ETV Bharat / state

Firhad Hakim on Netai: নেতাই গণহত্যায় 3 অভিযুক্তের জামিন ! 'বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে', মন্তব্য ফিরহাদের - Firhad Hakim commented about Judicial System

2011 সালের 7 জানুয়ারি নেতাই গণহত্যাকাণ্ডের অন্যতম 3 জন অভিযুক্তের জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট ৷ এ প্রসঙ্গে মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, বহুক্ষেত্রে দেরিতে বিচার হচ্ছে এবং এর সঙ্গে সংবাদমাধ্যমের স্বার্থ জড়িত (Firhad Hakim commented about Judicial System) ৷

Firhad Hakim
ফিরহাদ হাকিম
author img

By

Published : Feb 4, 2023, 10:21 AM IST

Updated : Feb 4, 2023, 11:05 AM IST

রাজ্যের বিচারব্যবস্থা নিয়ে সন্তুষ্ট নন মন্ত্রী ফিরহাদ হাকিম

কলকাতা, 4 ফেব্রুয়ারি: "সংবাদমাধ্যমের স্বার্থ আছে এমন মামলাগুলোয় দ্রুত রায় দেওয়া হচ্ছে"। বিচারব্যবস্থা ক্ষোভ প্রকাশ করে এমন বিস্ফোরক দাবি করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ নেতাই গণহত্যাকাণ্ডে তিন জন সিপিএম নেতার জামিন প্রসঙ্গে বলতে গিয়ে এই কথা বলেন তৃণমূলের এই প্রবীণ নেতা (Three CPIM leaders got bail in Netai incident) ৷ 31 জানুয়ারি নেতাই গণহত্যা মামলায় তিন অভিযুক্তের জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট ৷ 2011 সালের 7 জানুয়ারি ঝাড়গ্রামের নেতাইয়ে গুলি চালনার ঘটনা ঘটে ৷ রথীন দণ্ডপাটের বাড়ি থেকে সিপিএম নেতা-কর্মীরা গুলি চালিয়েছে বলে অভিযোগ ওঠে ৷ মর্মান্তিক এই ঘটনায় 9 জনের মৃত্যু হয় ৷ এর মধ্যে 4 জন মহিলা ছিলেন ৷ জখম হন 29 জন ৷ মঙ্গলবার বিচারপতি জয়মাল্য বাগচী নেতাই গণহত্যা কাণ্ড নামে পরিচিত এই ঘটনায় অন্যতম তিন অভিযুক্ত ডালিম পাণ্ডে, অনুজ পাণ্ডে, তপন দে-কে জামিন দেন ৷ এরপরই এমন মন্তব্য করলেন ফিরহাদ ।

আরও পড়ুন: নেতাই মামলায় তিন জনের জামিন মঞ্জুর করল হাইকোর্ট

মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "বিচারব্যবস্থার উপরে সম্মান রেখেই বলছি, বহু ক্ষেত্রে বিচারের বাণী নিভৃতে কাঁদছে ৷ বিচারব্যবস্থায় দেরি হচ্ছে ৷" তিনি এ প্রসঙ্গে সংবাদমাধ্যমের কথা তুলে ধরেন ৷ মেয়র বলেন, "যে মামলায় সংবাদমাধ্যমের স্বার্থ জড়িত, সেই মামলাগুলির নিষ্পত্তি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ৷ অন্যদিকে যে মামলাগুলিতে সংবাদমাধ্যমের স্বার্থ নেই অথবা জনসাধারণের কাছে প্রচার পাবে না, সেই মামলাগুলির রায়দান দেরিতে হচ্ছে ৷"

বিচারব্যবস্থার প্রতি তাঁর ক্ষোভের কারণবশত তিনি কলকাতা পৌরনিগমের প্রসঙ্গ উত্থাপন করেন ৷ মেয়র বলেন, "আমাদের অনেকগুলি জমি বেদখল হয়ে রয়েছে ৷ তার জন্য বহু বছর ধরে আমি লড়াই করছি ৷ কিন্তু সেগুলি উদ্ধার করতে পারছি না ৷ বহু বছর ধরে লড়াই করে রক্সিটা উদ্ধার করতে পারলাম ৷" তাঁর অভিযোগ বহু এমন মামলা আছে যেগুলি বছরের পর বছর ধরে পড়ে রয়েছে ৷ মামলার তারিখ পাওয়া যাচ্ছে না ৷ সেই মামলাগুলি উঠছে না ৷ ফিরহাদ আরও বলেন, "অনেক গরিব মানুষের জমি দখল হয়ে পড়ে রয়েছে ৷ তাঁরা বিচার পাচ্ছেন না ৷" অথচ সংবাদমাধ্যম বা সাধারণ মানুষের কাছে প্রচার পাবে এমন মামলাগুলির ক্ষেত্রে তাড়াতাড়ি রায়দান, নিষ্পত্তি হয়ে যাচ্ছে ৷ বিচারের ক্ষেত্রে এমন পক্ষপাত কেন ? এর উত্তরে ফিরহাদ উচ্চাকাঙ্ক্ষাকে দুষলেন ৷ তিনি বলেন, "এটা খুব খারাপ হচ্ছে ৷ আমি বিচারপতিদের সমালোচনা করছি না ৷ আমার মনে হয় উচ্চাকাঙ্ক্ষা খুব বিপজ্জনক ৷ উচ্চাকাঙ্ক্ষা থাকলে বিচার ঠিক হবে না ৷"

আরও পড়ুন: এক যুগ পর নেতাই গণহত্যায় তিন অভিযুক্তের মুক্তি ! ফুল দিয়ে বরণ বামেদের

রাজ্যের বিচারব্যবস্থা নিয়ে সন্তুষ্ট নন মন্ত্রী ফিরহাদ হাকিম

কলকাতা, 4 ফেব্রুয়ারি: "সংবাদমাধ্যমের স্বার্থ আছে এমন মামলাগুলোয় দ্রুত রায় দেওয়া হচ্ছে"। বিচারব্যবস্থা ক্ষোভ প্রকাশ করে এমন বিস্ফোরক দাবি করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ নেতাই গণহত্যাকাণ্ডে তিন জন সিপিএম নেতার জামিন প্রসঙ্গে বলতে গিয়ে এই কথা বলেন তৃণমূলের এই প্রবীণ নেতা (Three CPIM leaders got bail in Netai incident) ৷ 31 জানুয়ারি নেতাই গণহত্যা মামলায় তিন অভিযুক্তের জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট ৷ 2011 সালের 7 জানুয়ারি ঝাড়গ্রামের নেতাইয়ে গুলি চালনার ঘটনা ঘটে ৷ রথীন দণ্ডপাটের বাড়ি থেকে সিপিএম নেতা-কর্মীরা গুলি চালিয়েছে বলে অভিযোগ ওঠে ৷ মর্মান্তিক এই ঘটনায় 9 জনের মৃত্যু হয় ৷ এর মধ্যে 4 জন মহিলা ছিলেন ৷ জখম হন 29 জন ৷ মঙ্গলবার বিচারপতি জয়মাল্য বাগচী নেতাই গণহত্যা কাণ্ড নামে পরিচিত এই ঘটনায় অন্যতম তিন অভিযুক্ত ডালিম পাণ্ডে, অনুজ পাণ্ডে, তপন দে-কে জামিন দেন ৷ এরপরই এমন মন্তব্য করলেন ফিরহাদ ।

আরও পড়ুন: নেতাই মামলায় তিন জনের জামিন মঞ্জুর করল হাইকোর্ট

মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "বিচারব্যবস্থার উপরে সম্মান রেখেই বলছি, বহু ক্ষেত্রে বিচারের বাণী নিভৃতে কাঁদছে ৷ বিচারব্যবস্থায় দেরি হচ্ছে ৷" তিনি এ প্রসঙ্গে সংবাদমাধ্যমের কথা তুলে ধরেন ৷ মেয়র বলেন, "যে মামলায় সংবাদমাধ্যমের স্বার্থ জড়িত, সেই মামলাগুলির নিষ্পত্তি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ৷ অন্যদিকে যে মামলাগুলিতে সংবাদমাধ্যমের স্বার্থ নেই অথবা জনসাধারণের কাছে প্রচার পাবে না, সেই মামলাগুলির রায়দান দেরিতে হচ্ছে ৷"

বিচারব্যবস্থার প্রতি তাঁর ক্ষোভের কারণবশত তিনি কলকাতা পৌরনিগমের প্রসঙ্গ উত্থাপন করেন ৷ মেয়র বলেন, "আমাদের অনেকগুলি জমি বেদখল হয়ে রয়েছে ৷ তার জন্য বহু বছর ধরে আমি লড়াই করছি ৷ কিন্তু সেগুলি উদ্ধার করতে পারছি না ৷ বহু বছর ধরে লড়াই করে রক্সিটা উদ্ধার করতে পারলাম ৷" তাঁর অভিযোগ বহু এমন মামলা আছে যেগুলি বছরের পর বছর ধরে পড়ে রয়েছে ৷ মামলার তারিখ পাওয়া যাচ্ছে না ৷ সেই মামলাগুলি উঠছে না ৷ ফিরহাদ আরও বলেন, "অনেক গরিব মানুষের জমি দখল হয়ে পড়ে রয়েছে ৷ তাঁরা বিচার পাচ্ছেন না ৷" অথচ সংবাদমাধ্যম বা সাধারণ মানুষের কাছে প্রচার পাবে এমন মামলাগুলির ক্ষেত্রে তাড়াতাড়ি রায়দান, নিষ্পত্তি হয়ে যাচ্ছে ৷ বিচারের ক্ষেত্রে এমন পক্ষপাত কেন ? এর উত্তরে ফিরহাদ উচ্চাকাঙ্ক্ষাকে দুষলেন ৷ তিনি বলেন, "এটা খুব খারাপ হচ্ছে ৷ আমি বিচারপতিদের সমালোচনা করছি না ৷ আমার মনে হয় উচ্চাকাঙ্ক্ষা খুব বিপজ্জনক ৷ উচ্চাকাঙ্ক্ষা থাকলে বিচার ঠিক হবে না ৷"

আরও পড়ুন: এক যুগ পর নেতাই গণহত্যায় তিন অভিযুক্তের মুক্তি ! ফুল দিয়ে বরণ বামেদের

Last Updated : Feb 4, 2023, 11:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.