ETV Bharat / state

Kolkata Dengue Death: কলকাতায় ডেঙ্গির থাবা, প্রাণ গেল ষষ্ঠ শ্রেণির ছাত্রীর - ডেঙ্গিতে মৃত্যু

বর্ষা পড়তেই কলকাতায় বাড়তে শুরু করেছে ডেঙ্গির প্রকোপ ৷ সোমবার মৃত্যু হয়েছে পিকনিক গার্ডেনের বাসিন্দা ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By

Published : Jul 24, 2023, 9:58 PM IST

কলকাতা, 24 জুলাই: ডেঙ্গির প্রকোপে কলকাতায় মৃত্যু বছর দশের এক বালিকার। জানা গিয়েছে, পিকনিক গার্ডেনের বাসিন্দা ওই নাবালিকা ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল বলে জানা গিয়েছে ৷ জ্বর, গায়ে ব্যথা ও বমির উপসর্গ নিয়ে পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে বৃহস্পতিবার ভর্তি করা হয়েছিল ওই নাবালিকাকে। সেখানেই সোমবার দুপুরে মৃত্যু হয় তার।

হাসপাতাল সূত্রের খবর, এই ছাত্রীর মৃত্যুর কারণ সেভিয়ার ডেঙ্গি ও মাল্টি অর্গ্যান ফেল। ওই নাবালিকার প্লেটলেট নেমে গিয়েছিল 9 হাজারের নীচে । অন্যদিকে, সোমবারেই ডেঙ্গি নিয়ে নির্দেশিকা জারি করছে স্বাস্থ্য দফতর । প্লেটলেট নিয়ে গাইডলাইন জারি করা হয়েছে । যা ইতিমধ্যেই পাঠানো হয়েছে রাজ্যের সবকটি জেলায় এবং 57টি ব্লাড ব্যাঙ্কে। এছাড়াও জেলার শীর্ষ স্বাস্থ্য আধিকারিকদেরকেও এই গাইডলাইন পাঠানো হয়েছে ৷

স্বাস্থ্য দফতরের জারি করা এই গাইডলাইনে বলা হয়েছে, রোগীর প্লেটলেট কাউন্ট 10 হাজারের নীচে গেলে প্লেটলেট দিতে হবে । যেসব রোগীদের প্লেটলেট কাউন্ট 10 থেকে 20 হাজারের মধ্যে, সেক্ষেত্রে রক্তপাত না হলে প্লেটলেট দেওয়ার প্রয়োজন নেই । এমনকি কোন গ্রুপের প্লেটলেট প্রয়োজন, প্রেসক্রিপশনে তা উল্লেখ করতে হবে ।

ETV Bharat
স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত নির্দেশিকা

আরও পড়ুন: সিটি সেন্টার লাগোয়া একই ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্ত 50, আতঙ্ক দুর্গাপুরে

গতবছর রাজ্যে ডেঙ্গির জেরে প্রাণ হারিয়েছিলেন অনেকে । কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রককে রাজ্যের তরফে দেওয়া হিসাব অনুযায়ী, গত বছর বাংলায় 67 হাজার 271 জন ডেঙ্গি আক্রান্ত হন । সরকারি মতে মৃতের সংখ্যা ছিল গত বছর 30 । এবছর পৌরসভা ও স্বাস্থ্য দফতর দু'তরফেই বর্ষা পড়ার আগে থেকেই ডেঙ্গির মশা নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া শুরু হয় ৷ মশাবাহিত রোগ প্রতিহত করার ক্ষেত্রে সরকার সচেতনতামূলক প্রচার ইতিমধ্যেই শুরু করেছে । বহু জায়গায় নর্দমা, পরিষ্কার জমে থাকা জলে ব্লিচিং পাউডার ছড়ানোর কাজ শুরু করেছে পৌরসভা । কিছুদিন আগে বারাসতে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের । এবার কলকাতাতেও মৃত্যু হল এক ছাত্রীর ৷

কলকাতা, 24 জুলাই: ডেঙ্গির প্রকোপে কলকাতায় মৃত্যু বছর দশের এক বালিকার। জানা গিয়েছে, পিকনিক গার্ডেনের বাসিন্দা ওই নাবালিকা ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল বলে জানা গিয়েছে ৷ জ্বর, গায়ে ব্যথা ও বমির উপসর্গ নিয়ে পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে বৃহস্পতিবার ভর্তি করা হয়েছিল ওই নাবালিকাকে। সেখানেই সোমবার দুপুরে মৃত্যু হয় তার।

হাসপাতাল সূত্রের খবর, এই ছাত্রীর মৃত্যুর কারণ সেভিয়ার ডেঙ্গি ও মাল্টি অর্গ্যান ফেল। ওই নাবালিকার প্লেটলেট নেমে গিয়েছিল 9 হাজারের নীচে । অন্যদিকে, সোমবারেই ডেঙ্গি নিয়ে নির্দেশিকা জারি করছে স্বাস্থ্য দফতর । প্লেটলেট নিয়ে গাইডলাইন জারি করা হয়েছে । যা ইতিমধ্যেই পাঠানো হয়েছে রাজ্যের সবকটি জেলায় এবং 57টি ব্লাড ব্যাঙ্কে। এছাড়াও জেলার শীর্ষ স্বাস্থ্য আধিকারিকদেরকেও এই গাইডলাইন পাঠানো হয়েছে ৷

স্বাস্থ্য দফতরের জারি করা এই গাইডলাইনে বলা হয়েছে, রোগীর প্লেটলেট কাউন্ট 10 হাজারের নীচে গেলে প্লেটলেট দিতে হবে । যেসব রোগীদের প্লেটলেট কাউন্ট 10 থেকে 20 হাজারের মধ্যে, সেক্ষেত্রে রক্তপাত না হলে প্লেটলেট দেওয়ার প্রয়োজন নেই । এমনকি কোন গ্রুপের প্লেটলেট প্রয়োজন, প্রেসক্রিপশনে তা উল্লেখ করতে হবে ।

ETV Bharat
স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত নির্দেশিকা

আরও পড়ুন: সিটি সেন্টার লাগোয়া একই ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্ত 50, আতঙ্ক দুর্গাপুরে

গতবছর রাজ্যে ডেঙ্গির জেরে প্রাণ হারিয়েছিলেন অনেকে । কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রককে রাজ্যের তরফে দেওয়া হিসাব অনুযায়ী, গত বছর বাংলায় 67 হাজার 271 জন ডেঙ্গি আক্রান্ত হন । সরকারি মতে মৃতের সংখ্যা ছিল গত বছর 30 । এবছর পৌরসভা ও স্বাস্থ্য দফতর দু'তরফেই বর্ষা পড়ার আগে থেকেই ডেঙ্গির মশা নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া শুরু হয় ৷ মশাবাহিত রোগ প্রতিহত করার ক্ষেত্রে সরকার সচেতনতামূলক প্রচার ইতিমধ্যেই শুরু করেছে । বহু জায়গায় নর্দমা, পরিষ্কার জমে থাকা জলে ব্লিচিং পাউডার ছড়ানোর কাজ শুরু করেছে পৌরসভা । কিছুদিন আগে বারাসতে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের । এবার কলকাতাতেও মৃত্যু হল এক ছাত্রীর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.