কলকাতা, 22 এপ্রিল : COVID হাসপাতালগুলিতে চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি রোগী এবং তাঁদের পরিজনরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। এমনই নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার । সংক্রমণ প্রতিরোধেই রাজ্য সরকারের তরফে এই পদক্ষেপ বলে জানানো হয়েছে । একইসঙ্গে চিকিৎসকরাও জানাচ্ছেন, মোবাইল ফোনের মাধ্যমে SARS-CoV-2 ছড়িয়ে পড়তে পারে। এক্ষেত্রে কয়েকটি প্রাথমিক স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তাঁরা।
রাজ্য সরকারের ওই নির্দেশিকায় বলা হয়েছে, হাসপাতালগুলির সংশ্লিষ্ট স্থানে মোবাইল ফোন জমা রেখে হাসপাতালে প্রবেশ করতে হবে। হাসপাতাল থেকে বের হওয়ার সময় তাঁদের মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হবে। জানা গিয়েছে, এই অবস্থায় COVID হাসপাতালগুলির সংশ্লিষ্ট ওয়ার্ডে বেসিক ফোন এবং ইন্টারকমের ব্যবস্থা করা হবে। এই ফোনের পরিষেবা প্রয়োজনে রোগী এবং তাঁদের পরিজনরাও পাবেন। মোবাইল ফোনের মাধ্যমে যাতে ভাইরাস ছড়িয়ে পড়তে না পারে সেজন্য এই নির্দেশ।
মোবাইল ফোনের মাধ্যমে কোরোনার সংক্রমণ হতে পারে? কলকাতার বেসরকারি একটি হাসপাতালের ইমার্জেন্সি মেডিসিন বিভাগের প্রধান, চিকিৎসক সংযুক্তা দত্ত বলেন, "COVID ওয়ার্ড এবং ICU থেকে বের হওয়ার পর যদি মোবাইল ফোন পরিষ্কার করা না হয়, তাহলে মোবাইল ফোনের মাধ্যমে সংক্রমণের সম্ভাবনা থেকে যায়।" কলকাতার বেসরকারি একটি হাসপাতালের কনসালটেন্ট মাইক্রোবায়োলজিস্ট, চিকিৎসক শুভ্রাংশু মণ্ডলও বলেন, "মোবাইল ফোনের মাধ্যমে COVID-19 ছড়িয়ে পড়তে পারে।"
কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্য়াপিকা চিকিৎসক মৌসুমি দত্ত বলেন, "বিভিন্ন সারফেসে COVID-19-এর ভাইরাস কত সময় পর্যন্ত বেঁচে থাকতে পারে, তারউপর একটি সমীক্ষা হয়েছিল। বিভিন্ন ধরনের সারফেস অনুযায়ী মোটামুটি চার ঘণ্টা থেকে তিন দিন পর্যন্ত ভাইরাস বেঁচে থাকতে পারে । মোবাইল ফোনে কাচ থাকে, প্লাস্টিকের কভারও দেওয়া থাকে। প্লাস্টিকের উপরে 12 ঘণ্টা পর্যন্ত ভাইরাস বেঁচে থাকতে পারে। মোবাইল ফোনের উপর কেউ যদি হেঁচে দেয়, কেশে দেয়, তারপর সেই মোবাইল ছুঁয়ে কেউ যদি নাক-চোখ-মুখে হাত দেয়, তাহলে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে।"
কীভাবে মোবাইল ফোন পরিষ্কার রাখা যাবে ?
চিকিৎসক সংযুক্তা দত্ত বলেন, "নোংরা হাত অথবা গ্লাভস পরা হাতে মোবাইল ফোন টাচ করা উচিত নয়। কভার ব্যবহার করা উচিত নয়। 70 শতাংশ অ্যালকোহল যুক্ত কোনও স্যানিটাইজ়ার দিয়ে মোবাইল ফোন পরিষ্কার করে নেওয়া যেতে পারে।" চিকিৎসক মৌসুমি দত্ত বলেন, "বাইরে থেকে ফেরার পর মোবাইল ফোন আলাদা স্থানে রেখে, সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। আর সুতির কাপড়ে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে মোবাইল ফোন মুছে নেওয়া যেতে পারে।"