কলকাতা, 15 অক্টোবর : ফের জেল হেপাজতে এসএমএইচ মির্জ়া ৷ নারদ কাণ্ডে গ্রেপ্তার হওয়া IPS মির্জ়াকে 30 অক্টোবর পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দিল আদালত ৷ এই মামলায় CBI-র তদন্তকারী অফিসার রঞ্জিত কুমার বলেন, ''মির্জ়া প্রভাবশালী ৷ তাঁর সঙ্গে হেভিওয়েট রাজনৈতিক নেতাদের যোগাযোগ আছে ৷ সেই সূত্রেই তাঁর জেল হেপাজত চেয়েছিল CBI ৷ সেই আবেদন আবারও মঞ্জুর করল নগর দায়রা আদালত ৷'' যদিও মির্জ়ার আইনজীবী তাঁর জামিন চেয়ে জোরদার সওয়াল করেন ৷ অন্যদিকে মির্জ়ার বিরুদ্ধে চার্জশিট দেওয়ার তোড়জোড় শুরু করেছে CBI ৷
মির্জ়ার আইনজীবীর বক্তব্য, ''2014 সালের স্টিং অপারেশন ৷ 2019 সালে গ্রেপ্তার করা হচ্ছে ৷ 2017 সালের নভেম্বরে অন্য একটি মামলার পর থেকে উনি সাসপেন্ড ৷ এমন কোথাও কেউ প্রমাণ করতে পারবে না মির্জ়া প্রভাব খাটিয়েছেন ৷ কাউকে ফোন করে কিছু বলেছেন ৷ উনি একজন IPS অফিসার ৷ কোথাও পালাবেন না ৷ একজন সাসপেন্ড হওয়া পুলিশ অফিসার কখনও প্রভাব খাটাতে পারেন না ৷'' তিনি বলেন, "পুরো বিষয়টা ম্যাথু করেছেন ৷ ম্যাথু সবচেয়ে ভালো জানবেন ৷ ম্যাথুকে জিজ্ঞাসাবাদ করা হোক ৷ যার কথায় ঘটনা ঘটেছে সে এখন বাইরে ৷ আমাদের মক্কেলকে শুধু শুধু আটকে রাখা কেন ?" মূলত এই বক্তব্য পেশ করেই মির্জ়ার জামিনের জন্য জোরদার সওয়াল করেন ৷
মির্জ়ার বিরুদ্ধে চার্জশিট দেওয়ার জন্য CBI-র তরফে স্বরাষ্ট্রমন্ত্রকে আবেদন জানানো হয়েছে ৷ তিনি যেহেতু বাংলা ক্যাডারের IPS, তাই তাঁর বিরুদ্ধে চার্জশিট দিতে হলে নিয়ম অনুযায়ী রাজ্যের অনুমতি লাগে ৷ ইতিমধ্যেই মুখ্য সচিবকে এবিষয়ে চিঠি দিয়েছে CBI ৷ স্বরাষ্ট্রমন্ত্রক ও রাজ্য সরকারের জবাব এলেই এই মামলার চার্জশিট দেওয়া হবে বলে CBI সূত্রে খবর ৷
এর আগে মির্জ়া বলেছিলেন, তাঁর মনের ভিতর অনেক কথা চাপা ছিল ৷ মাঝে মাঝে সেটা বোঝা হয়ে উঠত ৷ সব কথা তদন্তকারীদের কাছে বলে হালকা লাগছে তাঁর ৷ 30 সেপ্টেম্বর তিনি জেলে যাওয়ার সময় বলেন, "CBI-কে সব খুলে বলেছি ৷ নিজেকে হালকা লাগছে ৷ আমার সহকর্মীরা জানেন, আমি কেমন মানুষ ৷ আইন আইনের পথে চলবে ৷ আইনকে আমি সহযোগিতা করব৷"