কালীঘাট (কলকাতা), 25 মে: মেট্রো স্টেশনে আত্মহত্যা ৷ বৃহস্পতিবার সকাল 10টা 20 মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে কালীঘাট মেট্রো স্টেশনে ৷ বেশ খানিকক্ষণের চেষ্টায় দেহ উদ্ধার করা হয় ৷ তার জেরে প্রায় ঘণ্টাখানেক ব্যাহত হয় মেট্রো পরিষেবা ৷
কলকাতা মেট্রোর এক আধিকারিক জানিয়েছেন, আজ সকাল 10.20 মিনিটে এক পুরুষ যাত্রী কালীঘাট মেট্রো স্টেশনের ডাউন লাইনে ঝাঁপ দেন ৷ ঠিক সেই সময় ট্রেনটি স্টেশনে ঢুকছিল ৷ তিনি আত্মহত্যার চেষ্টা করেন ৷ পরে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায় ৷ পাওয়ার ব্লক নিয়ে দেহটি উদ্ধার করা হয় ৷ চূড়ান্ত ব্যস্ততার মাঝে এই বিপত্তি ৷
স্বভাবতই, এই ব্যস্ত সময়ে যাত্রী পরিষেবা বন্ধ রাখে মেট্রো কর্তৃপক্ষ ৷ উদ্ধার কাজের জন্য ডাউন লাইনে ট্রেন চলাচল করছিল না ৷ এতে অফিস যাত্রীরা, নিত্যযাত্রীরা দুর্ভোগে পড়েন ৷ তবে উচ্চাধিকারিক জানান, যাত্রীদের পরিষেবার কথা মাথায় রেখে ময়দান মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত এবং টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত ট্রেন চলাচলের বন্দোবস্ত করা হয় ৷ দেহ উদ্ধারের পর 11.20 মিনিটে আবার পরিষেবা স্বাভাবিক হয় ৷ এখন ট্রেন চলাচল করছে ৷
এর আগেও বহুবার মেট্রো স্টেশনে আত্মহত্যার ঘটনা ঘটেছে ৷ বিভিন্ন স্টেশনে অনেকেই মেট্রোর রেললাইনে ট্রেন আসার সময় ট্রেনের ঠিক সামনে ঝাঁপ দিয়েছেন ৷ কেউ বা কোনওরকমে বেঁচে গিয়েছেন ৷ কোথাও তা সম্ভব হয়নি ৷ অবসাদগ্রস্ত মানুষেরা মেট্রো স্টেশনকে আত্মহত্যার জন্য বেছে নেওয়ার এই প্রবণতা নিয়ে দুশ্চিন্তায় মেট্রো কর্তৃপক্ষ ৷
আত্মহত্যার প্রবণতা রুখতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে মেট্রোর তরফে ৷ একসময় এ বিষয়ে তথ্যচিত্র তৈরির কথাও ভেবেছিল মেট্রো কর্তৃপক্ষ ৷ এমনকী স্টেশনেও এলইডি স্ক্রিনে মেট্রোয় আত্মহত্যা আটকাতে বিশেষ প্রচার চালানো হয় ৷ সেখানে ফোন নম্বর দেওয়া থাকে ৷ কারও কোনও মানসিক সমস্যা হলে সেই ব্যক্তি ওই নম্বরে যোগাযোগ করে নিজের মনের কথা বলতে পারেন ৷ তবে এত কিছু করেও মেট্রোয় আত্মহত্যার ঘটনা রোখা যাচ্ছে না ৷
আরও পড়ুন: পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, বন্ধ পরিষেবা