ETV Bharat / state

Metro Services on Gandhi Jayanti: গান্ধি জয়ন্তীতে কমছে মেট্রো পরিষেবা - দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ

Kolkata Metro Services: আগামী সোমবার গান্ধি জয়ন্তী ৷ সেই কারণে মেট্রোর দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ এবং শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবার সংখ্যা কমছে ৷ তবে পার্পল লাইনে মেট্রো একেবারে বন্ধ থাকবে ওই দিন ৷

Kolkata Metro Services
Kolkata Metro Services
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2023, 8:23 PM IST

কলকাতা, 30 সেপ্টেম্বর: আগামী সোমবার অর্থাৎ 2 অক্টোবর গান্ধিজয়ন্তী । মহাত্মা গান্ধির জন্মজয়ন্তীর জন্য এই দিন ছুটি সারাদেশ জুড়েই । যেহেতু ব্যাংক থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান, সবকিছুই বন্ধ থাকবে, সেই কারণে মেট্রোয় যাত্রী সংখ্যা সাধারণ দিনের তুলনায় অনেকটাই কম হবে । তাই ব্লু লাইন ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবার সংখ্যা কমানো হচ্ছে । অন্যান্য দিনের তুলনায় ওইদিন এই দু’টি রুটে চলবে কম মেট্রো । আজ, শনিবার এমনটাই জানিয়েছেন কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র ।

2 অক্টোবর নর্থ-সাউথ করিডোর বা ব্লু লাইনে (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ) সারাদিনে চলবে 234টি মেট্রো । এর মধ্যে 117 আপ ও 117 ডাউনে চলবে । 234টি মেট্রো পরিষেবার মধ্যে 160টি মেট্রো দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন পর্যন্ত যাতায়াত করবে । সাধারণত কাজের দিনে এই রুটে সারাদিনে 288টি পরিষেবা থাকে । যদিও প্রথম এবং শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ ।

দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম পরিষেবা শুরু হবে সকাল 6টা 50 মিনিটে । যেমন সপ্তাহের অন্য কাজের দিনগুলিতে হয় ৷ দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6টা 55 মিনিটে । এক্ষেত্রেও সময় অপরিবর্তিত থাকছে । কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 7টার সময় । সময় অপরিবর্তিত থাকছে এই ক্ষেত্রেও ।

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 28 মিনিটে । এ ক্ষেত্রেও সময় অপরিবর্তিত থাকছে । দমদম থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 40 মিনিটে । অন্য কাজের দিনের মতো ওই দিনও সময় অপরিবর্তিত থাকছে । কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 30 মিনিটে । এক্ষেত্রেও সময় অপরিবর্তিত থাকছে । কবি সুভাষ থেকে দমদম যাওয়ার দিনের শেষ মেট্রো মিলবে রাত 9টা 40 মিনিটে । সময় অপরিবর্তিত থাকছে এই ক্ষেত্রেও ।

অন্যদিকে গ্রিন লাইন বা ইস্ট-ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে 106টি পরিষেবার পরিবর্তে সারাদিনে চলবে 90টি মেট্রো পরিষেবা থাকবে ৷ এর মধ্যে 45টি ইস্ট বাউন্ড (পূর্ব দিকে) এবং 45টি ওয়েস্ট বাউন্ড (পশ্চিম দিকে) মেট্রো চলবে । ইস্ট ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রেও প্রথম এবং শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকছে ।

শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6টা 55 মিনিটে । সময় অপরিবর্তিত থাকছে । সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম পরিষেবা পাওয়া যাবে সকাল 7টায় পাওয়া যাবে । সময় অপরিবর্তিত থাকছে ।

শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 35 মিনিটে । সময় অপরিবর্তিত থাকছে । সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 40 মিনিটে । সময় অপরিবর্তিত থাকছে ।

পার্পল লাইনে 2 অক্টোবর কোনও পরিষেবা থাকছে না । অন্যদিকে আজ আইএসএলের ম্যাচের শেষে একটি বিশেষ মেট্রো (ইস্ট-ওয়েস্ট) পরিষেবা থাকছে । ম্যাচের শেষে বাড়ি ফেরার জন্য দর্শকদের বাড়ি ফেরার জন্য থাকছে এই বিশেষ মেট্রো পরিষেবা । বিশেষ মেট্রোটি সল্টলেক স্টেডিয়াম থেকে রাত 10টা 40 মিনিটে যাত্রা শুরু করে রাত 10টা 47 মিনিটে শিয়ালদহ পৌঁছবে । যাত্রীদের ওঠা নামার জন্য এই মেট্রো ফুলবাগানে কিছুক্ষণের জন্য দাঁড়াবে । যাত্রীদের সুবিধার্থে সল্টলেক স্টেডিয়াম এবং ফুলবাগান স্টেশনে বুকিং কাউন্টার খোলা থাকবে ।

আরও পড়ুন: 1 অক্টোবর সিভিল সার্ভিস পরীক্ষার জন্য বাড়তি লোকাল ট্রেন পরিষেবা

কলকাতা, 30 সেপ্টেম্বর: আগামী সোমবার অর্থাৎ 2 অক্টোবর গান্ধিজয়ন্তী । মহাত্মা গান্ধির জন্মজয়ন্তীর জন্য এই দিন ছুটি সারাদেশ জুড়েই । যেহেতু ব্যাংক থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান, সবকিছুই বন্ধ থাকবে, সেই কারণে মেট্রোয় যাত্রী সংখ্যা সাধারণ দিনের তুলনায় অনেকটাই কম হবে । তাই ব্লু লাইন ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবার সংখ্যা কমানো হচ্ছে । অন্যান্য দিনের তুলনায় ওইদিন এই দু’টি রুটে চলবে কম মেট্রো । আজ, শনিবার এমনটাই জানিয়েছেন কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র ।

2 অক্টোবর নর্থ-সাউথ করিডোর বা ব্লু লাইনে (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ) সারাদিনে চলবে 234টি মেট্রো । এর মধ্যে 117 আপ ও 117 ডাউনে চলবে । 234টি মেট্রো পরিষেবার মধ্যে 160টি মেট্রো দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন পর্যন্ত যাতায়াত করবে । সাধারণত কাজের দিনে এই রুটে সারাদিনে 288টি পরিষেবা থাকে । যদিও প্রথম এবং শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ ।

দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম পরিষেবা শুরু হবে সকাল 6টা 50 মিনিটে । যেমন সপ্তাহের অন্য কাজের দিনগুলিতে হয় ৷ দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6টা 55 মিনিটে । এক্ষেত্রেও সময় অপরিবর্তিত থাকছে । কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 7টার সময় । সময় অপরিবর্তিত থাকছে এই ক্ষেত্রেও ।

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 28 মিনিটে । এ ক্ষেত্রেও সময় অপরিবর্তিত থাকছে । দমদম থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 40 মিনিটে । অন্য কাজের দিনের মতো ওই দিনও সময় অপরিবর্তিত থাকছে । কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 30 মিনিটে । এক্ষেত্রেও সময় অপরিবর্তিত থাকছে । কবি সুভাষ থেকে দমদম যাওয়ার দিনের শেষ মেট্রো মিলবে রাত 9টা 40 মিনিটে । সময় অপরিবর্তিত থাকছে এই ক্ষেত্রেও ।

অন্যদিকে গ্রিন লাইন বা ইস্ট-ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে 106টি পরিষেবার পরিবর্তে সারাদিনে চলবে 90টি মেট্রো পরিষেবা থাকবে ৷ এর মধ্যে 45টি ইস্ট বাউন্ড (পূর্ব দিকে) এবং 45টি ওয়েস্ট বাউন্ড (পশ্চিম দিকে) মেট্রো চলবে । ইস্ট ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রেও প্রথম এবং শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকছে ।

শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6টা 55 মিনিটে । সময় অপরিবর্তিত থাকছে । সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম পরিষেবা পাওয়া যাবে সকাল 7টায় পাওয়া যাবে । সময় অপরিবর্তিত থাকছে ।

শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 35 মিনিটে । সময় অপরিবর্তিত থাকছে । সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 40 মিনিটে । সময় অপরিবর্তিত থাকছে ।

পার্পল লাইনে 2 অক্টোবর কোনও পরিষেবা থাকছে না । অন্যদিকে আজ আইএসএলের ম্যাচের শেষে একটি বিশেষ মেট্রো (ইস্ট-ওয়েস্ট) পরিষেবা থাকছে । ম্যাচের শেষে বাড়ি ফেরার জন্য দর্শকদের বাড়ি ফেরার জন্য থাকছে এই বিশেষ মেট্রো পরিষেবা । বিশেষ মেট্রোটি সল্টলেক স্টেডিয়াম থেকে রাত 10টা 40 মিনিটে যাত্রা শুরু করে রাত 10টা 47 মিনিটে শিয়ালদহ পৌঁছবে । যাত্রীদের ওঠা নামার জন্য এই মেট্রো ফুলবাগানে কিছুক্ষণের জন্য দাঁড়াবে । যাত্রীদের সুবিধার্থে সল্টলেক স্টেডিয়াম এবং ফুলবাগান স্টেশনে বুকিং কাউন্টার খোলা থাকবে ।

আরও পড়ুন: 1 অক্টোবর সিভিল সার্ভিস পরীক্ষার জন্য বাড়তি লোকাল ট্রেন পরিষেবা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.