ETV Bharat / state

ভোটের আগে স্বপ্ন দেখানো হয়েছিল, এখন তা বাস্তবায়নের পালা : সেলিম - Modi 100

লোকসভা ভোটে জয়ের পর মোদি সরকারের দ্বিতীয় ইনিংসটা শুরু হয়েছে দুরন্ত গতিতে । 370 ধারা প্রত্যাহার, তিন তালাক বিল থেকে শুরু করে একের পর এক গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে সংসদে । সরকারের প্রতি শরিকদের পূর্ণ সমর্থন থাকলেও দেশের বর্তমান আর্থিক হাল নিয়ে বিরোধীদের সমালোচনা তীব্র হচ্ছে । সব মিলিয়ে কেমন কাটল দ্বিতীয় মোদি সরকারের প্রথম 100 দিন ? এ বিষয়ে যা বললেন CPI(M) নেতা তথা প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম ৷

মোদি
author img

By

Published : Sep 8, 2019, 8:13 PM IST

Updated : Sep 8, 2019, 10:52 PM IST

লোকসভা ভোটে জয়ের পর মোদি সরকারের দ্বিতীয় ইনিংসটা শুরু হয়েছে দুরন্ত গতিতে । 370 ধারা প্রত্যাহার, তিন তালাক থেকে জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিলের মতো একের পর এক গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে সংসদে । শরিকদের সমর্থন রয়েছে, তবে দেশের আর্থিক হাল সহ বিভিন্ন ইশুতে বিরোধীদের সমালোচনা তীব্র হচ্ছে । এ সবের মধ্যেই কেটেছে 100 দিন । কেমন কাটল এই 100 দিন ? এবিষয়ে কী বলছেন CPI(M) নেতা তথা প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম । দেখে নেব...

ETV ভারত : মোদি সরকারের 100 দিন সম্পূর্ণ হয়েছে । কী বলবেন ?

মহম্মদ সেলিম : আমার মনে হয় মোদি সরকারের 100 দিন নিয়ে বেশি উল্লসিত হওয়ার কোনও কারণ নেই ৷ সরকার 5 বছরের জন্য নির্বাচিত হয় ৷ এই সরকার নতুন সরকার নয়৷ নরেন্দ্র মোদির নেতৃত্বে দ্বিতীয় NDA সরকার ৷ শুধুমাত্র মন্ত্রিসভায় কিছু পরিবর্তন হয়েছে ৷ প্রতিরক্ষামন্ত্রী অর্থমন্ত্রী হয়েছেন, আর মন্ত্রিসভায় অমিত শাহ এসেছেন ৷ মানুষ অনেক প্রত্যাশা নিয়ে এই সরকারকে নির্বাচিত করেছে৷ ভোটের আগে অনেক স্বপ্ন দেখানো হয়েছিল । এখন সেগুলোর বাস্তবায়ন করার পালা ৷

ETV ভারত : দেশের অর্থনীতিতে মন্দা শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে । কী বলবেন ?

মহম্মদ সেলিম : দেশের অর্থনীতি ক্রমশ তলিয়ে যাচ্ছে, কিন্তু সরকারের কোনও পরিকল্পনা নেই ৷ সরকারের প্রথম বাজেটে দেশের আসল সমস্যাগুলোকে নজর দেওয়া হয়নি৷ GDP-র বৃদ্ধি হ্রাস পাচ্ছে । দেশজুড়ে বেকারের সংখ্যা বাড়ছে । এ সব নিয়ে কোনও দিশা নেই বাজেটে ৷ কৃষকদের সমস্যা, দিনমজুরদের সমস্যা, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সমস্যা, সর্বোপরি সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার কোনও সমাধান বাজেটে পাওয়া যায়নি৷ ছোট ও মাঝারি শিল্প ধুঁকছে ৷ শুধু তাই নয়, বড় বড় শিল্পগুলোও কর্মী ছাঁটাই করার পথে হাঁটছে৷ তাঁদের উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে৷ সরকারের সেদিকে কোনও নজর নেই ৷ সরকার শুধু 5 ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থনীতির স্বপ্ন দেখাচ্ছে ৷

ETV ভারত : 370 ধারা প্রত্যাহার করা হল । অনেকেই বলছেন এটা সরকারের বলিষ্ঠ সিদ্ধান্ত ।

মহম্মদ সেলিম : কাশ্মীর পুনর্গঠন বিলের মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধান না করে সেটা আরও জটিল করে দেওয়া হয়েছে ৷ আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান সম্ভব৷ তা না করে সরকার পুনর্গঠন বিল এনে আরও সমস্যা বাড়িয়ে দিয়েছে । সরকার সমস্যা সমাধানের চেষ্টা করছে না ৷ বরং একটা সমস্যা ঢাকতে গিয়ে আরেকটা সমস্যা তৈরি করছে ৷ কাশ্মীর সমস্যা নিয়ে আরও আলোচনার প্রয়োজন ছিল । এই ইশুতে সরকারের আরও নমনীয় হওয়া উচিৎ ছিল ৷

ভিডিয়োয় দেখুন

ETV ভারত : NRC নিয়ে অসমে ক্ষোভ বাড়ছে । কিন্তু BJP-র দাবি পশ্চিমবঙ্গেও NRC চালু করা হবে ।

মহম্মদ সেলিম : ভোটের আগে বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রী বলেছিলেন অসমে 50 লাখ অনুপ্রবেশকারী রয়েছে ৷ কিন্তু তিনি এখন চুপ ৷ NRC-র চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে 19 লাখেরও বেশি লোকের নাম বাদ গেছে ৷ অসমের NRC তো সারা দেশের নাগরিকদের তালিকা নয় ৷ অসমে NRC আসার ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে ৷ কিন্তু BJP ও শিবসেনা দেশ জুড়ে যেভাবে NRC লাগু করার জন্য প্রচার করছে তা নক্কারজনক ৷ NRC-র নামে তো কোনো রাজ্যের মানুষকে বিতাড়িত করা যায় না৷ রাতারাতি কারও নাগরিকত্ব বাতিল করা যায় না ৷ NRC সম্পূর্ণ ভাবে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য করা হয়েছে ৷ না হলে একই পরিবারের একজন সদস্যের নাম রয়েছে, কিন্তু অন্যজনের নাম বাদ যায় কিভাবে? অসমে BJP-ও এখন NRC নিয়ে প্রশ্ন তুলছে ৷

ETV ভারত : আপনারা অভিযোগ করছেন, চন্দ্রযান নিয়ে সরকার না কি রাজনীতি করছে ।

মহম্মদ সেলিম : বর্তমান সরকার নির্লজ্জভাবে চন্দ্রযান অভিযান নিয়ে রাজনীতি করছে ৷ এই অভিযান তো সারা দেশের মানুষের অভিযান ৷ আমরা সবাই ISRO-র বিজ্ঞানীদের নিয়ে গর্বিত ৷ কিন্তু যেভাবে সাফল্যের সমস্ত আলো প্রধানমন্ত্রী টেনে নেওয়ার চেষ্টা করেছেন তা অত্যন্ত দৃষ্টিকটু৷ যেভাবে তিনি সমস্ত সাফল্য নিজের দিকে টেনে নিয়েছেন তা কোনও জাতীয়তাবাদের প্রকাশ নয়৷ সবার বোঝা উচিৎ এটা প্রধানমন্ত্রীর অন্ধ আত্মগরিমার প্রকাশ ৷ সরকার শুধুই সমস্যা থেকে মানুষের নজর ঘোরানোর চেষ্টা করছে ৷ এটা ঠিক নয় ৷ সরকারের উচিৎ নতুন সমস্যা তৈরি না করে সমস্যার সমাধান করা৷

লোকসভা ভোটে জয়ের পর মোদি সরকারের দ্বিতীয় ইনিংসটা শুরু হয়েছে দুরন্ত গতিতে । 370 ধারা প্রত্যাহার, তিন তালাক থেকে জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিলের মতো একের পর এক গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে সংসদে । শরিকদের সমর্থন রয়েছে, তবে দেশের আর্থিক হাল সহ বিভিন্ন ইশুতে বিরোধীদের সমালোচনা তীব্র হচ্ছে । এ সবের মধ্যেই কেটেছে 100 দিন । কেমন কাটল এই 100 দিন ? এবিষয়ে কী বলছেন CPI(M) নেতা তথা প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম । দেখে নেব...

ETV ভারত : মোদি সরকারের 100 দিন সম্পূর্ণ হয়েছে । কী বলবেন ?

মহম্মদ সেলিম : আমার মনে হয় মোদি সরকারের 100 দিন নিয়ে বেশি উল্লসিত হওয়ার কোনও কারণ নেই ৷ সরকার 5 বছরের জন্য নির্বাচিত হয় ৷ এই সরকার নতুন সরকার নয়৷ নরেন্দ্র মোদির নেতৃত্বে দ্বিতীয় NDA সরকার ৷ শুধুমাত্র মন্ত্রিসভায় কিছু পরিবর্তন হয়েছে ৷ প্রতিরক্ষামন্ত্রী অর্থমন্ত্রী হয়েছেন, আর মন্ত্রিসভায় অমিত শাহ এসেছেন ৷ মানুষ অনেক প্রত্যাশা নিয়ে এই সরকারকে নির্বাচিত করেছে৷ ভোটের আগে অনেক স্বপ্ন দেখানো হয়েছিল । এখন সেগুলোর বাস্তবায়ন করার পালা ৷

ETV ভারত : দেশের অর্থনীতিতে মন্দা শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে । কী বলবেন ?

মহম্মদ সেলিম : দেশের অর্থনীতি ক্রমশ তলিয়ে যাচ্ছে, কিন্তু সরকারের কোনও পরিকল্পনা নেই ৷ সরকারের প্রথম বাজেটে দেশের আসল সমস্যাগুলোকে নজর দেওয়া হয়নি৷ GDP-র বৃদ্ধি হ্রাস পাচ্ছে । দেশজুড়ে বেকারের সংখ্যা বাড়ছে । এ সব নিয়ে কোনও দিশা নেই বাজেটে ৷ কৃষকদের সমস্যা, দিনমজুরদের সমস্যা, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সমস্যা, সর্বোপরি সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার কোনও সমাধান বাজেটে পাওয়া যায়নি৷ ছোট ও মাঝারি শিল্প ধুঁকছে ৷ শুধু তাই নয়, বড় বড় শিল্পগুলোও কর্মী ছাঁটাই করার পথে হাঁটছে৷ তাঁদের উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে৷ সরকারের সেদিকে কোনও নজর নেই ৷ সরকার শুধু 5 ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থনীতির স্বপ্ন দেখাচ্ছে ৷

ETV ভারত : 370 ধারা প্রত্যাহার করা হল । অনেকেই বলছেন এটা সরকারের বলিষ্ঠ সিদ্ধান্ত ।

মহম্মদ সেলিম : কাশ্মীর পুনর্গঠন বিলের মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধান না করে সেটা আরও জটিল করে দেওয়া হয়েছে ৷ আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান সম্ভব৷ তা না করে সরকার পুনর্গঠন বিল এনে আরও সমস্যা বাড়িয়ে দিয়েছে । সরকার সমস্যা সমাধানের চেষ্টা করছে না ৷ বরং একটা সমস্যা ঢাকতে গিয়ে আরেকটা সমস্যা তৈরি করছে ৷ কাশ্মীর সমস্যা নিয়ে আরও আলোচনার প্রয়োজন ছিল । এই ইশুতে সরকারের আরও নমনীয় হওয়া উচিৎ ছিল ৷

ভিডিয়োয় দেখুন

ETV ভারত : NRC নিয়ে অসমে ক্ষোভ বাড়ছে । কিন্তু BJP-র দাবি পশ্চিমবঙ্গেও NRC চালু করা হবে ।

মহম্মদ সেলিম : ভোটের আগে বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রী বলেছিলেন অসমে 50 লাখ অনুপ্রবেশকারী রয়েছে ৷ কিন্তু তিনি এখন চুপ ৷ NRC-র চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে 19 লাখেরও বেশি লোকের নাম বাদ গেছে ৷ অসমের NRC তো সারা দেশের নাগরিকদের তালিকা নয় ৷ অসমে NRC আসার ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে ৷ কিন্তু BJP ও শিবসেনা দেশ জুড়ে যেভাবে NRC লাগু করার জন্য প্রচার করছে তা নক্কারজনক ৷ NRC-র নামে তো কোনো রাজ্যের মানুষকে বিতাড়িত করা যায় না৷ রাতারাতি কারও নাগরিকত্ব বাতিল করা যায় না ৷ NRC সম্পূর্ণ ভাবে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য করা হয়েছে ৷ না হলে একই পরিবারের একজন সদস্যের নাম রয়েছে, কিন্তু অন্যজনের নাম বাদ যায় কিভাবে? অসমে BJP-ও এখন NRC নিয়ে প্রশ্ন তুলছে ৷

ETV ভারত : আপনারা অভিযোগ করছেন, চন্দ্রযান নিয়ে সরকার না কি রাজনীতি করছে ।

মহম্মদ সেলিম : বর্তমান সরকার নির্লজ্জভাবে চন্দ্রযান অভিযান নিয়ে রাজনীতি করছে ৷ এই অভিযান তো সারা দেশের মানুষের অভিযান ৷ আমরা সবাই ISRO-র বিজ্ঞানীদের নিয়ে গর্বিত ৷ কিন্তু যেভাবে সাফল্যের সমস্ত আলো প্রধানমন্ত্রী টেনে নেওয়ার চেষ্টা করেছেন তা অত্যন্ত দৃষ্টিকটু৷ যেভাবে তিনি সমস্ত সাফল্য নিজের দিকে টেনে নিয়েছেন তা কোনও জাতীয়তাবাদের প্রকাশ নয়৷ সবার বোঝা উচিৎ এটা প্রধানমন্ত্রীর অন্ধ আত্মগরিমার প্রকাশ ৷ সরকার শুধুই সমস্যা থেকে মানুষের নজর ঘোরানোর চেষ্টা করছে ৷ এটা ঠিক নয় ৷ সরকারের উচিৎ নতুন সমস্যা তৈরি না করে সমস্যার সমাধান করা৷

Intro:Body:ভয়ঙ্কর আর্থিক মন্দায় দেশ। এর মূল কারণ, কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা হীনতা। বললেন মহম্মদ সেলিম।Conclusion:
Last Updated : Sep 8, 2019, 10:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.