ETV Bharat / state

নোবেল জয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা দেবে ইস্ট-মোহন - অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান

অর্থনীতিতে সদ্য নোবেল প্রাপক অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান ক্লাব । সংবর্ধনার পাশাপাশি মোহনবাগানের তরফে ক্লাবের আজীবনের সদস্যপদ দেওয়ারও পরিকল্পনা রয়েছে৷

ছবি
author img

By

Published : Oct 20, 2019, 7:06 PM IST

কলকাতা , 20 অক্টোবর : অর্থনীতিতে সদ্য নোবেল প্রাপক অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান ক্লাব । এই সপ্তাহেই কলকাতায় আসছেন অভিজিৎ । তখন তাঁকে সংবর্ধনা দেওয়া হবে ঠিক করা হয়েছে ৷

সবুজ মেরুন কার্যকরী কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা বলেছেন, ইতিমধ্যে মোহনবাগানের তরফে আমন্ত্রণপত্র অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দেওয়া হয়েছে । সংবর্ধনার পাশাপাশি ক্লাবের আজীবনের সদস্যপদ দেওয়ার পরিকল্পনা রয়েছে৷

আরও পড়ুন : কলকাতায় আসছেন অভিজিৎ

এর আগে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে শতবর্ষের অনুষ্ঠানে আমন্ত্রণ পাঠিয়েছিল ইস্টবেঙ্গল । পাশাপাশি তাঁকে ক্লাবের সদস্যপদও দেওয়া হয়েছিল । এবার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনার দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে ক্লাবের তরফে ৷ ইতিমধ্যে সংবর্ধনার জন্য আমন্ত্রণপত্রও পাঠিয়ে দেওয়া হয়েছে তাঁর কাছে ৷

কলকাতা , 20 অক্টোবর : অর্থনীতিতে সদ্য নোবেল প্রাপক অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান ক্লাব । এই সপ্তাহেই কলকাতায় আসছেন অভিজিৎ । তখন তাঁকে সংবর্ধনা দেওয়া হবে ঠিক করা হয়েছে ৷

সবুজ মেরুন কার্যকরী কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা বলেছেন, ইতিমধ্যে মোহনবাগানের তরফে আমন্ত্রণপত্র অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দেওয়া হয়েছে । সংবর্ধনার পাশাপাশি ক্লাবের আজীবনের সদস্যপদ দেওয়ার পরিকল্পনা রয়েছে৷

আরও পড়ুন : কলকাতায় আসছেন অভিজিৎ

এর আগে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে শতবর্ষের অনুষ্ঠানে আমন্ত্রণ পাঠিয়েছিল ইস্টবেঙ্গল । পাশাপাশি তাঁকে ক্লাবের সদস্যপদও দেওয়া হয়েছিল । এবার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনার দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে ক্লাবের তরফে ৷ ইতিমধ্যে সংবর্ধনার জন্য আমন্ত্রণপত্রও পাঠিয়ে দেওয়া হয়েছে তাঁর কাছে ৷

Intro:অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান। অর্থনীতি তে সদ্য নোবেল পাওয়া অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এই সপ্তাহে নিজের শহর কলকাতায় আসছেন। তিলোত্তমায় নোবেল জয়ীর সংখ্যা এই মুহূর্তে ছয়। যা ভারতের আর কোন শহরের নেই। দেশের সবচেয়ে বেশি সংখ্যক নোবেলজয়ী কলকাতায় থাকেন। যা শুনে সৌরভ গাঙ্গুলিও বলেছেন, একজন কলকাতার মানুষ হিসেবে এই পরিসংখ্যান তাকে গর্বিত করছে।
শহরে নতুন নোবেল জয়ীকে বেশ কয়েকটি সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেই তালিকায় নাম তুলতে চাইছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান।
নাম প্রকাশে অনিচ্ছুক সবুজ মেরুন কার্যকরী কমিটির কর্তা বলেছেন ইতিমধ্যে মোহনবাগানের তরফে আমন্ত্রণ পত্র অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। সংবর্ধনার পাশাপাশি আজীবন সদস্য পদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় কে দেওয়ার পরিকল্পনা মোহনবাগানের।
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে শতবর্ষে র অনুষ্ঠানে আমন্ত্রণ পাঠিয়ে ছিল ইস্টবেঙ্গল। লাল হলুদ সদস্যপদ দেওয়া হয়েছিল। এবার অভিজিৎ ব্যানার্জীকে সংবর্ধনার উদ্যোগ ইস্টবেঙ্গলের। কলকাতায় পা রাখার পরে ব্যস্ত সূচি নয়া নোবেল জয়ীর। তার ফাকে সংবর্ধনার আমন্ত্রণ পত্র পৌছে দেওয়া হয়েছে ক্লাবের তরফে।
ইস্ট-মোহন দুই ক্লাবই অপেক্ষায় অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সবুজ সংকেতের। প্রসঙ্গত বলে রাখা ভালো খেলার মাঠের বাইরে র কৃতি ব্যক্তিত্বদের সংবর্ধিত করার রীতি দুই প্রধানের নতুন নয়,বহু দিনের।


Body:নোবেল


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.