ETV Bharat / state

Missile Park: সায়েন্স সিটির নয়া আকর্ষণ মিসাইল পার্ক, কী আছে সেখানে ? প্রবেশ মূল্য কত ? - মিসাইল পার্ক

কলকাতার সায়েন্স সিটির নতুন আকর্ষণ মিসাইল পার্ক ৷ সেখানে ঠিক কী কী থাকছে ? সেখানে ঢোকার জন্য কি আলাদা প্রবেশ মূল্য লাগছে ? বিস্তারিত তথ্য জেনে নিন ৷

Missile Park
মিসাইল পার্ক
author img

By

Published : May 24, 2023, 7:10 PM IST

সায়েন্স সিটির নয়া আকর্ষণ মিসাইল পার্ক

কলকাতা, 24 মে: আগত দর্শনার্থীদের জন্য কলকাতার সায়েন্স সিটিতে হাজির নতুন আকর্ষণ । সম্প্রতি সেখানে খোলা হয়েছে একটি মিসাইল পার্ক । যা ভারতের ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি প্রদর্শনের জন্য তৈরি করা হয়েছে । ব্রহ্মোস, পৃথ্বী, মিশন শক্তি, আকাশ, অস্ট্রা এবং নাগ - ভারতের ছয়টি মিসাইলের রেপ্লিকা দর্শকদের জন্য সেখানে প্রদর্শন করা হয়েছে ।

সঙ্গে এই পার্কের বাড়তি আকর্ষণ হল, দেশের মিসাইল ম্যান তথা প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের মূর্তি । যিনি দেশের ক্ষেপণাস্ত্র বা মিসাইল উন্নয়ন কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছিলেন । স্বয়ংক্রিয় অডিয়ো ভাষ্যের মাধ্যমে ভারতীয় মিসাইল প্রোগ্রামের বিস্তারিত তথ্যও তুলে ধরা হচ্ছে । দর্শকরা মিসাইল ম্যানের মূর্তির সামনে দাঁড়ালেই এই স্বয়ংক্রিয় অডিয়ো ভাষ্য শুরু হচ্ছে ।

সায়েন্স সিটির অধিকর্তা অনুরাগ কুমার বলেন, “আমরা আশা করি ক্ষেপণাস্ত্র পার্কটি নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের বিজ্ঞান ও প্রযুক্তি বিজ্ঞানে কেরিয়ার গড়ার ক্ষেত্রে উৎসাহ জোগাবে । সায়েন্স সিটিতে প্রবেশ টিকিটের সঙ্গেই বিনামূল্যে মিসাইল পার্কে প্রবেশের অনুমতি রয়েছে ৷"

Missile Park
মিসাইল পার্ক

সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের সময় সাধারণ দর্শকরা এই সমস্ত মিসাইলের প্রদর্শন দেখেন । টিভিতেও তা দেখতে পাওয়া যায় । এ বার সায়েন্স সিটি ভ্রমণের সময় ওই মিসাইলগুলিরই অনন্য সংস্করণ সরাসরি দেখা যাবে । শুধু তাই নয়, ক্ষেপণাস্ত্রের প্রকৃত সাইজের রেপ্লিকাও থাকবে মিসাইল পার্কে ৷ ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ক্ষেত্রে ভারত যে দুর্দান্ত অগ্রগতি করেছে সেখানে তুলে ধরা হবে, যা উৎসাহিত করবে দর্শকদের । মিসাইল পার্কটি সেন্টার ফর মিলিমিটার-ওয়েভ সেমিকন্ডাক্টর ডিভাইসেস অ্যান্ড সিস্টেমস (সিএমএসডিএস), প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা এবং ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্সের ইউনিট সায়েন্স সিটি কলকাতা যৌথভাবে তৈরি করেছে ।

ডিআরডিও-এর মাধ্যমে 1960-এর দশকে ভারতে ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি শুরু হয়েছিল । পরে হায়দরাবাদে ডক্টর এপিজে আবদুল কালামের নেতৃত্বে 1983 সালে ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভলপমেন্ট প্রোগ্রাম ক্ষেপণাস্ত্র কর্মসূচি শুরু হয় । এই প্রোগ্রামের অধীনে ভূমি থেকে ভূমি স্ট্র্যাটেজিক মিসাইল পৃথ্বী ও অগ্নি, ভূমি থেকে আকাশের জন্য মিসাইল আকাশ এবং অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল নাগ তৈরি করা হয়েছে ।

আরও পড়ুন: জন্মদিনে 'মিসাইল ম্যান'কে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী মোদির

সায়েন্স সিটির নয়া আকর্ষণ মিসাইল পার্ক

কলকাতা, 24 মে: আগত দর্শনার্থীদের জন্য কলকাতার সায়েন্স সিটিতে হাজির নতুন আকর্ষণ । সম্প্রতি সেখানে খোলা হয়েছে একটি মিসাইল পার্ক । যা ভারতের ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি প্রদর্শনের জন্য তৈরি করা হয়েছে । ব্রহ্মোস, পৃথ্বী, মিশন শক্তি, আকাশ, অস্ট্রা এবং নাগ - ভারতের ছয়টি মিসাইলের রেপ্লিকা দর্শকদের জন্য সেখানে প্রদর্শন করা হয়েছে ।

সঙ্গে এই পার্কের বাড়তি আকর্ষণ হল, দেশের মিসাইল ম্যান তথা প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের মূর্তি । যিনি দেশের ক্ষেপণাস্ত্র বা মিসাইল উন্নয়ন কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছিলেন । স্বয়ংক্রিয় অডিয়ো ভাষ্যের মাধ্যমে ভারতীয় মিসাইল প্রোগ্রামের বিস্তারিত তথ্যও তুলে ধরা হচ্ছে । দর্শকরা মিসাইল ম্যানের মূর্তির সামনে দাঁড়ালেই এই স্বয়ংক্রিয় অডিয়ো ভাষ্য শুরু হচ্ছে ।

সায়েন্স সিটির অধিকর্তা অনুরাগ কুমার বলেন, “আমরা আশা করি ক্ষেপণাস্ত্র পার্কটি নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের বিজ্ঞান ও প্রযুক্তি বিজ্ঞানে কেরিয়ার গড়ার ক্ষেত্রে উৎসাহ জোগাবে । সায়েন্স সিটিতে প্রবেশ টিকিটের সঙ্গেই বিনামূল্যে মিসাইল পার্কে প্রবেশের অনুমতি রয়েছে ৷"

Missile Park
মিসাইল পার্ক

সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের সময় সাধারণ দর্শকরা এই সমস্ত মিসাইলের প্রদর্শন দেখেন । টিভিতেও তা দেখতে পাওয়া যায় । এ বার সায়েন্স সিটি ভ্রমণের সময় ওই মিসাইলগুলিরই অনন্য সংস্করণ সরাসরি দেখা যাবে । শুধু তাই নয়, ক্ষেপণাস্ত্রের প্রকৃত সাইজের রেপ্লিকাও থাকবে মিসাইল পার্কে ৷ ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ক্ষেত্রে ভারত যে দুর্দান্ত অগ্রগতি করেছে সেখানে তুলে ধরা হবে, যা উৎসাহিত করবে দর্শকদের । মিসাইল পার্কটি সেন্টার ফর মিলিমিটার-ওয়েভ সেমিকন্ডাক্টর ডিভাইসেস অ্যান্ড সিস্টেমস (সিএমএসডিএস), প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা এবং ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্সের ইউনিট সায়েন্স সিটি কলকাতা যৌথভাবে তৈরি করেছে ।

ডিআরডিও-এর মাধ্যমে 1960-এর দশকে ভারতে ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি শুরু হয়েছিল । পরে হায়দরাবাদে ডক্টর এপিজে আবদুল কালামের নেতৃত্বে 1983 সালে ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভলপমেন্ট প্রোগ্রাম ক্ষেপণাস্ত্র কর্মসূচি শুরু হয় । এই প্রোগ্রামের অধীনে ভূমি থেকে ভূমি স্ট্র্যাটেজিক মিসাইল পৃথ্বী ও অগ্নি, ভূমি থেকে আকাশের জন্য মিসাইল আকাশ এবং অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল নাগ তৈরি করা হয়েছে ।

আরও পড়ুন: জন্মদিনে 'মিসাইল ম্যান'কে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী মোদির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.