ETV Bharat / state

পারফর্ম করবেন একঝাঁক তারকা, সঙ্গীত মেলার উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু - Dumdum Sangeet Mela

Dumdum Sangeet Mela: দমদমে শুরু হল চতুর্থতম সঙ্গীত মেলা ৷ এই বছরে থাকছে বাংলাদশের জনপ্রিয় বাংলা ব্যান্ড 'জলের গান' ৷ এছড়াও উপস্থিত থাকবেন সোনু নিগম, রূপম ইসলাম ও ইমন চক্রবর্তীর মতো বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 3, 2024, 10:52 PM IST

সঙ্গীত মেলার উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

কলকাতা, 3 জানুয়ারি: দমদমে সেন্ট মেরিস স্কুলের মাঠে শুরু হল সঙ্গীত মেলা । চতুর্থতম মেলার শুভ সূচনা হয়েছে বুধবার । এদিন মেলার উদ্বোধন করলেন দমদমের বিধায়ক তথা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক তাপস রায়, সাংসদ সৌগত রায়, রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । অনুষ্ঠানের উদ্বোধন উপলক্ষে এসেছিলেন সাহেব চট্টোপাধ্যায় এবং হৈমন্তী শুক্লা, গায়ক সৌমেন্দ্র ও সৌমজিৎ ।

চতুর্থতম দমদম সঙ্গীত মেলার উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই মেলা আয়োজনের মূল কারণ ব্যাখ্যা করেন । তিনি বলেন, "গত চার বছর ধরে আমরা এই মেলাটা করে আসছি । বাংলার মধ্যে দিয়ে বিশ্বকে দেখার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একইসঙ্গে নিজের শিকড়, মাতৃভাষাকে শক্ত করা, নিজের শিকড়কে আরও শক্ত করে আকঁড়ে ধরা দরকার । আরও সরস করা দরকার । সেই জন্যই এই বাংলা সঙ্গীত মেলা।"

এই মেলা উদ্বোধনের সময় বিধায়কের গলায় শোনা গেল বাংলা ভাষার ঐতিহ্যের কথা । তবে এই ঐতিহ্যের কথা বলার সঙ্গেই কেন্দ্রীয় সরকার ও সিপিএমকেও নিশানা করেন শিক্ষামন্ত্রী । তিনি বলেন, "বাংলা ভাষার উপর ক্রমাগত একটা আক্রমণ হয়ে আসছে । 34 বছরের শাসনকালে বাংলাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল । এখন আবার শুরু হয়েছে, এক মনোলিথিক প্যারালাল হিন্দি-হিন্দু-হিন্দুস্তান । এই আগ্রাসন আমরা মানি না । আমরা কোনও ভাষার বিপক্ষে নই । তাই প্রতি বছর বাংলা ভাষার পাশাপাশি আমরা জনপ্রিয় হিন্দি কোনও গায়ককেও এখানে আহ্বান করি ।"

এই বছর দমদম সঙ্গীত মেলা উপলক্ষে আসবে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড 'জলের গান' । এছাড়াও উপস্থিত থাকবেন জনপ্রিয় বলিউড গায়ক সোনু নিগম থেকে শুরু করে শিলাজিৎ, রুপম ইসলাম, ইমন চক্রবর্তী-সহ বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা । প্রতিদিন দুপুর তিনটে থেকে মেলা শুরু হবে ৷ বিকাল 5.30 মিনিট পর্যন্ত চলবে গানের অনুষ্ঠান ৷

আরও পড়ুন:

  1. শীতের সন্ধ্যায় লেকটাউনে জমজমাট পৌষ পার্বণ ও ক্রিসমাস মেলা
  2. নাচে-গানে বড়দিন উদযাপনে মেতে উঠল শৈলরানি
  3. তিন বছর পর পূর্বপল্লির মাঠে ফিরল পৌষমেলা, ভার্চুয়ালি উৎসবের শুভ সূচনা মুখ্যমন্ত্রীর

সঙ্গীত মেলার উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

কলকাতা, 3 জানুয়ারি: দমদমে সেন্ট মেরিস স্কুলের মাঠে শুরু হল সঙ্গীত মেলা । চতুর্থতম মেলার শুভ সূচনা হয়েছে বুধবার । এদিন মেলার উদ্বোধন করলেন দমদমের বিধায়ক তথা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক তাপস রায়, সাংসদ সৌগত রায়, রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । অনুষ্ঠানের উদ্বোধন উপলক্ষে এসেছিলেন সাহেব চট্টোপাধ্যায় এবং হৈমন্তী শুক্লা, গায়ক সৌমেন্দ্র ও সৌমজিৎ ।

চতুর্থতম দমদম সঙ্গীত মেলার উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই মেলা আয়োজনের মূল কারণ ব্যাখ্যা করেন । তিনি বলেন, "গত চার বছর ধরে আমরা এই মেলাটা করে আসছি । বাংলার মধ্যে দিয়ে বিশ্বকে দেখার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একইসঙ্গে নিজের শিকড়, মাতৃভাষাকে শক্ত করা, নিজের শিকড়কে আরও শক্ত করে আকঁড়ে ধরা দরকার । আরও সরস করা দরকার । সেই জন্যই এই বাংলা সঙ্গীত মেলা।"

এই মেলা উদ্বোধনের সময় বিধায়কের গলায় শোনা গেল বাংলা ভাষার ঐতিহ্যের কথা । তবে এই ঐতিহ্যের কথা বলার সঙ্গেই কেন্দ্রীয় সরকার ও সিপিএমকেও নিশানা করেন শিক্ষামন্ত্রী । তিনি বলেন, "বাংলা ভাষার উপর ক্রমাগত একটা আক্রমণ হয়ে আসছে । 34 বছরের শাসনকালে বাংলাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল । এখন আবার শুরু হয়েছে, এক মনোলিথিক প্যারালাল হিন্দি-হিন্দু-হিন্দুস্তান । এই আগ্রাসন আমরা মানি না । আমরা কোনও ভাষার বিপক্ষে নই । তাই প্রতি বছর বাংলা ভাষার পাশাপাশি আমরা জনপ্রিয় হিন্দি কোনও গায়ককেও এখানে আহ্বান করি ।"

এই বছর দমদম সঙ্গীত মেলা উপলক্ষে আসবে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড 'জলের গান' । এছাড়াও উপস্থিত থাকবেন জনপ্রিয় বলিউড গায়ক সোনু নিগম থেকে শুরু করে শিলাজিৎ, রুপম ইসলাম, ইমন চক্রবর্তী-সহ বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা । প্রতিদিন দুপুর তিনটে থেকে মেলা শুরু হবে ৷ বিকাল 5.30 মিনিট পর্যন্ত চলবে গানের অনুষ্ঠান ৷

আরও পড়ুন:

  1. শীতের সন্ধ্যায় লেকটাউনে জমজমাট পৌষ পার্বণ ও ক্রিসমাস মেলা
  2. নাচে-গানে বড়দিন উদযাপনে মেতে উঠল শৈলরানি
  3. তিন বছর পর পূর্বপল্লির মাঠে ফিরল পৌষমেলা, ভার্চুয়ালি উৎসবের শুভ সূচনা মুখ্যমন্ত্রীর
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.