কলকাতা, 9 এপ্রিল : আর ক'দিন পরেই বাংলা নববর্ষ । কিন্তু এখনও এল না ইস্ট-ওয়েস্ট মেট্রোর ফুলবাগান থেকে শিয়ালদা স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা সূচনার চূড়ান্ত ছাড়পত্র । তাই মনে করা হচ্ছে, আগামী 15 এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখ থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হচ্ছে না (Sealdah Metro Station) । এই স্টেশন থেকে মেট্রো পরিষেবা শুরু হতে আরও কিছুদিন সময় লাগবে ৷ সেক্ষেত্রে এপ্রিলের শেষের দিকে শুরু হতে পারে পরিষেবা ৷
কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (কেএমআরসিএল) এর নাম প্রকাশে অনিচ্ছুক এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "বাংলা নতুন বছরের সঙ্গে বাঙালির বিশেষ করে কলকাতার বাঙালির একটা আবেগ জড়িয়ে রয়েছে । তাই প্রথমে ওই দিনটিতেই শিয়ালদা স্টেশন থেকে মেট্রো পরিষেবার সূচনা হতে পারে বলে মনে হয়েছিল ৷ তবে কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিআরএস)এর তরফে যে রিপোর্ট পাঠানো হয়েছে তাতে স্টেশনে একাধিক সংস্কারের পরামর্শ দেওয়া হয়েছে । যেগুলি শেষ করে রেল বোর্ডকে জানাতে হবে এবং তারপরেই কেন্দ্রীয় রেল মন্ত্রক উদ্বোধনের দিন চূড়ান্ত করবে ।"
আরও পড়ুন : বদলে যাচ্ছে করুণাময়ী মেট্রো স্টেশনের নাম
কলকাতা মেট্রো রেলের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ এই প্রসঙ্গে বলেন, "যত দ্রুত সম্ভব সংস্কারের এর কাজ সারা হচ্ছে । সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বুধবারের মধ্যেই শেষ হবে এই কাজ । তারপরেই মেট্রো কর্তৃপক্ষের তরফে রেল বোর্ডের কাছে কাজের রিপোর্ট পাঠান হবে । তবে উদ্বোধনের দিন কবে চূড়ান্ত হবে সেই সিদ্ধান্ত নেবে রেল মন্ত্রক ।" সূত্রের খবর, শিয়ালদা স্টেশন থেকে মেট্রো পরিষেবার উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব । এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, সিএরএস-এর রিপোর্টে পর্যবেক্ষণ গুলির উল্লেখ করা হয়েছিল সেগুলি যাত্রী সুরক্ষার ক্ষেত্রে বেশ তাৎপর্যপূর্ণ । সেই রিপোর্ট অনুসারে, শিয়ালদা মেট্রো স্টেশনে যাত্রী প্রবেশ ও বাহির পথের একবারে লাগোয়া রয়েছে দমকলের প্রবেশ ও বাহির পথ । তাই সেটিকে স্থানান্তরিত করার পরামর্শ দেওয়া হয়েছে । ঠিক একইভাবে থার্ড রেলের ক্ষেত্রেও বেশ কিছু বিচ্যুতি নজরে এসেছে কমিশনার অফ রেলওয়ে সেফটির ৷ প্ল্যাটফর্মের স্ক্রিন ডোরের ক্ষেত্রেও উঠে এসেছে কিছু সমস্যা যেগুলিকে সংশোধন করার পরামর্শ দেওয়া হয়েছে ।