ETV Bharat / state

ফের ব্যস্ত সময়ে রবীন্দ্র সরোবর স্টেশনে আত্মহত্যা, ব্যাহত মেট্রো পরিষেবা - কলকাতা মেট্রো

Citizen Tried to Suicide: মেট্রোয় আত্মহত্যা ব্যক্তির ৷ তার জেরেই ব্যাহত হয় মেট্রো পরিষেবা ৷ সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা ৷

Etv Bharat
রবীন্দ্র সরোবর স্টেশনে আত্মহত্যা
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2023, 10:44 AM IST

Updated : Nov 22, 2023, 11:56 AM IST

ফের ব্যস্ত সময়ে রবীন্দ্র সরোবর স্টেশনে আত্মহত্যা

কলকাতা, 22 নভেম্বর: সাতসকালে মেট্রোয় আত্মহত্যা এক ব্যক্তির ৷ বুধবার সকাল 9.47 নাগাদ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে চলন্ত ট্রেনের সামনে এক যাত্রী ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ৷ ঘটনার পর বেশ কিছু সময়ের জন্য় বন্ধ হয়ে গিয়েছে মেট্রো পরিষেবা ৷ আপাতত দক্ষিণেশ্বর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালু আছে ।

মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন এবং মহানায়ক উত্তর কুমার মেট্রো স্টেশনের মধ্যে এই ঘটনাটি ঘটেছে । তার জেরেই 10.15 মিনিট নাগাদ দেহ উদ্ধারের কাজ শুরু করতে একটি পাওয়ার ব্লক নেওয়া হয়েছে । যাত্রী সুবিধার্থে ঘটনার পর দক্ষিণেশ্বর ও কবি সুভাষ মেট্রো স্টেশনে মধ্যে আংশিকভাবে মেট্রো পরিষেবার চালু রাখা হলেও ঘণ্টা খানেকের মধ্যেই স্বাভাবিক হয় পরিষেবা । তবে মৃতের পরিচয় এখনও জানা যায়নি ৷ ফলে ওই ব্যক্তির পরিবারের সঙ্গেও যোগাযোগ করা যায়নি ৷ তাই কেন আত্মহত্যা করলেন তা এখনও স্পষ্ট নয় ৷

এদিকে সকালের ব্যস্ততম সময়ে হঠাৎ মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন নিত্য যাত্রীরা ৷ যদিও পরিস্থতি সামাল দিতে আংশিক পরিষেবা চালু রাখা হয় ৷ ঘণ্টা খানেক পড়েই স্বাভাবিক হয় পরিষেবা ৷ কলকাতা মেট্রোয় আত্নহত্যার ঘটনা নতুন কিছু নয় ৷ এই ধরনের অপ্রিতীকর পরিস্থিতি এড়াতে সচেতনতামূলক প্রচার চালানো হয় ৷ পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে ৷ তার পরেও এই ধরনের দুর্ঘটনা এড়াতে নাগরিক সচেতনতা বৃদ্ধির উপরও জোর দেওয়া একমাত্র উপায় বলে মনে করছেন মেট্রোরেল কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন:

  1. সাতসকালে কলকাতা মেট্রোয় আত্মহত্যা, প্রায় ঘণ্টাখানেক পরিষেবা ব্যাহত
  2. গিরিশ পার্কে রেকে যান্ত্রিক ত্রুটি, ব্যাহত মেট্রো রেল পরিষেবা

ফের ব্যস্ত সময়ে রবীন্দ্র সরোবর স্টেশনে আত্মহত্যা

কলকাতা, 22 নভেম্বর: সাতসকালে মেট্রোয় আত্মহত্যা এক ব্যক্তির ৷ বুধবার সকাল 9.47 নাগাদ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে চলন্ত ট্রেনের সামনে এক যাত্রী ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ৷ ঘটনার পর বেশ কিছু সময়ের জন্য় বন্ধ হয়ে গিয়েছে মেট্রো পরিষেবা ৷ আপাতত দক্ষিণেশ্বর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালু আছে ।

মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন এবং মহানায়ক উত্তর কুমার মেট্রো স্টেশনের মধ্যে এই ঘটনাটি ঘটেছে । তার জেরেই 10.15 মিনিট নাগাদ দেহ উদ্ধারের কাজ শুরু করতে একটি পাওয়ার ব্লক নেওয়া হয়েছে । যাত্রী সুবিধার্থে ঘটনার পর দক্ষিণেশ্বর ও কবি সুভাষ মেট্রো স্টেশনে মধ্যে আংশিকভাবে মেট্রো পরিষেবার চালু রাখা হলেও ঘণ্টা খানেকের মধ্যেই স্বাভাবিক হয় পরিষেবা । তবে মৃতের পরিচয় এখনও জানা যায়নি ৷ ফলে ওই ব্যক্তির পরিবারের সঙ্গেও যোগাযোগ করা যায়নি ৷ তাই কেন আত্মহত্যা করলেন তা এখনও স্পষ্ট নয় ৷

এদিকে সকালের ব্যস্ততম সময়ে হঠাৎ মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন নিত্য যাত্রীরা ৷ যদিও পরিস্থতি সামাল দিতে আংশিক পরিষেবা চালু রাখা হয় ৷ ঘণ্টা খানেক পড়েই স্বাভাবিক হয় পরিষেবা ৷ কলকাতা মেট্রোয় আত্নহত্যার ঘটনা নতুন কিছু নয় ৷ এই ধরনের অপ্রিতীকর পরিস্থিতি এড়াতে সচেতনতামূলক প্রচার চালানো হয় ৷ পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে ৷ তার পরেও এই ধরনের দুর্ঘটনা এড়াতে নাগরিক সচেতনতা বৃদ্ধির উপরও জোর দেওয়া একমাত্র উপায় বলে মনে করছেন মেট্রোরেল কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন:

  1. সাতসকালে কলকাতা মেট্রোয় আত্মহত্যা, প্রায় ঘণ্টাখানেক পরিষেবা ব্যাহত
  2. গিরিশ পার্কে রেকে যান্ত্রিক ত্রুটি, ব্যাহত মেট্রো রেল পরিষেবা
Last Updated : Nov 22, 2023, 11:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.