ETV Bharat / state

ভবানীপুরকে হারিয়ে আই লিগের মূল পর্বে মহামেডান - Bhabanipur club

গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে ভবানীপুর ক্লাবকে 2-0 গোলে হারিয়ে আই লিগের মূল পর্বের ছাড়পত্র আদায় করে নিল সাদা কালো শিবির ।

Mohammedan sporting club won against Bhabanipur club
ভবানীপুর ক্লাবকে হারিয়ে কার্যত আই লিগে মহামেডান
author img

By

Published : Oct 17, 2020, 3:50 PM IST

কলকাতা, 17 অক্টোবর : আই লিগের মূলপর্বে জায়গা করে নিল মহমেডান স্পোর্টিং । গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে ভবানীপুর ক্লাবকে 2-0 গোলে হারিয়ে আই লিগের মূল পর্বের ছাড়পত্র আদায় করে নিল সাদা কালো শিবির । কলকাতার মাটিতে আই লিগের ছাড়পত্র পর্ব আয়োজিত হয়েছিল । পাঁচ দলের টুর্নামেন্টে প্রথম থেকে দাপুটে ফুটবল উপহার দিয়েছে । প্রথম ম্যাচে কষ্টার্জিত জয়ের পরে দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে জয় সাদা-কালো শিবিরকে লক্ষ্যপূরণের দিকে এগিয়ে দিয়েছিল । তাই মাঝের সময়ে কোচ বদলের মতো অস্থিরতা সৃষ্টি হলেও দলে তার প্রভাব পড়েনি । বরং ফুটবলাররা লক্ষ্যে স্থির থেকে জয়ের রাস্তায় দলকে অনড় রেখেছেন ।

পাঁচ দলের টুর্নামেন্টে মহামেডানের পাশাপাশি ভবানীপুর ক্লাব একইভাবে আই লিগের মূলপর্বে জায়গা পাওয়ার লক্ষ্যে দৌড়াচ্ছিল । তারাও টুর্নামেন্টে ছিল অপরাজিত । ফলে, গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচটি ছিল চলতি মরশুমের আই লিগে বাংলার প্রতিনিধিত্বের । অধিনায়ক প্রিয়ন্ত সিংয়ের দুরন্ত পারফরম্যান্স এবং উইলিস প্লাজা, ছাংতেদের অনুপ্রাণিত ফুটবল ভবানীপুরকে প্রথম থেকে ব্যাকফুটে ঠেলে দেয় । ভবানীপুরের ফিলিপ আদজা, জিতেন মুর্মু সাদাকালো রক্ষণে চাপ বাড়াতে ব্যর্থ । মহামেডানের প্রথম গোল ছাংতের । গত মরশুম থেকে এই তরুণ ফুটবলারটি ধারাবাহিকভাবে ভালো খেলে চলেছেন । মহামেডানের যাবতীয় সাফল্যের অন্যতম কারিগর তিনি ।

গতকাল গুরুত্বপূর্ণ ম্যাচে ছাংতে গোল করে এবং ভালো ফুটবল খেলে দলের সাফল্যে বড় ভূমিকা নেন । মহামেডানের দ্বিতীয় গোল গনি নিগমের । 27 মিনিটে উইলিস প্লাজার বাড়ানো বল ধরে শেখ ফৈয়াজ তা পেনাল্টি বক্সে বাড়িয়ে দিলে গোল করেন ছাংতে । পিছিয়ে পড়ে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে ভবানীপুর । একের পর এক আক্রমণে মহামেডান রক্ষণ ভাঙার চেষ্টা করলেও প্রিয়ন্ত সিংকে টপকাতে পারেনি তাঁরা । 37 মিনিটে ফিলিপ আদজা মহামেডান গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন । বিরতির পরে ভবানীপুর ফের রাশ তুলে নেয় । কিন্তু গোলমুখে বারবার ব্যর্থতা তাদের ম্যাচে ফিরে আসতে দেয়নি । উলটে 68 মিনিটে মনতোষ চাকলাদারের ফ্রিকিক থেকে মহামেডানকে ফের এগিয়ে দেন গনি নিগম । বাকি সময় আক্রমণের তেজ বাড়ালেও গোলের দরজা খুলতে ব্যর্থ ভবানীপুর । এই জয় মহামেডানকে কার্যত আই লিগের মূল পর্বে পৌঁছে দিল । শেষ ম্যাচে বেঙ্গালুরু ইউনাইটেডের বিরুদ্ধে ড্র করলেই জায়গা পাকা সাদা কালো শিবিরের ।

কলকাতা, 17 অক্টোবর : আই লিগের মূলপর্বে জায়গা করে নিল মহমেডান স্পোর্টিং । গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে ভবানীপুর ক্লাবকে 2-0 গোলে হারিয়ে আই লিগের মূল পর্বের ছাড়পত্র আদায় করে নিল সাদা কালো শিবির । কলকাতার মাটিতে আই লিগের ছাড়পত্র পর্ব আয়োজিত হয়েছিল । পাঁচ দলের টুর্নামেন্টে প্রথম থেকে দাপুটে ফুটবল উপহার দিয়েছে । প্রথম ম্যাচে কষ্টার্জিত জয়ের পরে দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে জয় সাদা-কালো শিবিরকে লক্ষ্যপূরণের দিকে এগিয়ে দিয়েছিল । তাই মাঝের সময়ে কোচ বদলের মতো অস্থিরতা সৃষ্টি হলেও দলে তার প্রভাব পড়েনি । বরং ফুটবলাররা লক্ষ্যে স্থির থেকে জয়ের রাস্তায় দলকে অনড় রেখেছেন ।

পাঁচ দলের টুর্নামেন্টে মহামেডানের পাশাপাশি ভবানীপুর ক্লাব একইভাবে আই লিগের মূলপর্বে জায়গা পাওয়ার লক্ষ্যে দৌড়াচ্ছিল । তারাও টুর্নামেন্টে ছিল অপরাজিত । ফলে, গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচটি ছিল চলতি মরশুমের আই লিগে বাংলার প্রতিনিধিত্বের । অধিনায়ক প্রিয়ন্ত সিংয়ের দুরন্ত পারফরম্যান্স এবং উইলিস প্লাজা, ছাংতেদের অনুপ্রাণিত ফুটবল ভবানীপুরকে প্রথম থেকে ব্যাকফুটে ঠেলে দেয় । ভবানীপুরের ফিলিপ আদজা, জিতেন মুর্মু সাদাকালো রক্ষণে চাপ বাড়াতে ব্যর্থ । মহামেডানের প্রথম গোল ছাংতের । গত মরশুম থেকে এই তরুণ ফুটবলারটি ধারাবাহিকভাবে ভালো খেলে চলেছেন । মহামেডানের যাবতীয় সাফল্যের অন্যতম কারিগর তিনি ।

গতকাল গুরুত্বপূর্ণ ম্যাচে ছাংতে গোল করে এবং ভালো ফুটবল খেলে দলের সাফল্যে বড় ভূমিকা নেন । মহামেডানের দ্বিতীয় গোল গনি নিগমের । 27 মিনিটে উইলিস প্লাজার বাড়ানো বল ধরে শেখ ফৈয়াজ তা পেনাল্টি বক্সে বাড়িয়ে দিলে গোল করেন ছাংতে । পিছিয়ে পড়ে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে ভবানীপুর । একের পর এক আক্রমণে মহামেডান রক্ষণ ভাঙার চেষ্টা করলেও প্রিয়ন্ত সিংকে টপকাতে পারেনি তাঁরা । 37 মিনিটে ফিলিপ আদজা মহামেডান গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন । বিরতির পরে ভবানীপুর ফের রাশ তুলে নেয় । কিন্তু গোলমুখে বারবার ব্যর্থতা তাদের ম্যাচে ফিরে আসতে দেয়নি । উলটে 68 মিনিটে মনতোষ চাকলাদারের ফ্রিকিক থেকে মহামেডানকে ফের এগিয়ে দেন গনি নিগম । বাকি সময় আক্রমণের তেজ বাড়ালেও গোলের দরজা খুলতে ব্যর্থ ভবানীপুর । এই জয় মহামেডানকে কার্যত আই লিগের মূল পর্বে পৌঁছে দিল । শেষ ম্যাচে বেঙ্গালুরু ইউনাইটেডের বিরুদ্ধে ড্র করলেই জায়গা পাকা সাদা কালো শিবিরের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.