নরেন্দ্রপুর, 26 এপ্রিল : লোনের টোপ দিয়ে ইনসিওরেন্স করিয়ে প্রায় দেড়লাখ টাকা প্রতারণার অভিযোগ একটি বেসরকারি ইনসিওরেন্স সংস্থার কর্মীদের বিরুদ্ধে ৷ ঘটনাটি নরেন্দ্রপুর থানার অন্তর্গত গড়িয়া শ্রীখন্ডা পাঁচপোতা এলাকার ।
ঘটনার সূত্রপাত গত 6 মার্চ ৷ ওই এলাকার বাসিন্দা রিতা সরদার, পূর্ণিমা সরদার, সুমনা পাইক, কৃষ্ণা হালদার ও বৈশাখি সরদার নামে 5 জনের কাছে লোন পাইয়ে দেওয়ার জন্য ঋদ্ধি ও শুভম নামে দু'জন ফোন করে । কলকাতার টালিগঞ্জ অফিসে ডেকেও পাঠায় । ওই দুই ব্যক্তি অফিসে কর্মরত দীপঙ্কর মাইতি নামে একজনের সাথে তাদের পরিচয় করিয়ে দেয় । এরপর তাদের কাছ থেকে লোন পাইয়ে দেওয়ার নাম করে মোট 1 লাখ 50 হাজার টাকা নেওয়া হয় । বলা হয় 20 থেকে 22 দিনের মধ্যে লোন পেয়ে যাবে । এবিষয়ে কথা বলতে গত 18 মার্চ তাদের বাড়িতে আসেন দীপঙ্কর ।
কিন্তু টাকা দেওয়ার পর 20 দিনের বেশি হয়ে যাওয়ায় সন্দেহ হওয়ায় তারা ফোন করতে থাকে দীপঙ্করকে । অভিযোগ, মিথ্যা প্রলোভন দেখিয়ে তাদের প্রতারিত করেছে ওই ব্যক্তি । অনেকবার ফোন করার পরও কোনও উত্তর মেলেনি । এরপর ফের আরও টাকা নেওয়ার জন্য গতকাল তাদের বাড়িতে পাঠানো হয় অন্য এক ব্যক্তিকে । নাম আকবর আলি মোল্লা । তার কথাবার্তা সন্দেহজনক হওয়ায় তাকে আটকে রেখে বিষয়টি নরেন্দ্রপুর থানায় জানানো হয় । জিজ্ঞাসাবাদের পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ৷ এই ঘটনায় আরও অনেকেই জড়িত বলেই অনুমান ৷ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷