কলকাতা, 28 জানুয়ারি: চলতি মাসের শেষেই শুরু হয়ে যাচ্ছে কলকাতা বইমেলা । আগামী 30 জানুয়ারি 46তম বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ এরপর 31 জানুয়ারি থেকে এই মেলা খুলে যাচ্ছে সবার জন্য । তাই যাঁরা এই মেলায় যাবেন, তাঁদের সুবিধার জন্য বাড়তি মেট্রো পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ।
শুধু শহরবাসীই নন, প্রতিবছর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই মেলায় বই কিনতে আসেন বই পাগল মানুষ । গিল্ডের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে এই মেলায় আসা মানুষজনের যাতে যাতায়াতে কোনও অসুবিধা না হয়, তাই পর্যাপ্ত সংখ্যা বাস দেওয়া হবে । এছাড়াও বাড়ানো হবে মেট্রো পরিষেবা (Metro Service) । সেই মতোই এবার কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে এই নিয়ে নোটিশ দেওয়া হয়েছে । একদিকে বইমেলার জন্য ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরে (East West Metro Corridor) বাড়ানো হবে পরিষেবার সংখ্যা ৷ অন্যদিকে রবিবারেও থাকবে পরিষেবা ।
বইমেলা উপলক্ষ্যে মেট্রোর ইস্ট ওয়েস্ট করিডর বা গ্রিন লাইনে 31 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়তি পরিষেবা চালানো হবে । 5 ও 12 ফেরুয়ারি, দু’টি রবিবার চালানো হবে মেট্রো । ওই সময় ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরে সোমবার থেকে শনিবার পর্যন্ত চালানো হবে 120টি মেট্রো ৷ 60টি শিয়ালদার দিকে ও 60টি সেক্টর ফাইভের দিকে চলবে ৷ সাধারণত এই রুটে সোমবার থেকে শনিবার 106টি মেট্রো চালানো হয় ।
বইমেলার সময় সকাল 6টা 55 মিনিটের পরিবর্তে 6টা 50 মিনিট থেকে পাওয়া যাবে মেট্রো । তবে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত দিনের প্রথম মেট্রো 6টা 50 মিনিটে পাওয়া গেলেও সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 7টায় ৷
অন্যদিকে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 35 মিনিটে । সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 40 মিনিটে । দুপুর 2টো 40 মিনিট থেকে 9টা 19 মিনিট পর্যন্ত প্রতি 12 মিনিট অন্তর মিলবে মেট্রো ।
সাধারণত ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরের ক্ষেত্রে রবিবার কোনও পরিষেবা থাকে না । তবে কলকাতা বইমেলা উপলক্ষে ওই সময় রবিবার পাওয়া যাবে পরিষেবা (Metro Service on Sunday) । রবিবার সারাদিনে চলবে 80টি মেট্রো । 40টি শিয়ালদার দিকে ও 40টি সেক্টর ফাইভের দিকে চলবে । ওই দুই রবিবার শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে বেলা 12টা 50 মিনিটে । সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে বেলা 1টার সময় ।
অন্যদিকে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 35 মিনিটে । সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 40 মিনিটে ।