কলকাতা, 19 ডিসেম্বর: জমি বাড়ি সংক্রান্ত বিবাদ মামলায় তৃতীয়বারের জন্য ভবানী ভবনে তলব করা হল বিচারপতি অমৃতা সিনহার স্বামী তথা আইনজীবী প্রতাপচন্দ্র দে'কে। 22 ডিসেম্বর সকাল 11টার মধ্যে তাঁকে ভবানী ভবনে তলব করা হয়েছে। সোমবার অর্থাৎ গতকাল, তাঁকে বলা হয় মোবাইল ফোনটি যেন তিনি জমা দিয়ে দেন। নোটিশের মাধ্যমে সিআইডি তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, মোবাইল ফোন জমা দেওয়ার সময় লক এবং অ্যাপলক খুলে তারপরেই জমা দিতে হবে।
সিআইডি'র তরফে এও বলা হয়, 8 সেপ্টেম্বর তিনি যে মোবাইল ফোনটি ব্যবহার করেছিলেন সেটি জমা দিতে যেতে হবে ৷ জানা গিয়েছে, 68 বছরের এক বিধবা এবং তাঁর মেয়েকে হুমকি দিয়েছেন অমৃতা সিনহার স্বামী। সুপ্রিম কোর্টের তরফে এই মামলায় বলা হয়েছে বাড়তি পদক্ষেপ করা যাবে না। তবে, গত ডিসেম্বর মাসে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট জানায়, আইন অনুযায়ী পদক্ষেপ করা যেতে পারে।
গত 1 ডিসেম্বর প্রথম বার বিচারপতি সিংহের স্বামীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এরপর গত শনিবার 15 ডিসেম্বর দ্বিতীয় বার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। রাজ্য পুলিশ সূত্রে জানা যায়, 22 ডিসেম্বর তাঁকে সিআইডির সদর দফতর ভবানী ভবনে যেতে বলা হয়েছে। সোমবার তাঁকে ফোন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। যদিও বিচারপতির স্বামী 22 তারিখ নির্ধারিত সময়ের মধ্যে ভবানী ভবনে আসবেন কি না, সেই ব্যাপারে এখনও পর্যন্ত স্পষ্ট কিছুই জানা যায়নি।
ঘটনাচক্রে, কলকাতা হাইকোর্টের একাধিক গুরুত্বপূর্ণ মামলা সামলাচ্ছেন বিচারপতি অমৃতা সিনহা। এই সকল মামলাগুলোর মধ্যে অন্যতম মামলা হল নিয়োগ সংক্রান্ত মামলা। সেই মামলায় ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির নাম উঠে এসেছে । এই মামলায় কিছুদিন আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি সিংহ। অভিষেকের সংস্থা ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’ নিয়ে হাই কোর্টে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন তিনি।
আরও পড়ুন:
- অভিষেকের সম্পত্তি নিয়ে ইডি'র দেওয়া তথ্যে ক্ষুব্ধ হাইকোর্ট, লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির হিসেব চাইল আদালত
- রানিনগরে পঞ্চায়েত সমিতির নির্বাচনের ফলাফলের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের
- কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে তলব সিআইডির