ETV Bharat / state

গুরুনানক জয়ন্তীতে কমানো হচ্ছে মেট্রোর সংখ্যা - কলকাতা মেট্রোরেল

আগামী 30 নভেম্বর গুরুনানক জয়ন্তীতে প্রতিদিনের থেকে কম সংখ্যক মেট্রো চলবে শহরে ৷ যেহেতু ওইদিন অফিস ছুটি থাকে , সেই কারণে যাত্রী সংখ্যাও তুলনামূলকভাবে কম থাকবে ।

ছবি
ছবি
author img

By

Published : Nov 28, 2020, 8:42 AM IST

কলকাতা, 28 নভেম্বর : 30 নভেম্বর অর্থাৎ আগামী সোমবার গুরুনানক জয়ন্তীর দিন স্বাভাবিকের চেয়ে কম মেট্রো চলাচল করবে। এমনই জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ।

মেট্রোরেল সূত্রের খবর, যেহেতু ওইদিন অফিস ছুটি থাকে, সেই কারণে যাত্রী সংখ্যাও তুলনামূলকভাবে কম থাকবে । তাই সংক্রমণের কারণে অযথা বাড়তি ভিড় এড়াতে এমনই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ৷ ওইদিন 190টি মেট্রোর বদলে চালানো হবে 152টি ৷

সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত চলাচল করবে মেট্রো ৷ কবি সুভাষ ও দমদম থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল 8টায় ৷ অন্যদিকে, নোয়াপাড়া থেকে প্রথম মেট্রো মিলবে সকাল 8টা 9মিনিটে ৷ পাশাপাশি কবি সুভাষ ও দমদম থেকে শেষ মেট্রো মিলবে রাত 9টায় । নোয়াপাড়া থেকে শেষ মেট্রো ছাড়বে রাত 8.55 মিনিটে।

কলকাতা, 28 নভেম্বর : 30 নভেম্বর অর্থাৎ আগামী সোমবার গুরুনানক জয়ন্তীর দিন স্বাভাবিকের চেয়ে কম মেট্রো চলাচল করবে। এমনই জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ।

মেট্রোরেল সূত্রের খবর, যেহেতু ওইদিন অফিস ছুটি থাকে, সেই কারণে যাত্রী সংখ্যাও তুলনামূলকভাবে কম থাকবে । তাই সংক্রমণের কারণে অযথা বাড়তি ভিড় এড়াতে এমনই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ৷ ওইদিন 190টি মেট্রোর বদলে চালানো হবে 152টি ৷

সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত চলাচল করবে মেট্রো ৷ কবি সুভাষ ও দমদম থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল 8টায় ৷ অন্যদিকে, নোয়াপাড়া থেকে প্রথম মেট্রো মিলবে সকাল 8টা 9মিনিটে ৷ পাশাপাশি কবি সুভাষ ও দমদম থেকে শেষ মেট্রো মিলবে রাত 9টায় । নোয়াপাড়া থেকে শেষ মেট্রো ছাড়বে রাত 8.55 মিনিটে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.