ETV Bharat / state

ফণী আতঙ্কে কমতে পারে যাত্রী, কম চলবে মেট্রো

কাল ফণীর জেরে প্রতিদিনের মতো 224টি মেট্রোর বদলে আগামীকাল 174টি চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। তবে প্রথম ও শেষ ট্রেনের সময়সূচির কোনও পরিবর্তন হয়নি ।

মেট্রো
author img

By

Published : May 3, 2019, 9:43 PM IST

কলকাতা, 3 মে : ফণীর জেরে আগামীকাল যাত্রীসংখ্যা অন্য দিনের তুলনায় কম থাকতে পারে । তাই কম মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল মেট্রো রেল কর্তৃপক্ষ । তবে প্রথম ও শেষ ট্রেনের সময়সূচির কোনও পরিবর্তন হয়নি ।

প্রায় 100 কিলোমিটার গতিতে আজ মধ্যরাতে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ফণী । ইতিমধ্যেই ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়েছে মেদিনীপুর । আবহাওয়া অফিস জানিয়েছে, ফণী ওড়িশা উপকূল থেকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে । মাঝরাত থেকে ভোরের মধ্যে তা আছড়ে পড়বে ।

এই সংক্রান্ত খবর : মধ্যরাতে রাজ্যে আছড়ে পড়বে ফণী

এই আশঙ্কায় কাল প্রতিদিনের মতো 224টি মেট্রোর বদলে আগামীকাল 174টি ট্রেন চালাবার সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

এই সংক্রান্ত খবর : UPDATES of Fani : বাংলার দিকে ধেয়ে আসছে ফণী, ওড়িশায় মৃত 3; আহত 160-র বেশি

কলকাতা, 3 মে : ফণীর জেরে আগামীকাল যাত্রীসংখ্যা অন্য দিনের তুলনায় কম থাকতে পারে । তাই কম মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল মেট্রো রেল কর্তৃপক্ষ । তবে প্রথম ও শেষ ট্রেনের সময়সূচির কোনও পরিবর্তন হয়নি ।

প্রায় 100 কিলোমিটার গতিতে আজ মধ্যরাতে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ফণী । ইতিমধ্যেই ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়েছে মেদিনীপুর । আবহাওয়া অফিস জানিয়েছে, ফণী ওড়িশা উপকূল থেকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে । মাঝরাত থেকে ভোরের মধ্যে তা আছড়ে পড়বে ।

এই সংক্রান্ত খবর : মধ্যরাতে রাজ্যে আছড়ে পড়বে ফণী

এই আশঙ্কায় কাল প্রতিদিনের মতো 224টি মেট্রোর বদলে আগামীকাল 174টি ট্রেন চালাবার সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

এই সংক্রান্ত খবর : UPDATES of Fani : বাংলার দিকে ধেয়ে আসছে ফণী, ওড়িশায় মৃত 3; আহত 160-র বেশি

Intro:ফনীর জেরে ঝড় বৃষ্টির কারণে যাত্রীসংখ্যা বেশকিছুটা কম থাকবে বলে প্রতিদিনের মতো 224 টি মেট্রোর বদলে আগামীকাল 174 টি ট্রেন চালাবার সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো কতৃপক্ষ। যদিও প্রথম ও শেষ ট্রেনটির সময় পরিবর্তন করা হয়নি।


Body:wb_kol_metro update_brief_papri


Conclusion:wb_kol_metro update_brief_papri
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.