কলকাতা, 3 এপ্রিল : লকডাউনের জেরে আর্থিক সংকটে পড়েছে গণপরিবহন । তাই এবার সাহায্যের আর্জি জানিয়ে পরিবহন দপ্তরকে চিঠি দিলেন মিনিবাস মালিকরা ।
মিনিবাস অপারেটর কো-অর্ডিনেশন কমিটির জয়েন্ট সেক্রেটারি স্বপন ঘোষ বলেন, "আজ আমরা আর্থিক সাহায্যের আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে চিঠি পাঠিয়েছি । যদিও তারা পরিবহন সম্পর্কিত কর ও রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়িয়েছেন । তবে মেয়াদ বাড়ানো নয় আমরা ছাড় চাইছি । আমাদের সবক'টি গাড়ি বসে আছে । সব কাজ বন্ধ হয়ে রয়েছে । আমাদের কোনওরকম আয়-উপার্জন নেই । এই পরিস্থিতি কবে কাটবে সে বিষয়েও কেউ নিশ্চিত নয় । বাস চালক, কর্মী-সহ মালিকরা কষ্টে দিন কাটাচ্ছেন । ব্যাপক আর্থিক সংকটের মধ্যে রয়েছি আমরা ।"
এদিকে রোড ট্যাক্স, সার্টিফিকেট অফ ফিটনেস (CF)-সহ গাড়ি সম্পর্কিত অন্য কর জমার মেয়াদ বাড়িয়ে 30 জুন পর্যন্ত করা হয়েছে । গাড়ির বিভিন্ন কর জমার পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন পুনর্নবীকরণের মেয়াদও বাড়ানো হয়েছে 30 জুন পর্যন্ত । কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যেসব গাড়ির রেজিস্ট্রেশন, CF-সহ বাকি করের মেয়াদ 1 ফেব্রুয়ারি বা তারপর শেষ হয়ে যাবে তাদের জন্য 30 জুন পর্যন্ত ছাড় দেওয়া হবে । ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রেও একই নির্দেশ দেওয়া হয়েছে ।