ETV Bharat / state

দিলীপ ঘোষদের কাছে প্রশান্ত কিশোরের খোঁজ নিলেন মোহন ভাগবত ! - প্রশান্ত কিশোরের খোঁজ নিলেন মোহন ভাগবত

কলকাতা সফরে এসে বাংলায় BJP-র সাংগঠনিক অবস্থা নিয়ে খোঁজখবর নিলেন মোহন ভাগবত ৷ খোঁজ নিলেন প্রশান্ত কিশোরেরও ৷

ফাইল ফোটো
author img

By

Published : Sep 3, 2019, 2:21 AM IST

Updated : Sep 3, 2019, 11:44 AM IST

কলকাতা, 3 সেপ্টেম্বর : বাংলায় BJP-র সাংগঠনিক অবস্থা কী ? 2021 বিধানসভা নির্বাচনের জন্য তারা কতটা প্রস্তুত ? দলের সদস্যতা অভিযানে রাজ্যের মানুষ কতটা সাড়া দিল ? এভাবেই না কি গতকাল এক বৈঠকে BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়ের দিকে একের পর এক প্রশ্ন ছুড়ে দিয়েছেন মোহন ভাগবত । সঙ্গে প্রশান্ত কিশোরের খোঁজও না কি নিয়েছেন ৷

গতকাল দিলীপ ঘোষ ও সুব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন সংঘ চালক মোহন ভাগবত ৷ তাঁদের উদ্দেশে বেশ কয়েকটি প্রশ্নও ছুড়ে দেন বলে সূত্রের খবর ৷ কিন্তু, তাঁদের উত্তর না কি তাঁকে সন্তুষ্ট করতে পারেনি ৷ RSS সূত্রে খবর, দিলীপ ঘোষকে একটি বিষয়ে কড়া বার্তাও দিয়েছেন মোহন ভাগবত । তিনি না কি জানিয়ে দিয়েছেন, শুধু মমতা বা তৃণমূল বিরোধিতা করলে চলবে না, রাজ্যে হিন্দুদের পাশে থাকার বার্তা দিতে জেলায় জেলায় বড় কর্মসূচিও নিতে হবে।

তাঁর বক্তব্য, ভোট ব্যাঙ্কের জন্য হিন্দুদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে রাজ্য সরকার । তাই এখন থেকে প্রতি মাসে RSS-এর সঙ্গে সমন্বয় বৈঠক করার নির্দেশ দিয়েছেন । হিন্দুদের পাশে থাকার বার্তা নিয়ে RSS-BJP-কে যৌথ মঞ্চ গড়ে কাজ করার নির্দেশও দেন সংঘ চালক ।

দিলীপবাবুদের থেকে তিনি পলিটিকাল স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরেরও খোঁজ নিয়েছেন বলে সূত্রের খবর ৷ তাঁর প্রশ্নের উত্তরে দিলীপবাবু না কি বলেছেন, পশ্চিমবঙ্গে দিদিকে বাঁচাতে পারবে না প্রশান্ত কিশোর ৷

যদিও এই বিষয়ে কিছু বলতে চাননি দক্ষিণবঙ্গে RSS-এর সম্পাদক জিষ্ণু বসু ৷ তিনি বলেন, "বাংলায় মোহন ভাগবতজির কেবল এটা রুটিং ভিজ়িট ছিল । মূলত RSS-এর সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এসেছিলেন ।"

কলকাতা, 3 সেপ্টেম্বর : বাংলায় BJP-র সাংগঠনিক অবস্থা কী ? 2021 বিধানসভা নির্বাচনের জন্য তারা কতটা প্রস্তুত ? দলের সদস্যতা অভিযানে রাজ্যের মানুষ কতটা সাড়া দিল ? এভাবেই না কি গতকাল এক বৈঠকে BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়ের দিকে একের পর এক প্রশ্ন ছুড়ে দিয়েছেন মোহন ভাগবত । সঙ্গে প্রশান্ত কিশোরের খোঁজও না কি নিয়েছেন ৷

গতকাল দিলীপ ঘোষ ও সুব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন সংঘ চালক মোহন ভাগবত ৷ তাঁদের উদ্দেশে বেশ কয়েকটি প্রশ্নও ছুড়ে দেন বলে সূত্রের খবর ৷ কিন্তু, তাঁদের উত্তর না কি তাঁকে সন্তুষ্ট করতে পারেনি ৷ RSS সূত্রে খবর, দিলীপ ঘোষকে একটি বিষয়ে কড়া বার্তাও দিয়েছেন মোহন ভাগবত । তিনি না কি জানিয়ে দিয়েছেন, শুধু মমতা বা তৃণমূল বিরোধিতা করলে চলবে না, রাজ্যে হিন্দুদের পাশে থাকার বার্তা দিতে জেলায় জেলায় বড় কর্মসূচিও নিতে হবে।

তাঁর বক্তব্য, ভোট ব্যাঙ্কের জন্য হিন্দুদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে রাজ্য সরকার । তাই এখন থেকে প্রতি মাসে RSS-এর সঙ্গে সমন্বয় বৈঠক করার নির্দেশ দিয়েছেন । হিন্দুদের পাশে থাকার বার্তা নিয়ে RSS-BJP-কে যৌথ মঞ্চ গড়ে কাজ করার নির্দেশও দেন সংঘ চালক ।

দিলীপবাবুদের থেকে তিনি পলিটিকাল স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরেরও খোঁজ নিয়েছেন বলে সূত্রের খবর ৷ তাঁর প্রশ্নের উত্তরে দিলীপবাবু না কি বলেছেন, পশ্চিমবঙ্গে দিদিকে বাঁচাতে পারবে না প্রশান্ত কিশোর ৷

যদিও এই বিষয়ে কিছু বলতে চাননি দক্ষিণবঙ্গে RSS-এর সম্পাদক জিষ্ণু বসু ৷ তিনি বলেন, "বাংলায় মোহন ভাগবতজির কেবল এটা রুটিং ভিজ়িট ছিল । মূলত RSS-এর সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এসেছিলেন ।"

Intro:

02-09-19



সুজয় ঘোষ, কলকাতা



কলকাতা: বাংলায় বিজেপির সাংগঠনিক অবস্থা কী? ২০২১ সালে বিধানসভা নির্বাচণের জন্য বিজেপি কতটা প্রস্তুত? বিজেপি সাদস্যপদ অভিযানে রাজ্যের মানুষ কতটা সাড়া দিলো? RSS এর সদর কার্যালয়ে বিজেপির রাজ্য সভপতি দিলীপ ঘোষ ও সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় কে একটা পর একটা প্রশ্ন ছুড়ে দিলেন মোহন ভাগবত। তবে ঠারাঠুরে উত্তর দিলেন সুব্রত চট্টোপাধ্যায়। দিলীপ ঘোষও দুটি- একটি কথার জবাব দিলেন। কিন্তু সেই উত্তরে সনতুষ্ঠ হলেন না মোহন ভাগবত। সব থেকে বড় বিষয় প্রশান্ত কিশোরের খোজ নিলেন মোহন ভাগবত।
দিলীপ ঘোষ সেই প্রশ্নের জাবাব দিলেন, বাংলায় দিদিকে বাচাতে পারবে না প্রশান্ত কিশোর।


RSS সূত্রে খবর, তবে মোহন ভাগবত দিলীপ ঘোষ কে একটা বিষয়ে কড়া বার্তা দিলেন। শুধু মমতা বিরোধীতা বা তৃণমূল করলে চলবে না। রাজ্যে হিন্দুদের পাশে থাকার বার্তা দিতে জেলায় জেলায় বড় কর্মসূচি করতে হবে।

বাংলায় হিন্দু - সমাজ অত্যাচারিত, অবহেলিত। মমতার সরকার বাংলার ভোট ব্যাংকের জন্য হিন্দুদের ন্যাহ্য অধিকার থেকে বঞ্চিত। শুধু ধূলাগড়- বসিরহাট নিয়। এখন থেকে বিজেপি প্রতি মাসে RSS এর সঙ্গে সম্বন্নয় বৈঠক করার নির্দেশ দেন। হিন্দুদের পাশে থাকার বার্তা নিয়ে RSS-BJP কে যৌথ মঞ্চ করে কাজ করার নির্দেশ দেন সংঘ চালাক মোহন ভাগবত।


এই বিষয়ে জিষ্ণু বসু বলেন, " মোহন ভাগবত জী কেবল এটা রুটিং ভিজিট ছিলো বাংলায়। মূলত,RSS এর সাংগঠনিক বৈঠক। আগামী কাল তিনি দিল্লি ফিরে যাবেন"Body:কপিConclusion:
Last Updated : Sep 3, 2019, 11:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.