কলকাতা, 23 নভেম্বর: মঙ্গলবার শহরে পৌঁছন বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ৷ আসন্ন পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections 2023) গ্রাম বাংলায় প্রচার করবেন তিনি ৷ ভোট প্রচারের উদ্দেশ্যে মঙ্গলবার রাতেই আসানসোলের উদ্দেশ্যে রওনা দেন মিঠুন । বুধবার থেকেই তাঁর জেলা সফর শুরু ৷ যাওয়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি ।
এই মুহূর্তে রাজ্যের বাইরের মানুষের কাছে বাংলার ভাবমূর্তি প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয় মিঠুনকে ৷ তিনি বলেন, "বাংলার ইমেজ ফাটাফাটি । টপ গিয়ারে চলছে । সবকিছুতে নাম্বার ওয়ান । দুর্নীতিতে নাম্বার ওয়ান, হিংসায় নাম্বার ওয়ান । বাঙালি হিসেবে আগে বাইরে একটা গর্ব বোধ হত, এখন কোথায় যেন সেটা একটা টলোমলো অবস্থা । পশ্চিমবঙ্গ যে জায়গায় পৌঁছেছে আমি জানি না কীভাবে তা আবার ফিরবে !"
পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের একাধিক জায়গা থেকে বোমগুলি উদ্ধারের ঘটনা ঘটছে ৷ এ প্রসঙ্গে মিঠুন বলেন, "ইতিহাস পড়লে বুঝবেন এগুলো হলো ইঙ্গিত। হিটলারকে দেখুন, স্ট্যালিনকে দেখুন, মুসোলিনিকে দেখুন ।"
মনে করা হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গ্রাম বাংলায় মিঠুনের জনপ্রিয়তাকে ব্যবহার করতে চাইছে বিজেপি ৷ তিনি আশায় বিজেপি কর্মীরা কতটা উজ্জীবিত হবে সেই প্রসঙ্গে মিঠুন বলেন, "আমি চাই এক শতাংশ হলেও তারা উজ্জীবিত হোক । আমি তো আর তাদের মারামারি করতে বলবো না । আমি হিংসার বিরুদ্ধে । আমি আমার কর্তব্য করব । আমি আমার লড়াইয়ের কথা সবার কাছে বলব ।" পঞ্চায়েত ভোটের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, "এগুলো পার্টি ঠিক করবে । আমাকে কিছু নির্দিষ্ট কাজ দেওয়া হয়েছে আমি সেগুলো করবো ।"
আরও পড়ুন: পঞ্চায়েতের প্রচারে বিজেপির বাজি মহাগুরু, জেলা সফরের জন্য কলকাতায় মিঠুন
বাংলায় বিজেপির ভবিষ্যৎ প্রসঙ্গে প্রশ্ন করা হলে জবাবে মিঠুন বলেন, "একটাই পার্টি আঠারোটা রাজ্য চালাচ্ছে । ভারতবর্ষে বিজেপি ছাড়া কোন বিকল্প নেই । একটা প্রোপাগান্ডা তৈরি করা হয়েছে যে বিজেপি মুসলমান বিরোধী । এটা সত্যি নয় । আমাকে হিন্দু এবং মুসলমান উভয়েই ভালোবেসেছে, তাই আমি এত বড় স্টার হতে পেরেছি । এটা মুসলমানদের ভয় দেখানোর একটা পলিসি যে বিজেপি এলে আপনাদের তাড়িয়ে দেবে । আপনার কাছে যদি আধার কার্ড এবং ভোটার কার্ড থাকে তাহলে কারো ক্ষমতা নেই আপনাকে এই ভারতবর্ষ থেকে বার করার ৷ বিজেপি মানে মুসলমান বিরোধী নয় । আমি মুসলমান ভাইদেরকে হাতজোড় করে বলছি, এই ধারণা দূর করুন । বিজেপি এলে আপনাদের ভালো হবে, আর বাকি যারা যারা আপনাদের বলছে এসব কথা, তারা আপনাদের ব্যবহার করেছে এবং আগামীতেও করবে ।"