ETV Bharat / state

KMC Election 2021 Results : নাতনিকে কাঁধে নিয়ে নাচলেন ফিরহাদ, ভিডিয়ো পোস্ট কন্যার - শাবা হাকিমের টুইট

মিটল একুশের কলকাতা পৌরভোট ৷ ফের সবুজ শহর ৷ কর্মী, সমর্থকরা তো বটেই, মাতলেন নেতারাও ৷ ধরা পড়ল তেমনই একটি বিরল দৃশ্য ৷ (Minister Firhad Hakim dances with his grand daughter to celebrate KMC Election victory)

Minister Firhad Hakim
নাচছেন মন্ত্রী ফিরহাদ হাকিম
author img

By

Published : Dec 22, 2021, 7:23 AM IST

কলকাতা, 22 ডিসেম্বর : একুশের বিধানসভার পর একুশের কলকাতা পৌরভোট ৷ 72.2 শতাংশ ভোট পেয়ে জয়ী সেই ঘাসফুল ৷ 144 টি ওয়ার্ডের মধ্যে 134টিই তাদের ৷ শহরজুড়ে সবুজ আবির, 'খেলা হবে' স্লোগান, করোনাবিধি ভুলে বিজয়োল্লাস কর্মী, সমর্থকদের ৷

একেবারে অন্যভাবে এই উদযাপন করলেন প্রাক্তন পৌরপ্রশাসক তথা পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ একটি ভিডিয়ো পোস্ট করেছেন তাঁর মেয়ে শাবা হাকিম (Shabba Hakim) ৷ ভিডিয়োয় ধরা পড়েছে মন্ত্রীর অন্য এবং বিরল মুহূর্ত ৷ নাতনিকে কাঁধে চাপিয়ে নাচছেন মন্ত্রীমশাই ৷ নেই নেতাসুলভ ব্যক্তিত্বের বর্ম, সম্পূর্ণ আন্তরিক আর পারিবারিক মুডে ধরা দিয়েছেন তিনি ৷ টুইটে শাবা লিখেছেন, "আজকের জয়ে তাঁর সবচেয়ে প্রিয় মানুষের সঙ্গে নাচে মেতেছেন তিনি (ফিরহাদ হাকিম) ৷" (Minister Firhad Hakim dances with his favourite person to celebrate KMC Election victory)

কলকাতা পৌরভোটে তৃণমূলের জয় এতটাই সহজ করেছে তাঁকে ৷ বারে বারে বলেছেন, "মানুষ উৎসবের মেজাজে ভোট দেয়" ৷ কলকাতা পৌরভোটে 82 নং ওয়ার্ড থেকে দাঁড়িয়েছিলেন তিনি ৷ 54.81% ভোট পেয়ে জয়ী হয়েছেন ৷

আরও পড়ুন : KMC Election 2021 Results : ভোট শতাংশে বামেদের দ্বিতীয় হওয়াই কলকাতার নির্বাচনে সবচেয়ে বড় চমক

এবারের পৌরভোটে চমক বহু ৷ 11.89% ভোট পেয়ে বিজেপিকে পিছনে ফেলেছে বামফ্রন্ট ৷ দু'টি ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন বাম প্রার্থী ৷ গেরুয়া শিবিরের দখলে গিয়েছে 3টি ওয়ার্ড, ভোট পেয়েছে 9.19% ৷

অন্যদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায় জিতেছেন 73 নং ওয়ার্ড থেকে ৷ বন্দ্যোপাধ্যায় পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জনপ্রতিনিধি নির্বাচিত হলেন ৷ আর 10 হাজার 206 ভোটে জয়ী হয়ে নজর কেড়েছেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায় ৷ তিনি 131 নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন ৷ যদিও প্রাক্তন মেয়রের দাবি, তাঁর করা কাজই জিতিয়েছে রত্নাকে ৷

ঘাসফুল, কাস্তে হাতুড়ি, পদ্মফুলের ছায়া ছাড়াই বাজিমাত করেছেন তিন কন্যে ৷ তিনজন নির্দল প্রার্থী ৷ 43 নং ওয়ার্ডের আয়েশা কানিজ, 135 নং ওয়ার্ডে রুবিনা নাজ আর 141 নং ওয়ার্ডে পূর্বাশা নস্কর ৷ তাই, সব মিলিয়ে একুশের কলকাতা পৌরভোট তুলনায় অন্যরকম, ব্যতিক্রমী ৷

তহালে কে হবেন তিলোত্তমার মেয়র ? এগিয়ে রয়েছেন প্রাক্তন পৌরপ্রশাসক ফিরহাদ হাকিম ৷ অপেক্ষার অবসান আগামিকাল, 23 ডিসেম্বর ৷

কলকাতা, 22 ডিসেম্বর : একুশের বিধানসভার পর একুশের কলকাতা পৌরভোট ৷ 72.2 শতাংশ ভোট পেয়ে জয়ী সেই ঘাসফুল ৷ 144 টি ওয়ার্ডের মধ্যে 134টিই তাদের ৷ শহরজুড়ে সবুজ আবির, 'খেলা হবে' স্লোগান, করোনাবিধি ভুলে বিজয়োল্লাস কর্মী, সমর্থকদের ৷

একেবারে অন্যভাবে এই উদযাপন করলেন প্রাক্তন পৌরপ্রশাসক তথা পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ একটি ভিডিয়ো পোস্ট করেছেন তাঁর মেয়ে শাবা হাকিম (Shabba Hakim) ৷ ভিডিয়োয় ধরা পড়েছে মন্ত্রীর অন্য এবং বিরল মুহূর্ত ৷ নাতনিকে কাঁধে চাপিয়ে নাচছেন মন্ত্রীমশাই ৷ নেই নেতাসুলভ ব্যক্তিত্বের বর্ম, সম্পূর্ণ আন্তরিক আর পারিবারিক মুডে ধরা দিয়েছেন তিনি ৷ টুইটে শাবা লিখেছেন, "আজকের জয়ে তাঁর সবচেয়ে প্রিয় মানুষের সঙ্গে নাচে মেতেছেন তিনি (ফিরহাদ হাকিম) ৷" (Minister Firhad Hakim dances with his favourite person to celebrate KMC Election victory)

কলকাতা পৌরভোটে তৃণমূলের জয় এতটাই সহজ করেছে তাঁকে ৷ বারে বারে বলেছেন, "মানুষ উৎসবের মেজাজে ভোট দেয়" ৷ কলকাতা পৌরভোটে 82 নং ওয়ার্ড থেকে দাঁড়িয়েছিলেন তিনি ৷ 54.81% ভোট পেয়ে জয়ী হয়েছেন ৷

আরও পড়ুন : KMC Election 2021 Results : ভোট শতাংশে বামেদের দ্বিতীয় হওয়াই কলকাতার নির্বাচনে সবচেয়ে বড় চমক

এবারের পৌরভোটে চমক বহু ৷ 11.89% ভোট পেয়ে বিজেপিকে পিছনে ফেলেছে বামফ্রন্ট ৷ দু'টি ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন বাম প্রার্থী ৷ গেরুয়া শিবিরের দখলে গিয়েছে 3টি ওয়ার্ড, ভোট পেয়েছে 9.19% ৷

অন্যদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায় জিতেছেন 73 নং ওয়ার্ড থেকে ৷ বন্দ্যোপাধ্যায় পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জনপ্রতিনিধি নির্বাচিত হলেন ৷ আর 10 হাজার 206 ভোটে জয়ী হয়ে নজর কেড়েছেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায় ৷ তিনি 131 নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন ৷ যদিও প্রাক্তন মেয়রের দাবি, তাঁর করা কাজই জিতিয়েছে রত্নাকে ৷

ঘাসফুল, কাস্তে হাতুড়ি, পদ্মফুলের ছায়া ছাড়াই বাজিমাত করেছেন তিন কন্যে ৷ তিনজন নির্দল প্রার্থী ৷ 43 নং ওয়ার্ডের আয়েশা কানিজ, 135 নং ওয়ার্ডে রুবিনা নাজ আর 141 নং ওয়ার্ডে পূর্বাশা নস্কর ৷ তাই, সব মিলিয়ে একুশের কলকাতা পৌরভোট তুলনায় অন্যরকম, ব্যতিক্রমী ৷

তহালে কে হবেন তিলোত্তমার মেয়র ? এগিয়ে রয়েছেন প্রাক্তন পৌরপ্রশাসক ফিরহাদ হাকিম ৷ অপেক্ষার অবসান আগামিকাল, 23 ডিসেম্বর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.