ETV Bharat / state

Sealdah Metro Station : নববর্ষে শহর পাচ্ছে না মেট্রোর নতুন স্টেশন - metro service from sealdah station maight start from end of april

জরুরি কিছু পরামর্শ দিয়েছে কমিশনার অফ রেলওয়ে সেফটি, সেগুলি মেনে শিয়ালদা থেকে মেট্রো পরিষেবার (metro service from Sealdah station) সূচনা হতে আরও কিছুদিন সময় লাগবে ৷

sealdah metro service
শিয়ালদহ থেকে পরিষেবা সূচনায় আরও কিছু দিনের অপেক্ষা
author img

By

Published : Apr 9, 2022, 10:22 PM IST

কলকাতা, 9 এপ্রিল : আর ক'দিন পরেই বাংলা নববর্ষ । কিন্তু এখনও এল না ইস্ট-ওয়েস্ট মেট্রোর ফুলবাগান থেকে শিয়ালদা স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা সূচনার চূড়ান্ত ছাড়পত্র । তাই মনে করা হচ্ছে, আগামী 15 এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখ থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হচ্ছে না (Sealdah Metro Station) । এই স্টেশন থেকে মেট্রো পরিষেবা শুরু হতে আরও কিছুদিন সময় লাগবে ৷ সেক্ষেত্রে এপ্রিলের শেষের দিকে শুরু হতে পারে পরিষেবা ৷

কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (কেএমআরসিএল) এর নাম প্রকাশে অনিচ্ছুক এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "বাংলা নতুন বছরের সঙ্গে বাঙালির বিশেষ করে কলকাতার বাঙালির একটা আবেগ জড়িয়ে রয়েছে । তাই প্রথমে ওই দিনটিতেই শিয়ালদা স্টেশন থেকে মেট্রো পরিষেবার সূচনা হতে পারে বলে মনে হয়েছিল ৷ তবে কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিআরএস)এর তরফে যে রিপোর্ট পাঠানো হয়েছে তাতে স্টেশনে একাধিক সংস্কারের পরামর্শ দেওয়া হয়েছে । যেগুলি শেষ করে রেল বোর্ডকে জানাতে হবে এবং তারপরেই কেন্দ্রীয় রেল মন্ত্রক উদ্বোধনের দিন চূড়ান্ত করবে ।"

আরও পড়ুন : বদলে যাচ্ছে করুণাময়ী মেট্রো স্টেশনের নাম

কলকাতা মেট্রো রেলের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ এই প্রসঙ্গে বলেন, "যত দ্রুত সম্ভব সংস্কারের এর কাজ সারা হচ্ছে । সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বুধবারের মধ্যেই শেষ হবে এই কাজ । তারপরেই মেট্রো কর্তৃপক্ষের তরফে রেল বোর্ডের কাছে কাজের রিপোর্ট পাঠান হবে । তবে উদ্বোধনের দিন কবে চূড়ান্ত হবে সেই সিদ্ধান্ত নেবে রেল মন্ত্রক ।" সূত্রের খবর, শিয়ালদা স্টেশন থেকে মেট্রো পরিষেবার উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব । এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, সিএরএস-এর রিপোর্টে পর্যবেক্ষণ গুলির উল্লেখ করা হয়েছিল সেগুলি যাত্রী সুরক্ষার ক্ষেত্রে বেশ তাৎপর্যপূর্ণ । সেই রিপোর্ট অনুসারে, শিয়ালদা মেট্রো স্টেশনে যাত্রী প্রবেশ ও বাহির পথের একবারে লাগোয়া রয়েছে দমকলের প্রবেশ ও বাহির পথ । তাই সেটিকে স্থানান্তরিত করার পরামর্শ দেওয়া হয়েছে । ঠিক একইভাবে থার্ড রেলের ক্ষেত্রেও বেশ কিছু বিচ্যুতি নজরে এসেছে কমিশনার অফ রেলওয়ে সেফটির ৷ প্ল্যাটফর্মের স্ক্রিন ডোরের ক্ষেত্রেও উঠে এসেছে কিছু সমস্যা যেগুলিকে সংশোধন করার পরামর্শ দেওয়া হয়েছে ।

কলকাতা, 9 এপ্রিল : আর ক'দিন পরেই বাংলা নববর্ষ । কিন্তু এখনও এল না ইস্ট-ওয়েস্ট মেট্রোর ফুলবাগান থেকে শিয়ালদা স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা সূচনার চূড়ান্ত ছাড়পত্র । তাই মনে করা হচ্ছে, আগামী 15 এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখ থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হচ্ছে না (Sealdah Metro Station) । এই স্টেশন থেকে মেট্রো পরিষেবা শুরু হতে আরও কিছুদিন সময় লাগবে ৷ সেক্ষেত্রে এপ্রিলের শেষের দিকে শুরু হতে পারে পরিষেবা ৷

কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (কেএমআরসিএল) এর নাম প্রকাশে অনিচ্ছুক এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "বাংলা নতুন বছরের সঙ্গে বাঙালির বিশেষ করে কলকাতার বাঙালির একটা আবেগ জড়িয়ে রয়েছে । তাই প্রথমে ওই দিনটিতেই শিয়ালদা স্টেশন থেকে মেট্রো পরিষেবার সূচনা হতে পারে বলে মনে হয়েছিল ৷ তবে কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিআরএস)এর তরফে যে রিপোর্ট পাঠানো হয়েছে তাতে স্টেশনে একাধিক সংস্কারের পরামর্শ দেওয়া হয়েছে । যেগুলি শেষ করে রেল বোর্ডকে জানাতে হবে এবং তারপরেই কেন্দ্রীয় রেল মন্ত্রক উদ্বোধনের দিন চূড়ান্ত করবে ।"

আরও পড়ুন : বদলে যাচ্ছে করুণাময়ী মেট্রো স্টেশনের নাম

কলকাতা মেট্রো রেলের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ এই প্রসঙ্গে বলেন, "যত দ্রুত সম্ভব সংস্কারের এর কাজ সারা হচ্ছে । সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বুধবারের মধ্যেই শেষ হবে এই কাজ । তারপরেই মেট্রো কর্তৃপক্ষের তরফে রেল বোর্ডের কাছে কাজের রিপোর্ট পাঠান হবে । তবে উদ্বোধনের দিন কবে চূড়ান্ত হবে সেই সিদ্ধান্ত নেবে রেল মন্ত্রক ।" সূত্রের খবর, শিয়ালদা স্টেশন থেকে মেট্রো পরিষেবার উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব । এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, সিএরএস-এর রিপোর্টে পর্যবেক্ষণ গুলির উল্লেখ করা হয়েছিল সেগুলি যাত্রী সুরক্ষার ক্ষেত্রে বেশ তাৎপর্যপূর্ণ । সেই রিপোর্ট অনুসারে, শিয়ালদা মেট্রো স্টেশনে যাত্রী প্রবেশ ও বাহির পথের একবারে লাগোয়া রয়েছে দমকলের প্রবেশ ও বাহির পথ । তাই সেটিকে স্থানান্তরিত করার পরামর্শ দেওয়া হয়েছে । ঠিক একইভাবে থার্ড রেলের ক্ষেত্রেও বেশ কিছু বিচ্যুতি নজরে এসেছে কমিশনার অফ রেলওয়ে সেফটির ৷ প্ল্যাটফর্মের স্ক্রিন ডোরের ক্ষেত্রেও উঠে এসেছে কিছু সমস্যা যেগুলিকে সংশোধন করার পরামর্শ দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.