ETV Bharat / state

Millennium Park: খুলছে মিলেনিয়াম পার্ক, রাইড বিহীন পার্কে ঢুকতে লাগবে না কোনও প্রবেশ মূল্য - কলকাতা পৌরনিগম

সম্প্রতি মিলেনিয়াম পার্কের (Millennium Park) দায়িত্ব কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) হাতে তুলে দেওয়া হয়েছে ৷ আপাতত সেখানে সংস্কারের কাজ চলছে৷ তবে দ্রুত ওই পার্ক খুলে যাবে বলে জানিয়েছেন কলকাতার মেয়র পারিষদ (উদ্যান) দেবাশিস কুমার ।

millennium-park-opening-without-rides-no-entry-fee
Millennium Park: খুলছে মিলেনিয়াম পার্ক, রাইড বিহীন পার্কে ঢুকতে লাগবে না কোনও প্রবেশ মূল্য
author img

By

Published : Dec 14, 2022, 8:09 PM IST

কলকাতা, 14 ডিসেম্বর: দ্রুত খুলতে চলেছে গঙ্গাপারের বিনোদন ক্ষেত্র মিলেনিয়াম পার্ক (Millennium Park) । তার থেকে বড় চমক পার্কে ঢুকতে লাগবে না আর কোনও ধরনের প্রবেশ মূল্য । আনন্দের সঙ্গেই থাকছে একটু মন খরাপের খবর ৷ সেটা হল নতুন পার্কে থাকবে না কোনও জয় রাইড । তেমনটাই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) । বুধবার একটি বৈঠকের পর সাংবাদিকদের একথা জানিয়েছেন পৌরনিগমের উদ্যান বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার ।

কেএমডিএর (KMDA) হাত থেকে সম্প্রতি মিলেনিয়াম পার্কের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পৌরনিগমকে দিয়েছে পৌর ও নগর উন্নয়ন দফতর । পৌরনিগমের উদ্যান বিভাগ মিলেনিয়াম পার্কের এক এবং দুই নম্বর অঞ্চলের সংস্কারের কাজ করেছে । বর্তমানে তিন নম্বর অংশের সংস্কার এবং সাজানোর কাজ শুরু করেছে ।

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, মেয়র ফিরহাদ হাকিম (Kolkata Mayor Firhad Hakim), দেবাশিস কুমার সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিকদের নিয়ে বৈঠক করেন । ঠিক হয়েছে, পার্ক পরিষ্কার ও সংস্কার কাজ সম্পন্ন করে দ্রুত খুলে দেওয়া হবে । যদিও, 25 ডিসেম্বরের আগেই পার্ক খোলা হবে কি না, সেবিষয়ে নির্দিষ্ট ভাবে এখনই কেউ কিছু বলে উঠতে পারছেন না ।

উদ্যান বিভাগের মেয়র পরিষদ দেবাশিস কুমার বলেন, ‘‘উৎসবের মরসুম চলছে । দ্রুত খুলতে চলেছে মিলেনিয়াম পার্ক । দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুলতে চললেও পার্কে থাকবে না কোনও বিনোদনমূলক রাইড । পাশাপাশি, শহরের পৌরনিগম পরিচালিত অন্যান্য উদ্যানের মতোই মিলেনিয়াম পার্কেও কোনও প্রবেশ মূল্য রাখা হচ্ছে না ।’’

আরও পড়ুন: ইকো পার্কের নতুন আকর্ষণ সৌর গম্বুজ, পূর্ব ভারতে এমন উদ্যোগ এই প্রথম

কলকাতা, 14 ডিসেম্বর: দ্রুত খুলতে চলেছে গঙ্গাপারের বিনোদন ক্ষেত্র মিলেনিয়াম পার্ক (Millennium Park) । তার থেকে বড় চমক পার্কে ঢুকতে লাগবে না আর কোনও ধরনের প্রবেশ মূল্য । আনন্দের সঙ্গেই থাকছে একটু মন খরাপের খবর ৷ সেটা হল নতুন পার্কে থাকবে না কোনও জয় রাইড । তেমনটাই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) । বুধবার একটি বৈঠকের পর সাংবাদিকদের একথা জানিয়েছেন পৌরনিগমের উদ্যান বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার ।

কেএমডিএর (KMDA) হাত থেকে সম্প্রতি মিলেনিয়াম পার্কের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পৌরনিগমকে দিয়েছে পৌর ও নগর উন্নয়ন দফতর । পৌরনিগমের উদ্যান বিভাগ মিলেনিয়াম পার্কের এক এবং দুই নম্বর অঞ্চলের সংস্কারের কাজ করেছে । বর্তমানে তিন নম্বর অংশের সংস্কার এবং সাজানোর কাজ শুরু করেছে ।

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, মেয়র ফিরহাদ হাকিম (Kolkata Mayor Firhad Hakim), দেবাশিস কুমার সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিকদের নিয়ে বৈঠক করেন । ঠিক হয়েছে, পার্ক পরিষ্কার ও সংস্কার কাজ সম্পন্ন করে দ্রুত খুলে দেওয়া হবে । যদিও, 25 ডিসেম্বরের আগেই পার্ক খোলা হবে কি না, সেবিষয়ে নির্দিষ্ট ভাবে এখনই কেউ কিছু বলে উঠতে পারছেন না ।

উদ্যান বিভাগের মেয়র পরিষদ দেবাশিস কুমার বলেন, ‘‘উৎসবের মরসুম চলছে । দ্রুত খুলতে চলেছে মিলেনিয়াম পার্ক । দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুলতে চললেও পার্কে থাকবে না কোনও বিনোদনমূলক রাইড । পাশাপাশি, শহরের পৌরনিগম পরিচালিত অন্যান্য উদ্যানের মতোই মিলেনিয়াম পার্কেও কোনও প্রবেশ মূল্য রাখা হচ্ছে না ।’’

আরও পড়ুন: ইকো পার্কের নতুন আকর্ষণ সৌর গম্বুজ, পূর্ব ভারতে এমন উদ্যোগ এই প্রথম

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.