ETV Bharat / state

ছটপুজোয় বন্ধ রবীন্দ্র সরোবর, গেটের তালা ভাঙল দুষ্কৃতীরা - গেটের তালা ভাঙল দুষ্কৃতীরা

রবীন্দ্র সরোবরে ছট পুজো যাতে না করা হয়, তাই তালা লাগিয়ে রাখা হয়েছিল গেটগুলিতে ৷ আজ সকালে কয়েকজন দুষ্কৃতী এসে সেই তালা ভাঙে ৷ তবে, পুলিশ আসার আগেই পালিয়ে যায় তারা ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

রবীন্দ্র সরোবর
author img

By

Published : Nov 2, 2019, 12:06 PM IST

কলকাতা, 2 নভেম্বর : রবীন্দ্র সরোবরে ছট পুজো করা যাবে না, নির্দেশ ছিল জাতীয় পরিবেশ আদালত (NGT)-র ৷ রবীন্দ্র সরোবরের গেটে দেওয়া ছিল বিজ্ঞপ্তি ৷ শনিবার রাত 12টা থেকে রবিবার বেলা 12টা পর্যন্ত সরোবরের সব ক'টি গেট বন্ধ করে দেওয়া হয় ৷ বিকল্প ঘাটের তালিকাও টাঙিয়ে দেওয়া হয় সরোবরের গেটে ৷ কিন্তু তারপরও আজ সকালে সরোবরে তাণ্ডব চালাল দুষ্কৃতীরা ৷ তারা রবীন্দ্র সরোবরের গেটের তালা ভেঙে ফেলে ৷ ছিড়ে ফেলে KMDA-র বিজ্ঞপ্তি ৷

জাতীয় পরিবেশ আদালতের বিচারপতি SP ওয়াংদি ও বিশেষজ্ঞ এস এস গারিবিয়ালের বেঞ্চ রবীন্দ্র সরোবরে নিরাপত্তার জন্য একটি বিশেষ কমিটি তৈরি করেছে ৷ মুখ্যসচিবের নেতৃত্বাধীনে রয়েছে সেই কমিটি ৷ মুখ্যসচিব ছাড়াও কমিটিতে রয়েছেন পরিবেশ দপ্তরের একজন অফিসার, KMDA-র CEO এবং কলকাতার পুলিশ কমিশনার ৷

সরোবরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে KMDA ৷ তাদের তরফেই ছটপুজোর সময় রবীন্দ্র সরোবরের নিরাপত্তার জন্য অনুরোধ করা হয় পুলিশকে ৷ কিন্তু আজ সকালে বহিরাগতদের আক্রমণের সময় সরোবরে হাজির ছিল না কোনও পুলিশ ৷ ছিলেন বেসরকারি নিরাপত্তারক্ষীরা ৷ একদল যুবক তাঁদের ও প্রাতঃভ্রমণকারীদের গালিগালাজ করে মাদার ডেয়ারির তিন নম্বর গেটের তালা ভেঙে দেয় ৷ ছিঁড়ে ফেলা হয় KMDA-র বিজ্ঞপ্তি ৷

খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ ৷ রবীন্দ্র সরোবর এলাকার CCTV ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে ৷ গেটগুলিতে আবার তালা লাগিয়ে দেওয়া হয়েছে ৷ এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ৷

কলকাতা, 2 নভেম্বর : রবীন্দ্র সরোবরে ছট পুজো করা যাবে না, নির্দেশ ছিল জাতীয় পরিবেশ আদালত (NGT)-র ৷ রবীন্দ্র সরোবরের গেটে দেওয়া ছিল বিজ্ঞপ্তি ৷ শনিবার রাত 12টা থেকে রবিবার বেলা 12টা পর্যন্ত সরোবরের সব ক'টি গেট বন্ধ করে দেওয়া হয় ৷ বিকল্প ঘাটের তালিকাও টাঙিয়ে দেওয়া হয় সরোবরের গেটে ৷ কিন্তু তারপরও আজ সকালে সরোবরে তাণ্ডব চালাল দুষ্কৃতীরা ৷ তারা রবীন্দ্র সরোবরের গেটের তালা ভেঙে ফেলে ৷ ছিড়ে ফেলে KMDA-র বিজ্ঞপ্তি ৷

জাতীয় পরিবেশ আদালতের বিচারপতি SP ওয়াংদি ও বিশেষজ্ঞ এস এস গারিবিয়ালের বেঞ্চ রবীন্দ্র সরোবরে নিরাপত্তার জন্য একটি বিশেষ কমিটি তৈরি করেছে ৷ মুখ্যসচিবের নেতৃত্বাধীনে রয়েছে সেই কমিটি ৷ মুখ্যসচিব ছাড়াও কমিটিতে রয়েছেন পরিবেশ দপ্তরের একজন অফিসার, KMDA-র CEO এবং কলকাতার পুলিশ কমিশনার ৷

সরোবরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে KMDA ৷ তাদের তরফেই ছটপুজোর সময় রবীন্দ্র সরোবরের নিরাপত্তার জন্য অনুরোধ করা হয় পুলিশকে ৷ কিন্তু আজ সকালে বহিরাগতদের আক্রমণের সময় সরোবরে হাজির ছিল না কোনও পুলিশ ৷ ছিলেন বেসরকারি নিরাপত্তারক্ষীরা ৷ একদল যুবক তাঁদের ও প্রাতঃভ্রমণকারীদের গালিগালাজ করে মাদার ডেয়ারির তিন নম্বর গেটের তালা ভেঙে দেয় ৷ ছিঁড়ে ফেলা হয় KMDA-র বিজ্ঞপ্তি ৷

খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ ৷ রবীন্দ্র সরোবর এলাকার CCTV ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে ৷ গেটগুলিতে আবার তালা লাগিয়ে দেওয়া হয়েছে ৷ এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ৷

Intro:কলকাতা, 2 নভেম্বর: ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ। ছট পুজো করা যাবে না রবীন্দ্র সরোবরে। তার জেরে KMDA রবীন্দ্র সরোবরের গেটে দিয়েছিল বিজ্ঞপ্তি। সেই সূত্রে শনিবার রাত ১২ টা থেকে রবিবার দুপুর বারোটা পর্যন্ত সরোবরের সবকটি গেট বন্ধ করে দেওয়া হয়। বিকল্প ঘাটের তালিকাও রবীন্দ্র সরোবরে টাঙিয়ে দেওয়া হয়। আজ সাতসকালেই বহিরাগত তাণ্ডবে ভেঙে ফেলা হলো সেই তালা। ছিঁড়ে ফেলা হলো KMDA এর বিজ্ঞপ্তি। ঘটনার জেরে রীতিমতো উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়।
Body:জাতীয় পরিবেশ আদালতের বিচারপতি এস পি ওয়াংদি এবং বিশেষজ্ঞ সদস্য এস এস গারবিয়ালের বেঞ্চ রবীন্দ্র সরোবরে নিরাপত্তার জন্য একটি বিশেষ কমিটি তৈরি করে দিয়েছে। মুখ্যসচিবের নেতৃত্বাধীন সেই কমিটি। মুখ্যসচিব ছাড়াও কমিটিতে আছেন পরিবেশ দপ্তরের এক অফিসার, কেএমডিএ-র সিইও এবং কলকাতার পুলিশ কমিশনার। এমনিতে এই সরোবরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে কেএমডিএ। তাদের তরফে ছট পূজার রবীন্দ্র সরোবরের নিরাপত্তার জন্য অনুরোধ করা হয় পুলিশকে। সূত্রের খবর তেমনটাই। কিন্তু আজ সকালে ঘটনার সময় সেখানে হাজির ছিল না কোন পুলিশ। ছিলেন বেসরকারি নিরাপত্তারক্ষীরা। একদল যুবক তাদের এবং প্রাতঃভ্রমণকারীদের গালিগালাজ করে মাদার ডেয়ারি এবং তিন নম্বর গেটের তালা ভেঙে দেয়। ইট-পাথর তুলে রীতিমত মারমুখী হয়ে ওঠে তারা। সেই পাথর দিয়েই ভাঙা হয় তালা। তারপরেই ছিড়ে ফেলা হয় KMDAএর বিজ্ঞপ্তি। Conclusion:ঘটনার খবর পেয়ে পুলিশ। আবারো গেট গুলিতে লাগানো হয়েছে তালা। মোতায়েন করা হয়েছে বড় পুলিশের দল। পাশাপাশি রবীন্দ্র সরোবর এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.