ETV Bharat / state

শিক্ষকদের বিষয়ে রাজ্য সরকারের বিবেকহীনতা লক্ষ্য করছি : মিরাতুন নাহার

আজ শিক্ষকদের অনশন মঞ্চে আসেন শিক্ষাবিদ মিরাতুন নাহার ৷ শিক্ষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে চার ঘণ্টার অনশনেও বসেন তিনি ৷

ফাইল ফোটো
author img

By

Published : Jul 23, 2019, 9:31 PM IST

Updated : Jul 23, 2019, 9:46 PM IST

কলকাতা, 23 জুলাই : শিক্ষামন্ত্রী দাবি না মানায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা ৷ আজ তাঁদের অনশন 11 দিনে পড়েছে ৷ তাঁদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন অনেকেই ৷ এসেছেন অনশন মঞ্চেও ৷ এবার সেখানে এলেন শিক্ষাবিদ মিরাতুন নাহার ৷ শিক্ষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে চার ঘণ্টার অনশনেও বসেন তিনি ৷

মিরাতুন নাহার বলেন, "আমিও একজন শিক্ষক । দেশ ও জাতিগঠনে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে । কিন্তু তাঁরা তাঁদের প্রাপ্য পাচ্ছেন না । রাজ্য সরকারের অজ্ঞতাজনিত এক ধরনের বিবেকহীনতা লক্ষ্য করছি । তাই আমার মনে হয়েছে, এই আন্দোলনটাকে সমর্থন জানাতে যে পন্থা আমি নিতে পারি সেটা কিছুই নয়, তাঁদের পাশে গিয়ে বসে কিছুক্ষণ অনশনে অংশগ্রহণ করতে পারি । আজ আমি চার ঘণ্টা অনশনে বসব ৷"

তিনি আরও বলেন, "অনশনরত শিক্ষকরা আমার পুত্র-কন্যার মতো ৷ ভাইয়ের মতো ৷ তাদের পাশে কিছুক্ষণ বসেছি ৷ এটা আমার এক ধরনের প্রতিবাদী সত্ত্বারই প্রকাশ । রাজ্য সরকারের যে বিবেকহীন ভূমিকা, আলোচনাবিমুখ ও সমাধানের পথে যাওয়ার অনীহা, তার বিরুদ্ধে এটা আমার এক ধরনের প্রতিবাদ ।"

ভিডিয়োয় শুনুন মিরাতুন নাহারের বক্তব্য

প্রায় প্রতিদিনই কেউ না কেউ অসুস্থ হয়ে পড়ছেন । গতকাল উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদিকা পৃথা বিশ্বাস অসুস্থ হয়ে পড়েন । আজ সকাল থেকে তিনজন অনশনকারী অসুস্থ হয়ে পড়েন । তারপরও নিজেদের দাবি আদায়ের লড়াই চালিয়ে যাচ্ছেন তাঁরা । আজ আরও একজন অচৈতন্য হয়ে পড়েন ৷ অসুস্থ অবস্থায় মুর্শিদাবাদের শিক্ষক মণীশ কুমারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তাঁর হার্টে সমস্যা ধরা পড়েছে ৷

কলকাতা, 23 জুলাই : শিক্ষামন্ত্রী দাবি না মানায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা ৷ আজ তাঁদের অনশন 11 দিনে পড়েছে ৷ তাঁদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন অনেকেই ৷ এসেছেন অনশন মঞ্চেও ৷ এবার সেখানে এলেন শিক্ষাবিদ মিরাতুন নাহার ৷ শিক্ষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে চার ঘণ্টার অনশনেও বসেন তিনি ৷

মিরাতুন নাহার বলেন, "আমিও একজন শিক্ষক । দেশ ও জাতিগঠনে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে । কিন্তু তাঁরা তাঁদের প্রাপ্য পাচ্ছেন না । রাজ্য সরকারের অজ্ঞতাজনিত এক ধরনের বিবেকহীনতা লক্ষ্য করছি । তাই আমার মনে হয়েছে, এই আন্দোলনটাকে সমর্থন জানাতে যে পন্থা আমি নিতে পারি সেটা কিছুই নয়, তাঁদের পাশে গিয়ে বসে কিছুক্ষণ অনশনে অংশগ্রহণ করতে পারি । আজ আমি চার ঘণ্টা অনশনে বসব ৷"

তিনি আরও বলেন, "অনশনরত শিক্ষকরা আমার পুত্র-কন্যার মতো ৷ ভাইয়ের মতো ৷ তাদের পাশে কিছুক্ষণ বসেছি ৷ এটা আমার এক ধরনের প্রতিবাদী সত্ত্বারই প্রকাশ । রাজ্য সরকারের যে বিবেকহীন ভূমিকা, আলোচনাবিমুখ ও সমাধানের পথে যাওয়ার অনীহা, তার বিরুদ্ধে এটা আমার এক ধরনের প্রতিবাদ ।"

ভিডিয়োয় শুনুন মিরাতুন নাহারের বক্তব্য

প্রায় প্রতিদিনই কেউ না কেউ অসুস্থ হয়ে পড়ছেন । গতকাল উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদিকা পৃথা বিশ্বাস অসুস্থ হয়ে পড়েন । আজ সকাল থেকে তিনজন অনশনকারী অসুস্থ হয়ে পড়েন । তারপরও নিজেদের দাবি আদায়ের লড়াই চালিয়ে যাচ্ছেন তাঁরা । আজ আরও একজন অচৈতন্য হয়ে পড়েন ৷ অসুস্থ অবস্থায় মুর্শিদাবাদের শিক্ষক মণীশ কুমারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তাঁর হার্টে সমস্যা ধরা পড়েছে ৷

Intro:কলকাতা, ২৩ জুলাই: আজ ১১ দিনে পড়ল প্রাথমিক শিক্ষকদের অনশন। ন্যায্য বেতনক্রমের দাবিতে ও তাঁদের ১৪ জন সহকর্মীদের বদলি বাতিলের দাবিতে ১৮ জন শিক্ষক-শিক্ষিকা আমরণ অনশন করে চলেছেন। আজ প্রাথমিক শিক্ষকদের এই লড়াইকে সমর্থন জানাতে অনশন মঞ্চে আসেন বিশিষ্ট সমাজসেবী মিরাতুন নাহার। তিনিও আজ চার ঘন্টার প্রতিকী অনশনে বসেন প্রাথমিক শিক্ষকদের অনশনের সমর্থনে।

Body:অনশনকারীদের সঙ্গে বসে মিরাতুন নাহার বলেন, "আমি নিজেও একজন শিক্ষক। শিক্ষা জগতের কাছের মানুষ। একই সমগোত্রীয় পেশাদারী মানুষ, দেশের জাতিগঠনে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা। তাঁরা তাঁদের ন্যায্য প্রাপ্য পাচ্ছেন না। আমাদের রাজ্য সরকারের অজ্ঞতাজনিত এক ধরনের বিবেক হীনতা লক্ষ্য করছি। সে কারণে আমার মনে হয়েছে এই আন্দোলনটাকে সমর্থন জানাতে যে পন্থা আমি নিতে পারি সেটা কিছুই নয়। তাঁদের পাশে গিয়ে বসে কিছুক্ষণ অনশনে অংশগ্রহণ করতে পারি। তাই আমি তার ঘন্টা অনশন করব বলে অনশনরত আমার পুত্র কন্যার মতো, ভাইয়ের মতোদের পাশে কিছুক্ষণ বসতে প্রস্তুত হয়েছি। এটা আমার এক ধরনের প্রতিবাদী সত্ত্বারই প্রকাশ। রাজ্য সরকারের যে বিবেকহীন ভূমিকা, আলোচনা বিমুখ যে ভূমিকা, সমাধানের পথে যাওয়ার অনিহা সেই ভূমিকার বিরুদ্ধে এটা আমার এক ধরনের প্রতিবাদ।"

প্রায় প্রতিদিনই একে একে অনশনকারীরা অসুস্থ হয়ে পড়ছেন। গতকাল উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদিকা পৃথা বিশ্বাস অসুস্থ হয়ে পড়েন। আজ সকাল থেকে তিন জন অনশনকারী অসুস্থ হয়ে পড়েন। তারপরও নিজেদের দাবি আদায়ের লড়াই চালিয়ে যাচ্ছেন তাঁরা। এতদিনেও সরকারের তরফ থেকে কোনো সদুত্তর বা আশ্বাস না পাওয়ায় তাঁদের মনোবল ভাঙেনি বলে জানাচ্ছেন তাঁরা। দাবি না মেটা পর্যন্ত তাঁরা আমরণ অনশনেই অনড় রয়েছেন।
Conclusion:
Last Updated : Jul 23, 2019, 9:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.