ETV Bharat / state

Bengal Recruitment Scam: ইডির দফতরে ফোন করে বয়ান রেকর্ড করাতে চাইলেন ‘নিখোঁজ’ গোপাল

নিয়োগ দুর্নীতি কাণ্ডে গোপাল দলপতি (Gopal Dalapati) জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি (ED) ৷ কিন্তু গত কয়েকদিন ধরে তাঁর হদিশ পাওয়া যাচ্ছিল না ৷ এবার তিনি নিজেই ফোন করলেন ইডির দফতরে ৷ বয়ান রেকর্ড করানোর আর্জি জানালেন ৷

Bengal Recruitment Scam
Bengal Recruitment Scam
author img

By

Published : Jan 30, 2023, 4:22 PM IST

কলকাতা, 30 জানুয়ারি: নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Bengal Recruitment Scam) তাঁর খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা । এই খবর পাওয়ার পরেই নিজেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) দফতরে ফোন করে বয়ান রেকর্ড করানোর ইচ্ছা প্রকাশ করলেন রহস্যজনকভাবে নিখোঁজ থাকা গোপাল দলপতি । এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর, সোমবার দুপুরে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে ফোন করে নিজের পরিচয় দেন গোপাল । জানান যে তিনি কলকাতায় আছেন ও তিনি নিয়োগ দুর্নীতি কাণ্ডে নিজের বয়ান রেকর্ড করাতে চান । খুব শিগগিরই তিনি ইডি দফতরে এসে নিজের বয়ান রেকর্ড করাবেন ও তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন ।

ইডি সূত্রে খবর, ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে তৃণমূলের (Trinamool Congress) হুগলির যুব নেতা কুন্তল ঘোষকে গ্রেফতারের পর তাঁর মুখ থেকেই গোপাল দলপতির পরিচয় পান তদন্তকারী আধিকারিকরা । এরপরেই জানা যায় যে গোপাল দলপতি গত কয়েক বছর আগে তিহার জেলে চিটফান্ড কাণ্ডে বন্দি ছিলেন । কিন্তু সেখান থেকে কয়েক মাস আগে তিনি জামিন পেয়ে যান । তারপর থেকেই তাঁকে হন্যে হয়ে খুঁজে বেরাচ্ছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । অবশেষে এই গোপাল দলপতি নিজেই ইডির সঙ্গে ফোনে যোগাযোগ করলেন ।

জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের বাসিন্দা গোপাল দলপতি । মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের মুখে প্রথমবার গোপাল দলপতির নাম শোনা গিয়েছিল । তারপর হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের মুখেও এই গোপাল দলপতির নাম পেয়েছিলেন তদন্তকারীরা । কয়েক বছর আগে দিল্লি পুলিশের (Delhi Police) হাতে গ্রেফতার হয়েছিলেন গোপাল দলপতি ৷ এর পরেই তিনি দিল্লির তিহার জেলে বন্দি ছিলেন ।

ইতিমধ্যেই গোপাল দলপতির বয়ান রেকর্ড করে তাঁর কাছ থেকে একাধিক অজানা তথ্য জানতে চায় ইডির গোয়েন্দারা । পাশাপাশি তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষের বাড়ি থেকে ইতিমধ্যেই মিলেছে টেটের ওএমআর শিট । মূলত, এই বিষয় কুন্তলের কাছ থেকে তদন্তকারীরা জানতে চাইছেন যে কীভাবে এই ওএমআর শিটগুলি তাঁর বাড়িতে এসে পৌঁছালো ? আর কারা কারা এই দুর্নীতি কাণ্ডে যুক্ত রয়েছে, তা জানার চেষ্টা করছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা ৷

আরও পড়ুন: 'কিছু দুষ্কৃতী মিলে রাজ্যটাকে ধ্বংস করে দেবে'; কুন্তলকে নিয়ে ক্ষোভ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

কলকাতা, 30 জানুয়ারি: নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Bengal Recruitment Scam) তাঁর খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা । এই খবর পাওয়ার পরেই নিজেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) দফতরে ফোন করে বয়ান রেকর্ড করানোর ইচ্ছা প্রকাশ করলেন রহস্যজনকভাবে নিখোঁজ থাকা গোপাল দলপতি । এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর, সোমবার দুপুরে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে ফোন করে নিজের পরিচয় দেন গোপাল । জানান যে তিনি কলকাতায় আছেন ও তিনি নিয়োগ দুর্নীতি কাণ্ডে নিজের বয়ান রেকর্ড করাতে চান । খুব শিগগিরই তিনি ইডি দফতরে এসে নিজের বয়ান রেকর্ড করাবেন ও তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন ।

ইডি সূত্রে খবর, ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে তৃণমূলের (Trinamool Congress) হুগলির যুব নেতা কুন্তল ঘোষকে গ্রেফতারের পর তাঁর মুখ থেকেই গোপাল দলপতির পরিচয় পান তদন্তকারী আধিকারিকরা । এরপরেই জানা যায় যে গোপাল দলপতি গত কয়েক বছর আগে তিহার জেলে চিটফান্ড কাণ্ডে বন্দি ছিলেন । কিন্তু সেখান থেকে কয়েক মাস আগে তিনি জামিন পেয়ে যান । তারপর থেকেই তাঁকে হন্যে হয়ে খুঁজে বেরাচ্ছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । অবশেষে এই গোপাল দলপতি নিজেই ইডির সঙ্গে ফোনে যোগাযোগ করলেন ।

জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের বাসিন্দা গোপাল দলপতি । মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের মুখে প্রথমবার গোপাল দলপতির নাম শোনা গিয়েছিল । তারপর হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের মুখেও এই গোপাল দলপতির নাম পেয়েছিলেন তদন্তকারীরা । কয়েক বছর আগে দিল্লি পুলিশের (Delhi Police) হাতে গ্রেফতার হয়েছিলেন গোপাল দলপতি ৷ এর পরেই তিনি দিল্লির তিহার জেলে বন্দি ছিলেন ।

ইতিমধ্যেই গোপাল দলপতির বয়ান রেকর্ড করে তাঁর কাছ থেকে একাধিক অজানা তথ্য জানতে চায় ইডির গোয়েন্দারা । পাশাপাশি তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষের বাড়ি থেকে ইতিমধ্যেই মিলেছে টেটের ওএমআর শিট । মূলত, এই বিষয় কুন্তলের কাছ থেকে তদন্তকারীরা জানতে চাইছেন যে কীভাবে এই ওএমআর শিটগুলি তাঁর বাড়িতে এসে পৌঁছালো ? আর কারা কারা এই দুর্নীতি কাণ্ডে যুক্ত রয়েছে, তা জানার চেষ্টা করছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা ৷

আরও পড়ুন: 'কিছু দুষ্কৃতী মিলে রাজ্যটাকে ধ্বংস করে দেবে'; কুন্তলকে নিয়ে ক্ষোভ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.