কলকাতা, 29 জানুয়ারি : কলকাতায় দূষণ প্রতিরোধ করতে কলকাতা পৌরনিগম ভ্রাম্যমান শৌচাগারের নয়া পরিকল্পনা নিয়েছে । প্রত্যেকদিন শহরের বাইরে থেকে বহু সংখ্যক মানুষ কলকাতায় আসেন কর্মসূত্রে । শহরের ঘিঞ্জি ও ব্যস্ততম এলাকাগুলিতে শৌচাগার না থাকার ফলেই যত্রতত্র মলমূত্র ত্যাগ ফলে শহরে দূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে । জায়গার অভাবে কলকাতার ব্যস্ততম ঘিঞ্জি বাজারগুলিতে শৌচাগার তৈরি করা সম্ভব নয় । তাই কলকাতা পৌরনিগম পরিকল্পনা করেছে শহরজুড়ে বসানো হবে মোবাইল টয়লেট । এই ভ্রাম্যমাণ শৌচাগার গুলি প্রত্যেকদিন ব্যস্ততম বাজার অফিস পাড়া এলাকায় বসানো হবে।
পৌরনিগমের পক্ষ থেকে প্রত্যেক দিন বিভিন্ন ব্যস্ততম ঘিঞ্জি এলাকাগুলিতে এই শৌচাগারগুলি বসানো হবে এবং দিনের শেষে সেগুলি নিয়ে আসবে । ফাইবারের তৈরি হওয়াতে এই মোবাইলটা টয়লেট গুলির ওজন অত্যন্ত কম । মোবাইল কলেজগুলির উপরে রয়েছে জলের ট্যাঙ্ক । শৌচাগারের ভেতরে রয়েছে আলো ও জলের কল । কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য স্বপন সমাদ্দার, জানিয়েছেন প্রাথমিকভাবে 25 টি ভ্রাম্যমাণ শৌচাগার তৈরি করা হয়েছে । যেগুলি শহরের বিভিন্ন প্রান্তে বসানো হবে । বড় বাজার , নিউমার্কেট ,খান্না হাট, হাতিবাগান মত ব্যস্ততম এলাকায় এগুলিকে বসানো হবে । এর ফলে যেমন সাধারন মানুষের সুবিধা হবে সেইসঙ্গে পরিবেশ দূষণ কমবে ।
আরও পড়ুন : অস্থায়ী কর্মীদেরও বিনামূল্যে কোরোনার টিকা দেবে কলকাতা পৌরনিগম
অত্যন্ত স্বল্পমূল্যে এই বায়ো-টয়লেটগুলি ব্যবহার করতে পারবে সাধারণ মানুষ । সম্পূর্ণ রাজ্য সরকারের অনুদান এই কলকাতা পৌরনিগম ভ্রাম্যমাণ টয়লেটগুলির ব্যবস্থা করেছে । আগামী দিনে প্রয়োজনে আরও এর সংখ্যা বাড়ানো হবে জানিয়েছেন স্বপন সমাদ্দার ।