কলকাতা, 15 ফেব্রুয়ারি : সাতসকালে বাড়ির প্রায় সামনে থেকে নিখোঁজ নাবালিকার সন্ধান মিলল খড়গপুর স্টেশনে ৷ ওই নাবালিকা পোস্তা থানা এলাকার বাসিন্দা । সোমবার সকাল থেকে তাঁর কোনও খোঁজ না পেয়ে বাড়ির লোক থানায় অভিযোগ দায়ের করে ৷ তদন্তে নামে লালবাজারের গোয়েন্দারা এবং খোদ কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল । আজ সকালে খড়গপুর থেকে নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ (Minor Girl Missing from Posta in Kolkata found in Kharagpur Station) ৷
সোমবার ভোর পাঁচটার পর থেকে নাবালিকাকে পাওয়া যাচ্ছিল না ৷ আজ নাবালিকা জানায়, মায়ের সঙ্গে গোলমাল হওয়ায় বাড়ি ছেড়ে চলে গিয়েছিল সে ৷ যদিও এতটা আন্দাজ করতে পারেনি পরিবারের সদস্যরা ৷ তাই অভিভাবকেরা থানায় নিখোঁজ ডায়েরি করেন ৷ তাঁরা অভিযোগ করেন, পোস্তা থানা এলাকায় বাড়ির সামনে থেকে নাবালিকাকে অপহরণ করা হয়েছে । সেই সময় ওই নাবালিকার পরনে ছিল নীল রঙের প্যান্ট এবং ক্রিম রঙের টপ । জানা গিয়েছিল, তার মুক্তির জন্য মুক্তিপণ চেয়ে ফোন করা হয়েছে ।
আরও পড়ুন : Hanskhali Murder : অপহরণ করে খুন 8 বছরের শিশু, দুই মহিলা-সহ 4 জনের যাবজ্জীবন
গতকাল সারারাত তল্লাশি অভিযান চালায় কলকাতা পুলিশ । মধ্যরাত পর্যন্ত গোটা তদন্তে নজরদারি চালান খোদ পুলিশ কমিশনার এবং গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মা । রাস্তার সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে তদন্ত চালায় পুলিশ । রেল পুলিশদেরও জানানো হয়েছিল ৷