কলকাতা, 2 নভেম্বর : রবীন্দ্র সরোবরে ছট পুজো করা যাবে না, নির্দেশ ছিল জাতীয় পরিবেশ আদালত (NGT)-র ৷ রবীন্দ্র সরোবরের গেটে দেওয়া ছিল বিজ্ঞপ্তি ৷ শনিবার রাত 12টা থেকে রবিবার বেলা 12টা পর্যন্ত সরোবরের সব ক'টি গেট বন্ধ করে দেওয়া হয় ৷ বিকল্প ঘাটের তালিকাও টাঙিয়ে দেওয়া হয় সরোবরের গেটে ৷ কিন্তু তারপরও আজ সকালে সরোবরে তাণ্ডব চালাল দুষ্কৃতীরা ৷ তারা রবীন্দ্র সরোবরের গেটের তালা ভেঙে ফেলে ৷ ছিড়ে ফেলে KMDA-র বিজ্ঞপ্তি ৷
জাতীয় পরিবেশ আদালতের বিচারপতি SP ওয়াংদি ও বিশেষজ্ঞ এস এস গারিবিয়ালের বেঞ্চ রবীন্দ্র সরোবরে নিরাপত্তার জন্য একটি বিশেষ কমিটি তৈরি করেছে ৷ মুখ্যসচিবের নেতৃত্বাধীনে রয়েছে সেই কমিটি ৷ মুখ্যসচিব ছাড়াও কমিটিতে রয়েছেন পরিবেশ দপ্তরের একজন অফিসার, KMDA-র CEO এবং কলকাতার পুলিশ কমিশনার ৷
সরোবরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে KMDA ৷ তাদের তরফেই ছটপুজোর সময় রবীন্দ্র সরোবরের নিরাপত্তার জন্য অনুরোধ করা হয় পুলিশকে ৷ কিন্তু আজ সকালে বহিরাগতদের আক্রমণের সময় সরোবরে হাজির ছিল না কোনও পুলিশ ৷ ছিলেন বেসরকারি নিরাপত্তারক্ষীরা ৷ একদল যুবক তাঁদের ও প্রাতঃভ্রমণকারীদের গালিগালাজ করে মাদার ডেয়ারির তিন নম্বর গেটের তালা ভেঙে দেয় ৷ ছিঁড়ে ফেলা হয় KMDA-র বিজ্ঞপ্তি ৷
খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ ৷ রবীন্দ্র সরোবর এলাকার CCTV ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে ৷ গেটগুলিতে আবার তালা লাগিয়ে দেওয়া হয়েছে ৷ এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ৷