ETV Bharat / state

Manas Bhunia in Control Room: রাত বাড়তেই শুরু বাজির তাণ্ডব, কন্ট্রোল রুম থেকে নজর রাখলেন মন্ত্রী মানস - বাজির তাণ্ডব

সিত্রাংয়ের জন্যে বৃষ্টি, ঝোড়ো হাওয়া থাকায় সকাল থেকে বাজির শব্দ মেলেনি ৷ কিন্তু রাত হতেই তাণ্ডব শুরু হয় ৷ পরিস্থিতির উপর নজর রাখতে কন্ট্রোল রুমে বসলেন পরিবেশ মন্ত্রী মানস ভুঁইয়া (Environment Minister Manas Bhunia) ৷

Dr Manas Bhunia
ETV Bharat
author img

By

Published : Oct 25, 2022, 6:47 AM IST

Updated : Oct 25, 2022, 6:53 AM IST

কলকাতা, 25 অক্টোবর: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বদলে গেল রাজ্যের দূষণ চিত্র । 2019, 2020 ও 2021 সালের তুলনায় এ বছর দীপাবলিতে দূষণের ছবিটা রাত 9টা পর্যন্ত স্বাভাবিক ছিল । তবে রাত বাড়তেই বাজির তাণ্ডব শুরু হয় । সিত্রাংয়ের প্রভাবে সকাল থেকে বৃষ্টি হওয়ায় গত বছরের তুলনায় এবছর বাতাসে দূষণের মান অনেকটাই ভালো ছিল । এদিকে অবৈধ বাজির কারবারে রাজ্যজুড়ে 185 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী মানস ভুঁইয়া (Environment Minister Manas Bhunia sits in control room) ।

সোমবার সন্ধ্যায় পরিবেশ ভবনের কন্ট্রোল রুমে ছিলেন তিনি । রাজ্যের বিভিন্ন জায়গার শব্দ দূষণ ও বায়ু দূষণের হালহকিকত কী, তার খোঁজ নেন । তাঁর উপস্থিতিতে কন্ট্রোল রুমের টোল ফ্রি নম্বরে আসা অভিযোগ সমাধানে নির্দিষ্ট থানা এলাকার পুলিশকে নির্দেশ দেন । একই ভাবে প্রতি 15 মিনিট অন্তর রাজ্য দূষণের তথ্য দিল্লি আইআইটির স্কলারদের কাছে পৌঁছানোর নির্দেশ দেন । যাতে প্রতি মুহূর্তে রাজ্যের দূষণ বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধারে গবেষণা করা যায় ।

আরও পড়ুন: সিত্রাং নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী, বেশি ঝড়-বৃষ্টিতে বাইরে না-বেরনোর পরামর্শ

রাজ্যের দূষণ চিত্রের তথ্য তুলে ধরে মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া বলেন, "কলকাতা পুলিশ-সহ জেলার প্রতিটি পুলিশ কমিশনারেট, জেলা পুলিশ প্রত্যেককে ধন্যবাদ জানাই । দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন । সাধারণ মানুষকে সতর্ক করছেন । অবৈধ বাজি সংক্রান্ত বিষয় নিয়ে ইতিমধ্যে রাজ্যজুড়ে 185 জনকে গ্রেফতার করা হয়েছে । 13 হাজার 164 কেজি বাজি বাজেয়াপ্ত করা হয়েছে । 390 টি পুলিশ এফআইআর অভিযোগ হয়েছে । কন্ট্রোল রুমে আরও অভিযোগ আসছে ।"

কলকাতা, 25 অক্টোবর: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বদলে গেল রাজ্যের দূষণ চিত্র । 2019, 2020 ও 2021 সালের তুলনায় এ বছর দীপাবলিতে দূষণের ছবিটা রাত 9টা পর্যন্ত স্বাভাবিক ছিল । তবে রাত বাড়তেই বাজির তাণ্ডব শুরু হয় । সিত্রাংয়ের প্রভাবে সকাল থেকে বৃষ্টি হওয়ায় গত বছরের তুলনায় এবছর বাতাসে দূষণের মান অনেকটাই ভালো ছিল । এদিকে অবৈধ বাজির কারবারে রাজ্যজুড়ে 185 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী মানস ভুঁইয়া (Environment Minister Manas Bhunia sits in control room) ।

সোমবার সন্ধ্যায় পরিবেশ ভবনের কন্ট্রোল রুমে ছিলেন তিনি । রাজ্যের বিভিন্ন জায়গার শব্দ দূষণ ও বায়ু দূষণের হালহকিকত কী, তার খোঁজ নেন । তাঁর উপস্থিতিতে কন্ট্রোল রুমের টোল ফ্রি নম্বরে আসা অভিযোগ সমাধানে নির্দিষ্ট থানা এলাকার পুলিশকে নির্দেশ দেন । একই ভাবে প্রতি 15 মিনিট অন্তর রাজ্য দূষণের তথ্য দিল্লি আইআইটির স্কলারদের কাছে পৌঁছানোর নির্দেশ দেন । যাতে প্রতি মুহূর্তে রাজ্যের দূষণ বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধারে গবেষণা করা যায় ।

আরও পড়ুন: সিত্রাং নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী, বেশি ঝড়-বৃষ্টিতে বাইরে না-বেরনোর পরামর্শ

রাজ্যের দূষণ চিত্রের তথ্য তুলে ধরে মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া বলেন, "কলকাতা পুলিশ-সহ জেলার প্রতিটি পুলিশ কমিশনারেট, জেলা পুলিশ প্রত্যেককে ধন্যবাদ জানাই । দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন । সাধারণ মানুষকে সতর্ক করছেন । অবৈধ বাজি সংক্রান্ত বিষয় নিয়ে ইতিমধ্যে রাজ্যজুড়ে 185 জনকে গ্রেফতার করা হয়েছে । 13 হাজার 164 কেজি বাজি বাজেয়াপ্ত করা হয়েছে । 390 টি পুলিশ এফআইআর অভিযোগ হয়েছে । কন্ট্রোল রুমে আরও অভিযোগ আসছে ।"

Last Updated : Oct 25, 2022, 6:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.