ETV Bharat / state

ফের জেল হেপাজতে মির্জ়া, চার্জশিটের তোড়জোড় শুরু CBI-র - নারদ কাণ্ডে গ্রেপ্তার

নারদ কাণ্ডে গ্রেপ্তার হওয়া IPS মির্জ়াকে 30 অক্টোবর পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দিল আদালত ৷ মির্জ়ার বিরুদ্ধে চার্জশিট দেওয়ার জন্য CBI-র তরফে স্বরাষ্ট্রমন্ত্রকে আবেদন জানানো হয়েছে ৷

ফের জেল হেপাজতে মির্জ়া
author img

By

Published : Oct 15, 2019, 8:30 PM IST

Updated : Oct 16, 2019, 2:30 PM IST

কলকাতা, 15 অক্টোবর : ফের জেল হেপাজতে এসএমএইচ মির্জ়া ৷ নারদ কাণ্ডে গ্রেপ্তার হওয়া IPS মির্জ়াকে 30 অক্টোবর পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দিল আদালত ৷ এই মামলায় CBI-র তদন্তকারী অফিসার রঞ্জিত কুমার বলেন, ''মির্জ়া প্রভাবশালী ৷ তাঁর সঙ্গে হেভিওয়েট রাজনৈতিক নেতাদের যোগাযোগ আছে ৷ সেই সূত্রেই তাঁর জেল হেপাজত চেয়েছিল CBI ৷ সেই আবেদন আবারও মঞ্জুর করল নগর দায়রা আদালত ৷'' যদিও মির্জ়ার আইনজীবী তাঁর জামিন চেয়ে জোরদার সওয়াল করেন ৷ অন্যদিকে মির্জ়ার বিরুদ্ধে চার্জশিট দেওয়ার তোড়জোড় শুরু করেছে CBI ৷

মির্জ়ার আইনজীবীর বক্তব্য, ''2014 সালের স্টিং অপারেশন ৷ 2019 সালে গ্রেপ্তার করা হচ্ছে ৷ 2017 সালের নভেম্বরে অন্য একটি মামলার পর থেকে উনি সাসপেন্ড ৷ এমন কোথাও কেউ প্রমাণ করতে পারবে না মির্জ়া প্রভাব খাটিয়েছেন ৷ কাউকে ফোন করে কিছু বলেছেন ৷ উনি একজন IPS অফিসার ৷ কোথাও পালাবেন না ৷ একজন সাসপেন্ড হওয়া পুলিশ অফিসার কখনও প্রভাব খাটাতে পারেন না ৷'' তিনি বলেন, "পুরো বিষয়টা ম্যাথু করেছেন ৷ ম্যাথু সবচেয়ে ভালো জানবেন ৷ ম্যাথুকে জিজ্ঞাসাবাদ করা হোক ৷ যার কথায় ঘটনা ঘটেছে সে এখন বাইরে ৷ আমাদের মক্কেলকে শুধু শুধু আটকে রাখা কেন ?" মূলত এই বক্তব্য পেশ করেই মির্জ়ার জামিনের জন্য জোরদার সওয়াল করেন ৷

দেখুন ভিডিয়ো

মির্জ়ার বিরুদ্ধে চার্জশিট দেওয়ার জন্য CBI-র তরফে স্বরাষ্ট্রমন্ত্রকে আবেদন জানানো হয়েছে ৷ তিনি যেহেতু বাংলা ক্যাডারের IPS, তাই তাঁর বিরুদ্ধে চার্জশিট দিতে হলে নিয়ম অনুযায়ী রাজ্যের অনুমতি লাগে ৷ ইতিমধ্যেই মুখ্য সচিবকে এবিষয়ে চিঠি দিয়েছে CBI ৷ স্বরাষ্ট্রমন্ত্রক ও রাজ্য সরকারের জবাব এলেই এই মামলার চার্জশিট দেওয়া হবে বলে CBI সূত্রে খবর ৷

এর আগে মির্জ়া বলেছিলেন, তাঁর মনের ভিতর অনেক কথা চাপা ছিল ৷ মাঝে মাঝে সেটা বোঝা হয়ে উঠত ৷ সব কথা তদন্তকারীদের কাছে বলে হালকা লাগছে তাঁর ৷ 30 সেপ্টেম্বর তিনি জেলে যাওয়ার সময় বলেন, "CBI-কে সব খুলে বলেছি ৷ নিজেকে হালকা লাগছে ৷ আমার সহকর্মীরা জানেন, আমি কেমন মানুষ ৷ আইন আইনের পথে চলবে ৷ আইনকে আমি সহযোগিতা করব৷"

কলকাতা, 15 অক্টোবর : ফের জেল হেপাজতে এসএমএইচ মির্জ়া ৷ নারদ কাণ্ডে গ্রেপ্তার হওয়া IPS মির্জ়াকে 30 অক্টোবর পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দিল আদালত ৷ এই মামলায় CBI-র তদন্তকারী অফিসার রঞ্জিত কুমার বলেন, ''মির্জ়া প্রভাবশালী ৷ তাঁর সঙ্গে হেভিওয়েট রাজনৈতিক নেতাদের যোগাযোগ আছে ৷ সেই সূত্রেই তাঁর জেল হেপাজত চেয়েছিল CBI ৷ সেই আবেদন আবারও মঞ্জুর করল নগর দায়রা আদালত ৷'' যদিও মির্জ়ার আইনজীবী তাঁর জামিন চেয়ে জোরদার সওয়াল করেন ৷ অন্যদিকে মির্জ়ার বিরুদ্ধে চার্জশিট দেওয়ার তোড়জোড় শুরু করেছে CBI ৷

মির্জ়ার আইনজীবীর বক্তব্য, ''2014 সালের স্টিং অপারেশন ৷ 2019 সালে গ্রেপ্তার করা হচ্ছে ৷ 2017 সালের নভেম্বরে অন্য একটি মামলার পর থেকে উনি সাসপেন্ড ৷ এমন কোথাও কেউ প্রমাণ করতে পারবে না মির্জ়া প্রভাব খাটিয়েছেন ৷ কাউকে ফোন করে কিছু বলেছেন ৷ উনি একজন IPS অফিসার ৷ কোথাও পালাবেন না ৷ একজন সাসপেন্ড হওয়া পুলিশ অফিসার কখনও প্রভাব খাটাতে পারেন না ৷'' তিনি বলেন, "পুরো বিষয়টা ম্যাথু করেছেন ৷ ম্যাথু সবচেয়ে ভালো জানবেন ৷ ম্যাথুকে জিজ্ঞাসাবাদ করা হোক ৷ যার কথায় ঘটনা ঘটেছে সে এখন বাইরে ৷ আমাদের মক্কেলকে শুধু শুধু আটকে রাখা কেন ?" মূলত এই বক্তব্য পেশ করেই মির্জ়ার জামিনের জন্য জোরদার সওয়াল করেন ৷

দেখুন ভিডিয়ো

মির্জ়ার বিরুদ্ধে চার্জশিট দেওয়ার জন্য CBI-র তরফে স্বরাষ্ট্রমন্ত্রকে আবেদন জানানো হয়েছে ৷ তিনি যেহেতু বাংলা ক্যাডারের IPS, তাই তাঁর বিরুদ্ধে চার্জশিট দিতে হলে নিয়ম অনুযায়ী রাজ্যের অনুমতি লাগে ৷ ইতিমধ্যেই মুখ্য সচিবকে এবিষয়ে চিঠি দিয়েছে CBI ৷ স্বরাষ্ট্রমন্ত্রক ও রাজ্য সরকারের জবাব এলেই এই মামলার চার্জশিট দেওয়া হবে বলে CBI সূত্রে খবর ৷

এর আগে মির্জ়া বলেছিলেন, তাঁর মনের ভিতর অনেক কথা চাপা ছিল ৷ মাঝে মাঝে সেটা বোঝা হয়ে উঠত ৷ সব কথা তদন্তকারীদের কাছে বলে হালকা লাগছে তাঁর ৷ 30 সেপ্টেম্বর তিনি জেলে যাওয়ার সময় বলেন, "CBI-কে সব খুলে বলেছি ৷ নিজেকে হালকা লাগছে ৷ আমার সহকর্মীরা জানেন, আমি কেমন মানুষ ৷ আইন আইনের পথে চলবে ৷ আইনকে আমি সহযোগিতা করব৷"

Intro:কলকাতা, 15 অক্টোবর: আবারো জেল হেফাজতে গেলেন SMH মির্জা। নারদ কান্ডে গ্রেপ্তার হওয়া আইপিএস মির্জার ৩০ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। এই মামলায় সিবিআইয়ের তদন্তকারী অফিসার রঞ্জিত কুমার জানিয়েছেন, এসএমএস মির্জা প্রভাবশালী। তাঁর সঙ্গে হেভিওয়েট রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ আছে। সেই সূত্রেই তার জেল হেফাজত চেয়েছিল সিবিআই। সেই আবেদন আবারও মঞ্জুর করলো নগর দায়রা আদালত। যদিও মির্জার আইনজীবী তার জামিনের জোরদার সওয়াল করেন। এদিকে মির্জার বিরুদ্ধে চার্জশিট দেওয়ার তোড়জোড় শুরু করেছে সিবিআই।Body:মির্জার আইনজীবী জানান, 2014 সালের স্টিং অপারেশন। 2019 সালে গ্রেপ্তার করা হচ্ছে। 2017 সালের নভেম্বর পৃথক একটি মামলায় পর থেকে উনি সাসপেন্ড। এমন কোথাও কেউ প্রমাণ করতে পারবে না মির্জা প্রভাব খাটিয়েছে। কাউকে ফোন করে কিছু বলেছে। উনি একজন আইপিএস অফিসার। কোথাও পালাবেন না। একজন সাসপেন্ডেড পুলিশ অফিসার কখনো প্রভাব খাটাতে পারে না।
পুরো বিষয়টা ম্যাথু করেছেন। ম্যাথু সবচেয়ে ভালো জানবেন। ম্যাথুকে জিজ্ঞাসাবাদ করা হোক। যার কথায় ঘটনা ঘটেছে তিনি এখন বাইরে। আমাদের মক্কেলকে শুধু শুধু আটকে রাখা কেন? তিনি মূলত এই বক্তব্যেই মির্জার জামিনের জন্য জোরদার সাওয়াল করেন। Conclusion:এদিকে এই আইপিএস অফিসারের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার জন্য সিবিআইয়ের তরফের স্বরাষ্ট্রমন্ত্রকে আবেদন জানানো হয়েছে। সিবিআই সূত্রে খবর তেমনটাই। পাশাপাশি, তিনি যেহেতু বাংলা ক্যাডারের আইপিএস, তাই তার বিরুদ্ধে চার্জশিট দিতে হলে নিয়ম অনুযায়ী রাজ্যের অনুমতি লাগে। সূত্র জানাচ্ছে ইতিমধ্যেই মুখ্য সচিবকে এ বিষয়ে চিঠি দিয়েছে সিবিআই। স্বরাষ্ট্র মন্ত্রক এবং রাজ্য সরকারের জবাব এলেই এই মামলার চার্জশিট দেওয়া হবে বলে সিবিআই সুত্রে খবর।

এর আগে মির্জা জানিয়েছিলেন, মনের ভেতর চাপা ছিল অনেক কথা। কখনো সখনো সেটা বোঝা হয়ে উঠতো। সেসব কথা উজাড় করে দিয়েছেন তদন্তকারীদের কাছে। এর আগে অর্থাৎ 30 সেপ্টেম্বর তিনি জেলে যাওয়ার পথে বললেন, “ সিবিআইকে সব খুলে বলেছি, নিজেকে হালকা লাগছে। আমার সহকর্মীরা জানেন আমি কেমন প্রকৃতির মানুষ। তবে আইন আইনের পথে চলবে। আইনকে তিনি সহযোগিতা করে যাবেন।"

Last Updated : Oct 16, 2019, 2:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.