কলকাতা, 6 নভেম্বর: ফের ইডি হেফাজতের মেয়াদ বাড়ল রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। আদালতের নির্দেশে আগামী 13 নভেম্বর পর্যন্ত ইডি'র হেফাজতেই থাকতে হচ্ছে মন্ত্রীকে ৷
এর আগে অবশ্য জ্যোতিপ্রিয় মল্লিককে যখন আদালতে পেশ করা হয় সেই সময় রেশন দুর্নীতি মামলায় তাঁকে 10 দিনের ইডি হেফাজত দিয়েছিল আদালত ৷ সেই সময় অবশ্য আদালতেই অসুস্থ হয়ে পড়েছিলেন বনমন্ত্রী ৷ যার জেরে তাঁকে হাসপাতালে চিকিৎসার জন্য বিশেষ নির্দেশ দিয়েছিলেন বিচারক ৷ বেসরকারি হাসপাতালে কয়েকদিন তাঁর চিকিৎসাও হয় ৷ এরপর এদিন ব্যাঙ্কশাল আদালতে প্রবেশ করার সময় জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "ইডি বুঝতে পেরেছে যে আমি মুক্ত।"
এদিন আদালতে পেশ করার সময় রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক নিজেকে 'নির্দোষ' বলেও দাবি করেন ৷ জ্যোতিপ্রিয় মল্লিককে যখন এদিন ইডি দফতর থেকে বের করার সময়ও মন্ত্রীকে বলতে শোনা যায়, "আমি নির্দোষ"। তবে জ্যোতিপ্রিয় মল্লিককে এখনও ভালোভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন রয়েছে বলে মনে করছেন ইডি'র তদন্তকারী আধিকারিকরা। এদিন আদালতেও সেই বিষয়টি বলে তাঁকে হেফাজতে নেওয়ার আর্জি জানায় ইডি ৷
গ্রেফতারির আগে জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। রেশন দুর্নীতি কাণ্ডে এই প্রথম কোনও মন্ত্রীকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। অবশ্য রেশন দুর্নীতি কাণ্ডে তদন্ত নেমে প্রথমে বাকিবুর রহমানকে গ্রেফতার করেছিল ইডি ৷ তদন্ত নেমে ইডি জানতে পারে, এই বাকিবুর রহমানের কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে ৷ আর এই ব্যক্তির সঙ্গে সরাসরি যোগ রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের।
আরও পড়ুন: 'নিজের নামে স্টেডিয়াম করিনি', বিজয়া সম্মিলনী থেকে মোদিকে তোপ মমতার
মূলত জ্যোতিপ্রিয় মল্লিক নিজে সরাসরি কোনও বিষয় হস্তক্ষেপ না-করলেও তাঁর ব্যক্তিগত সচিবদের ফোন থেকে একাধিকবার বাকিবুর রহমানের সঙ্গে যোগাযোগ রাখতেন বলে দাবি করা হয়েছে ইডি'র তরফে। মূলত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে একাধিক নথিপত্র উদ্ধার করেন তদন্তকারীরা। সেই সকল নথি ঘেটে তদন্তকারীরা অনুধাবন করছেন যে রাজ্যের প্রাক্তন এই মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজনীয়।