কলকাতা , 21 সেপ্টেম্বর : হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রাজ্যের মন্ত্রী নির্মল মাজি । মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় 7 সেপ্টেম্বর তাঁর অস্ত্রোপচার করা হয় বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেসে (BIN) । সফল অস্ত্রোপচারের পরও তাঁকে SSKM-এর কার্ডিওলজি বিভাগের কেবিনে রাখা হয়েছিল । গতকালই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে ।
3 সেপ্টেম্বর কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে তিনি অসুস্থবোধ করায় তাঁকে SSKM হাসপাতালের অধীনে থাকা BIN-এ নিয়ে যাওয়া হয়েছিল । সেখানে সিটি স্ক্যান করে দেখা যায়, তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে । এরপর তাঁকে ভরতি করা হয় SSKM হাসপাতালের কার্ডিওলজি বিভাগে । সেখানে একটি কেবিনে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয় । SSKM হাসপাতালের চিকিৎসকদের নিয়ে গঠন করা হয় মেডিকেল বোর্ড । ওই মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সাত সেপ্টেম্বর BIN-এ মন্ত্রীর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় । অস্ত্রোপচারের আগে মন্ত্রীর কোরোনা পরীক্ষা করানো হয়েছিল । সেই রিপোর্ট নেগেটিভ আসে ।
অস্ত্রোপচারের পর মন্ত্রীকে ICU-তে পর্যবেক্ষণে রাখা হয়েছিল । এরপর তাঁকে SSKM হাসপাতালের কার্ডিওলজি বিভাগের কেবিনে স্থানান্তরিত করা হয় ৷ রবিবার SSKM হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট তথা ভাইস প্রিন্সিপাল (MSVP) রঘুনাথ মিশ্র বলেন , "মন্ত্রী নির্মল মাজিকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে । তিনি ভালো আছেন।"
SSKM হাসপাতাল সূত্রে খবর, গত শুক্রবার মন্ত্রীকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার বিষয়ে মেডিকেল বোর্ডের বৈঠকে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । জানা গিয়েছে, মন্ত্রী নির্মল মাজির ব্লাড প্রেসার , ব্লাড সুগার , থাইরয়েডের সমস্যা রয়েছে । এর জন্য তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল ।