কলকাতা, 1 এপ্রিল: উলটে গেল মিনিবাস ৷ আহত বেশ কয়েকজন যাত্রী ৷ এসএসকেএমে নিয়ে যাওয়ার পর দুইজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷ পুলিশ জানিয়েছে, মৃত একজনের নাম ফারহান আহমেদ খান (16) ৷ আরেকজনের নাম জানা যায়নি ৷ তবে পুলিশের অনুমান ব্যক্তিটির বয়স 42 বছর ৷ শনিবার বিকেল নাগাদ গান্ধিমূর্তির কাছে মেয়ো রোড উলটে যায় যাত্রীবোঝাই এই মিনিবাস । প্রত্যক্ষদর্শীদের মতে, সেই সময় বাসটির ভিতরে প্রায় 50 জন যাত্রী ছিল ৷ অফিস থেকে বাড়ি ফেরার সময় হওয়ায় বাসটি প্রচুর যাত্রী ছিল বলে মনে করা হয়েছে ৷ ঘটনার পরই দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে আসেন আশপাশ থেকে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশ । স্থানীয়দের সঙ্গে পুলিশের যৌথ সহযোগিতায় সকল যাত্রীকে বের করে আনা সম্ভব হয় ।
এদের বেশ কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক । সকলকেই কলকাতা পুলিশের অ্যাম্বুলেন্স করে এসএসকেএম হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় । তবে আহতদের কারও এখনও নাম পরিচয় জানা যায়নি । বাস উলটে যাওয়ার সময় দুটো বাইকের সঙ্গে ধাক্কা লাগে । বাস ও বাইক দুটো দুমড়ে মুচড়ে যায় । বাইক আরোহীরা ছিটকে পড়ে যান বলে জানান প্রত্যক্ষদর্শীরা । ঘটনার পর বাসটিকে ক্রেনের সাহায্যে সোজা করে থানায় নিয়ে যাওয়া হয় ৷ বর্তমানে মেয়ো রোডে আপাতত যান চলাচল বন্ধ রাখা হয়েছে ৷
এই বিষয়ে প্রত্যক্ষদর্শী মহম্মদ আনসারি বলেন, "তীব্র গতিতে হাওড়া-মেটিয়াবুরুজ রুটে বাসটি আসছিল । ডান দিকে বাঁক নিতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় । সেই মুহূর্তে উলটে দিক থেকে দুটি বাইক আসছিল ৷ ফলে তার সঙ্গেও বাসটির ধাক্কা লাগে । ঘটনাস্থলে বাইক চালকরা রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ।"
আরও এক প্রত্যক্ষদর্শীর কথায়, "গাড়িটি উলটে যেতে দেখেই আমরা ছুটে যাই । তবে সমস্যা হয় বাসের যেদিকে দরজা সেদিকটায় মাটির দিকে থাকার ফলে সামনের ভাঙা কাঁচ, পিছনের অংশ দিয়ে ঢোকে সাধারণ লোকজন । এরপর একএক করে অনেককেই বের করে আনা হয় । এর মধ্যেই দু'একজনকে আশঙ্কাজনক অবস্থায় পুলিশ উদ্ধার করে অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠান ।
বাসের ভিতরে থাকা এক যাত্রী বলেন, "চালক মদ্যপ ছিলেন ৷ ভীষণ দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন তিনি ৷ আমরা বারণ করলেও তাতে কর্ণপাত করেননি তিনি ৷ এরপর একটি বাঁক ঘোরার মুখেই বাসটি উলটে যায় ৷"
আরও পড়ুন : তারকেশ্বর মন্দিরে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি, পথ দুর্ঘটনায় নিহত তিন