেট করা চাল, ডাল, আলু সহ অন্যান্য দ্রব্যসামগ্রী আজ তুলে দেওয়া হয় অসহায় মানুষদের হাতে।


দক্ষিণ কলকাতার হাজরা, বেলতলা এলাকাগুলিতে প্রচুর মানুষ থাকেন বস্তি ও ফুটপাতে । লকডাউন জারি হওয়ার পর থেকে অসহায় অবস্থার মধ্যে পড়েছেন তাঁরা ‌। জানা গেছে, স্থানীয় নেতৃত্বের উদ্যোগে দফায় দফায় ত্রাণ দেওয়া হয়েছে তাঁদের । এমনকী মুখ্যমন্ত্রী বেশ কয়েকদিন আগে নিজে দাঁড়িয়ে থেকে স্থানীয় বস্তি বাসীদের মধ্যে ত্রাণ বণ্টন করেছিলেন । কিন্তু তা সত্ত্বেও নুন আনতে পানতা ফোরানো এইসব মানুষেরা ভালো নেই। বেশিরভাগ সময় কাটছে অনাহারে ।

এবারে তাঁদের সাহায্য করতে এগিয়ে এলেন কলকাতা হরিশচন্দ্রের রামকৃষ্ণ মঠ ও গদাধর আশ্রমের সন্ন্যাসীরা । চাল, আলু, ডাল সহ নানা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দিলেন অনাহারে থাকা এইসব মানুষেদের হাতে। গদাধর আশ্রমের অধ্যক্ষ, স্বামী অমলাত্মানন্দ মহারাজ বলেন, " লকডাউনের কারণে বহু মানুষের কাজ বন্ধ হয়ে রয়েছে । খুবই সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন তাঁরা । এইসব গরিব মানুষদের সহযোগিতা করার জন্য ফুটপাতবাসী ও সাধারণ মানুষের মধ্যে তুলে দেওয়া হয়েছে খাদ্যসামগ্রী ।"


কলকাতা, 7 মে : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকার ‌ফুটপাত ও বস্তিতে থাকা গরিব মানুষদের পাশে দাঁড়ালো রামকৃষ্ণ মঠ ও গদাধর আশ্রম । তাঁদের ঢালাও ত্রাণ বিতরণ করল তারা । প্যাকেট করা চাল, ডাল, আলু সহ অন্যান্য দ্রব্যসামগ্রী আজ তুলে দেওয়া হয় অসহায় মানুষদের হাতে।


দক্ষিণ কলকাতার হাজরা, বেলতলা এলাকাগুলিতে প্রচুর মানুষ থাকেন বস্তি ও ফুটপাতে । লকডাউন জারি হওয়ার পর থেকে অসহায় অবস্থার মধ্যে পড়েছেন তাঁরা ‌। জানা গেছে, স্থানীয় নেতৃত্বের উদ্যোগে দফায় দফায় ত্রাণ দেওয়া হয়েছে তাঁদের । এমনকী মুখ্যমন্ত্রী বেশ কয়েকদিন আগে নিজে দাঁড়িয়ে থেকে স্থানীয় বস্তি বাসীদের মধ্যে ত্রাণ বণ্টন করেছিলেন । কিন্তু তা সত্ত্বেও নুন আনতে পানতা ফোরানো এইসব মানুষেরা ভালো নেই। বেশিরভাগ সময় কাটছে অনাহারে ।

এবারে তাঁদের সাহায্য করতে এগিয়ে এলেন কলকাতা হরিশচন্দ্রের রামকৃষ্ণ মঠ ও গদাধর আশ্রমের সন্ন্যাসীরা । চাল, আলু, ডাল সহ নানা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দিলেন অনাহারে থাকা এইসব মানুষেদের হাতে। গদাধর আশ্রমের অধ্যক্ষ, স্বামী অমলাত্মানন্দ মহারাজ বলেন, " লকডাউনের কারণে বহু মানুষের কাজ বন্ধ হয়ে রয়েছে । খুবই সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন তাঁরা । এইসব গরিব মানুষদের সহযোগিতা করার জন্য ফুটপাতবাসী ও সাধারণ মানুষের মধ্যে তুলে দেওয়া হয়েছে খাদ্যসামগ্রী ।"


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.